পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম-সংখ্যা । ] মহাকর্ষণ | 8 পদার্থের আবর্তনগতির অনেক তথ্য প্রাচীন পণ্ডিতগণের জানা ছিল, কিন্তু তৎসাহায্যে যে মহাকর্ষণশক্তির উৎপত্তিতত্ত্বাবিষ্কার সম্ভবপর, এ কথ। তাহাদের মধ্যে কাহার ও মনে স্থান পায় নাই । প্রায় চল্লিশ বৎসর পূৰ্ব্বে আচার্য্য হেলমহোজ, আবর্তনগতিসম্বন্ধীয় কতকগুলি জটিল ব্যাপারের মীমাংসা জন্ত কিছুদিন গবেষণায় নিযুক্ত ছিলেন । তখন সেই সকল ব্যাপারের মীমাংসার সহিত আবৰ্ত্তনগতিসম্বন্ধীয় ও কয়েকটি নুতন তথ্য তিনি প্রচার করেন । সেই সময়ে ঘূর্ণাগতির সঙ্গে মছাকর্ষণশক্তির কোন একটা গুঢ় সম্বন্ধ আছে বলিয়। কয়েকজন পণ্ডিত অনুমান করিয়াছিলেন । গণিতসাহায্যে হেলমহোজ স্পষ্টই দেখাইয়াছিলেন,—বহিস্থ বায়ু ইত্যাদির ংঘর্ষজাত বাধা না থাকিলে, যে কোন পদার্থে একবায় ঘূর্ণাগতি উৎপন্ন করিতে পারিলে, সেই আবর্তিত পদার্থের তাৎকালিক গঠন ও আবৰ্ত্তবেগ অনন্তকাল পয্যন্ত সমভাবেই থাকিয়া যাইবে । আবৰ্ত্তনগতির এই অদ্ভুত বিশেষত্ব এবং ইহার আরো দুই একটি শক্তির কথা শুনিবামা এই, তদ্বারা হয় ত ভবিয্যতে জড়োৎপত্তি-সমস্তার ও মীমাংস। হটবে বলিয়া লড কেলভিনের মনে একট। সংস্কার হইয়। গিয়াছিল। কিন্তু পূৰ্ব্বোক্ত ব্যাপাবের সত্যতাপ্রতিপাদক যুক্তিগুলির মধ্যে পরীক্ষাসিদ্ধ প্রমীণের একান্ত অভাব দেখিয়া, তিনি কেবল গণিতমূলক প্রমাণ অবলম্বন করিয়া, হঠাৎ সেই মনোগত ভাব প্রচার করিতে সাহসী ইন নাই । এদিকে হেলমূহোজের অদ্ভুত আবিষ্কারবিবরণী দেখিয়া, অধ্যাপক টেট, তাহার প্রত্যক্ষ-প্রমাণ-সংগ্রহের জন্ত নানা পরীক্ষায় নিযুক্ত হইয়াছিলেন ; এবং বায়ুর ঘুর্ণাগতি উৎপাদনের বহুচেষ্টায় ব্যর্থমনোরথ হইয়া শেষে বিস্তুটের ডালাখোলা বাক্সের ন্যায় একট। ছোট বাক্সের কোন এক পাশ্বে একটি ছিদ্র করিয়া এবং তাহার ঠিক বিপরীত দিকে খোলা পাশ্বে একথও স্থল কাপড়ের আবরণ সংলগ্ন করিয়া, তিনি বায়ুর ঘূর্ণাগতি উৎপাদনের একটি অতি সহজ উপায় উদ্ভাবন করিয়াছিলেন । এই সামান্ত যন্ত্রের বস্ত্রাচ্ছাদিত প্রান্তটিতে ধীরে ধীরে চাপ দিলে, প্রত্যেক চাপ প্রয়োগে আবদ্ধ বায়ুয় যে অংশ সেই ক্ষুদ্র ছিদ্রপথ দিয়া বহির্গত হয়, তাহ ঘূর্ণাগতি প্রাপ্ত হয়, অধ্যাপক টেট, এই তথ্য সৰ্ব্বপ্রথমে এই সময়ে জগতে প্রচার করেন ; এবং উক্ত যন্ত্রের সাহায্যে উৎপন্ন বায়ুর অদৃশ্য আবৰ্ত্তন প্রত্যক্ষ দেখিবার জন্য, যন্ত্রমধ্যস্থিত । বায়ুতে ক্লোরাইড “ofoil (Chloride of Ammonia) &to মিশ্রিত করিয়া দিবার যে পদ্ধতি আছে, তাহা ও অধ্যাপক টেট, স্বারা এই সময়ে আবিষ্কৃত হয় । হেলমূহোজের আবিষ্কারের সঙ্গে সঙ্গেই বায়ুকে ঘূর্ণাগতিসম্পন্ন করিবার” উল্লিখিত উপায়টি উদ্ভাবিত হওয়ায় লড কেলভিনের গবেষণার খুব সুবিধা হইয়া গিয়াছিল। যন্ত্রের উদ্ভাবক অধ্যাপক টেটের সহিত পরীক্ষা করিয়া, অধ্যাপক হেলমহোজের গণনালন্ধ সকল ধৰ্ম্মই আবর্তিত বায়ুতে তিনি প্রত্যক্ষ দেখিয়াছিলেন এবং তদ্ব্যতীত ইহার আরো কতকগুলি অদ্ভুত ধৰ্ম্ম দেখিয়া ৰিস্মিত