পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াবী প্রেম। হারে জলন্ত প্রেম ! কে বলেছে তোরে পরশ-মাণিক, কে বলেছে তোরে হেম ! আমি জানি তোর লীলা যুগে যুগে, সব রহস্য ভাই ; যেই বরিয়াছে তোরে দুর্ভাগt, তারি ভাগ্যেই ছাই ! ওরে প্রাণান্ত মায় ! বুথ আশ্বাসে ধরেছি অ’াকড়ি’ তোর অশাস্ত ছায়া ! নববসন্তে মরীচিকা গাথি চাহিনু পরিতে হার ; আজ কিছু নাই, বক্ষে কেবল জলিছে পিপাসা তার । হারে অস্তিম শিখা ! পড়িয়া লয়েছি তোমার আলোকে আমার ললাট-লিখা । তোমারে সাজামু উৎসব-দ্বীপ বাসরশয়ন ঘিরে, তুমি যে জালাও চিতার আগুন সৰ্ব্বনাশার তীরে । ওরে অতৃপ্ত আশা ! আমার জীবনে বিবর খনির কেনরে করেছ বাসা ! যত ব্যথা পাই তবু তোরে চাই, বত বাজে চাপি বুকে ; বঁাশরি বাজায়ে খেলাইয়া ফিরি কাল-ফণীটিরে সুখে ! শ্ৰীপ্রমথনাথ রায় চৌধুরী।