পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8रै९ বঙ্গদর্শন। { পৌষ। হইয়াছিলেন। পূৰ্ব্বোক্ত প্রক্রিয়ায় পৰীক্ষাগারে প্রচুর ঘূর্ণি বায়ু উৎপন্ন করিলে,— সেই দ্রুত ঘূর্ণায়মান অঙ্গুরীয়কগুলিতে অমুwiw (Inertia), strán s স্থিতিস্থাপকতা প্রভৃত্তি জড়প্রসিদ্ধ সকল ধৰ্ম্মই, ইহার প্রত্যক্ষ দেখিয়াছিলেন। উক্ত পরীক্ষাগুলি দ্বারা কেলভিনের মনে স্থির বিশ্বাস হইয়াছিল যে, ঈশ্বরে একবার আবর্তনগতি উৎপন্ন হইলে, ঘর্ষণাদিজনিত বাধার অভাবে সেই আবৰ্ত্তগুলি অনন্তকাল ঈথরসাগরে ভাসমান থাকিয়া জগতে জডুধৰ্ম্মের বিকাশ করিতে পারে। কেলভিন তাহার প্রসিদ্ধ সিদ্ধান্তটির প্রতিষ্ঠা করিয়াছেন, এবং তাঁহাই অবলম্বন করিয়া একদল বলিতেছেন,—এই জগতে যত জড়পদার্থ দেখিতেছ, তাহাদের সকলেরই স্বক্ষস্তম অংশগুলি সৰ্ব্বদেশব্যাপী ঈথরের ক্ষুদ্র ক্ষুদ্র ঘূর্ণন ছাড়া আর কিছুই নহে ; আর জড়পদার্থমাত্রেই মহাকর্ষণ-শক্তি ও স্থিতিস্থাপকতা প্রভৃতি যে সকল ধৰ্ম্ম দেখা যায়, তাহাও সেই ঈশ্বরীয় ঘূর্ণনের স্বভাৰসিদ্ধ স্থায়ী ধৰ্ম্ম। ঈথরপদার্থ সহজেই ঘর্ষণবাধার অতীত, সুতরাং কোনকালে উক্ত আবৰ্ত্তনগুলির লয় নাই, কাজেই জড়পদার্থ ও তাহার স্থায়ী ধৰ্ম্মগুলির ধ্বংস নাই । * প্রাচীন ও আধুনিক বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলির ইতিহাস আলোচনা করিলে দেখা যায়, এই বিশ্বাসের উপরই লণ্ড" অধ্যাপক ইয়ঙ, কর্তৃক সেই আলোকোৎপাদক ঈথর আবিষ্কারের পর হইতেই, যেন সকল সিদ্ধান্তগুলিরই গতি ঈথরের দিকে চালিত হইতেছে,—আধুনিক সিদ্ধাস্তের মতে বিদ্যুৎ, চৌম্বকশক্তি এবং তাপালোক প্রভৃতি প্রধান প্রধান প্রাকৃতিক ব্যাপারমাত্রই ঈথর দ্বারা উৎপন্ন। আবার দেখা যাইতেছে, আবৰ্ত্তসিদ্ধান্তের মতে জড় ও জড়ধৰ্ম্ম সেই ঈথরেরই অবস্থাবিশেষদ্বার উৎপন্ন। পরীক্ষণসিদ্ধ প্রমাণের অপেক্ষা না করির কেবল কতৃকগুলি সম্ভবপর যুক্তির উপর বিশ্বাস স্থাপন করিয়া, আবৰ্ত্তবাদিগণ স্ববুদ্ধির পরিচয় দিয়াছেন কি না, তাহা আমাদের দ্যায় অক্ষম ব্যক্তির বিচাৰ্য্য নয়। তবে সিদ্ধান্তটি যে কতদূর আনুমানিক, তাহ স্বয়ং আবিষ্কারক মহাশয়ের নিম্নোদ্ধত উক্তিটি হইতে পাঠকগণ সহজেই বুঝিতে পারিবেন । মার্কিন বৈজ্ঞানিক ডাক্তার উইলিয়ম্প্রসঙ্গক্রমে লড কেলভিনকে আবৰ্ত্তসিদ্ধান্তসম্বন্ধে প্রশ্ন করিলে, কেলভিন স্পষ্ট «footfoton:—The Vortex theory is only a dream. Itself unproven, it can prove nothing and any speculations founded upon it are mere dreams about a dream. কাজেই দেখা যাইতেছে, নিউটনের মহাকর্ষণসিদ্ধাস্ত আবিষ্কারের পর হইতে

  • অধ্যাপক ইয়ার্ট ও টেট বলেন, আমরা এ কাল পৰ্য্যন্ত ঈথরকে যে একবারে ফর্ষণবাধাহীন বলিয়! জাসিতেছি, ওtহ ঠিক নয়। ঈশ্বরেরও বাধ। জন্মাইবার শক্তি अtइ; कitछड़े cनई बा१ चाब्रl छप्लभनt.५१ উৎপাদক আবর্জনগুলির লয় অবগুণ্ডাক্ট, এবং সঙ্গে সঙ্গে জড়ের ধ্বংসও নিশ্চিত।