পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২৬ বঙ্গদর্শন। [ পৌষ । তুলিয়াছেন। কিন্তু এই অত্যুজ্জলতার মধ্যেই তিনি তাহার কাব্যকে শেষ করেন নাই । যে প্রশান্ত বিরল বর্ণ পরিণামের দিকে তিনি কাব্যকে লইয়া গিয়াছেন, সেই খানেই তাহার কাব্যের চরম কথা । মহা ভারতের সমস্ত কৰ্ম্ম যেমন মহাপ্রস্থানে শেষ হইয়াছে, তেমনি কুমারসম্ভবের সমস্ত প্রেমের বেগ মঙ্গলমিলনেই পরিসমাপ্ত । কুমারসম্ভব এবং শকুন্তলাকে একত্রে তুলনা না করিয়া থাকা যায় না। দুটিরই कांदबिबग्न निशूज़्छांद थकहे । झई कारबाहे মদন ষে মিলন সংসাধন করিতে চেষ্টা করিয়াছে, তাহাতে দৈবশাপ লাগিয়াছে ; সে মিলন , অসম্পন্ন, অসম্পূর্ণ হইয়া, আপনার বিচিত্রকারুখচিত পরমসুন্দর বাসরশয্যার মধ্যে দৈবাহত হইয়৷ মরিয়াছে। তাহার পরে কঠিন দুঃখ ও দুঃসহ বিরহব্রত দ্বার যে মিলন সম্পন্ন হইয়াছে, তাহার প্রকৃতি অন্তরূপ,—তাহা সৌন্দর্য্যের সমস্ত বাহাবরণ পয়িত্যাগ করিয়া বিরল নিৰ্ম্মল বেশে কলাণের শুভ্রদীপ্তিতে কমনীয় হইয়া উঠিয়াছে। স্পৰ্দ্ধিত মদন ষে মিলনের কর্তৃত্বভার লইয়াছিল, তাহার আয়োজন প্রচুর। সমাজবেষ্টনের বাহিরে দুই তপোবনের মধ্যে অহেতুক আকস্মিক নবপ্রেমকে কবি যেমন কৌশলে, তেমনি সমারোহে, সুন্দয় অবকাশ দান কয়িয়াছেন । ষত কৃত্তিবাস তখন হিমালয়ের প্রস্থে বসিয়া তপস্যা করিতেছিলেন । শীতল বায়ু মৃগনাভির গন্ধ ও কিন্নরের গীতধ্বনি বহন করিয়া গঙ্গাপ্রবাহসিঞ্চিত দেবদারুশ্রেণীকে জান্দোলিত করিতেছিল। সেখানে হঠাৎ অকাল বসন্তের সমাগম হইতেই দক্ষিণের দিশ্বধু সদ্যঃপুষ্পিত অশোকের নবপল্পষজাল মৰ্ম্মরিত করিয়া আতপ্ত দীর্ঘনিশ্বাস ফেলি লেন। ভ্রমরযুগল এককুসুমপাত্রে মধু খাইতে লাগিল এবং কৃষ্ণসার মৃগ স্পৰ্শনিমালিতাক্ষী হরিণীর গাত্র শৃঙ্গদ্বারা ঘর্ষণ করিল। তপোবনে বসন্তসমাগম ! তপস্যার স্বকঠোর নিয়মসংযমের কঠিন বেষ্টনমধ্যে হঠাৎ প্রকৃতির আত্মস্বরূপবিস্তার ! প্রমোদবনের মধ্যে বসন্তের বাসস্তিকতা এমন আশ্চর্য্যরূপে দেখা দেয় না । মহর্ষি কথের মালিনীতীয়বস্ত্রী আশ্রমে ও এইরূপ। সেখানে হুত হোমের ধূমে তপোবন তরুর পল্লবসকল বিবর্ণ, সেখানে জলাশয়ের পথসকল মুনিদের সিক্তবন্ধলক্ষরিত জলরেখায় অঙ্কিত এবং সেখানে বিশ্বস্ত মৃগসকল রথচক্ৰধ্বনি ও জ্যানির্ঘো য নির্ভয় কৌতুহলের সহিত শুনিতেছে। কিন্তু সেখান হইতেও প্রকৃতি দূরে পলায়ন করে নাই,—সেখানেও কখন রুক্ষবন্ধলের নীচে হইতে শকুন্তলার নবযৌবন অলক্ষ্যে উদ্ভিন্ন হইয়া দৃঢ়পিনদ্ধ বন্ধনকে চারিদিক হইতে ঠেলিতেছিল। সেখানে ও বায়ুকম্পিত-পল্লবাজুলিদ্বারা চুতবৃক্ষ যে সঙ্কেত করে, তাহা गन्धू गाभथप्छन्न श्रश्नङ न८श्। यद१ नय কুসুমযৌবন নবমালিকা সহকারতরুকে বেষ্টন করিয়া প্রিরমিলনের ঔৎসুক্য প্রচার করে । o চারিদিকে অকালবসন্তের অজস্র সমাcब्राह, उांझांब्रहे भांशथांटन शिब्रिब्रांजमनिनौ কি মোহনবেশেই দেখা দিলেন। অশোক