পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সার সত্যের আলোচনা । তিনে এক, একে তিন । গতবারের আলোচনার শেষ-ভাগে ত্রিকের কথা উপস্থিত হওয়াতে তাহার গোট|কত নমুনা যাহা দেখানো হইয়াছিল, তাহা এইরূপ ঃ– (>) (२) (9) (2r이 মন বুদ্ধি উদ্ভিদ মূঢ়জীব মনুষ্য স্বযুপ্তি স্বপ্ন জাগ্রত তম ब्रछ । সত্ত্ব ইত্যাদি। ত্রিক দুই অক্ষরের শব্দ বই নয়, কিন্তু তাহার গুরুত্ব নিখিল বিশ্বব্রহ্মাণ্ডে কুলায় না । বলা যাইতে পারে যে, তত্ত্বরত্নাগারের চাবি একটিমাত্র, আর সে চাবি ত্রিক । ত্রিকের দৌড় সারা বিশ্ব-ব্ৰহ্মাণ্ডের গোড়া হইতে শেষ পৰ্য্যন্ত ঘুরিয়া ঘুরিয়া চলিয়াছে— কোথাও তাঁহার পরিসমাপ্তি নাই। ত্রিকের অভিব্যক্তির পখ একটি চক্রাকৃতি সোপান ; আর, তাহারই নাম ব্ৰহ্মাণ্ড চক্র ; সংক্ষেপে—ব্ৰহ্মচক্র । ব্ৰহ্মচক্রের দুইটি ক্রম—(১) নাবিবার ক্রম বা স্থষ্টির ক্রম বা অমুলোম-ক্রম ; এবং (২) উঠিবার ক্রম বা সাধনের ক্রম বা প্রতিলোম-ক্রম। অমুলোম-ক্রমের গতি সূক্ষ্ম হইতে স্থলের দিকে ; প্রতিলোম-ক্রমের গতি স্থল হইতে স্থক্ষ্মের দিকে । বলিলাম “দুই ক্রম” ; কিন্তু প্রকৃত প্রস্তাবে তাহ দুই নহে ; তাহা একই ক্রমের দুই অৰ্দ্ধাঙ্গ। এক দিবা + এক রাত্রি = দুই দিন নহে, পয়স্তু তাহা একই দিনের দুই অৰ্দ্ধাঙ্গ ; তেমনি অমুলোম-ক্রম + প্রতিলোম-ক্রম = একই ক্রমের দুই অৰ্দ্ধাঙ্গ । কতকগুলি বিষয় এখানে সবিশেষ দ্রষ্টব্য । প্রথম দ্রষ্টব্য এই ষে, সমগ্র ত্রিক-শ্রেণী একটি চক্রাকৃতি সোপান । দ্বিতীয় দ্রষ্টব্য এই যে, ত্রিক-গুলি গোল সিড়ির ধাপের দ্যায় উপচক্র-পরম্পরা। এক-এক ত্রিক এক-এক উপচক্রের ফের । 尊y তৃতীয় দ্রষ্টব্য এই যে, সমগ্র ত্রিক-চক্র দুই ভাগে বিভক্ত ; সে দুই ভাগ দুইটি গোল সিড়ি । একটি গোল সিড়ি নাবিবার সিড়ি, আর একটি গোল সিড়ি উঠিবার সিড়ি । প্রথম গোল সিড়িতে ত্রিক-শ্রেণী ঘুরিয়া ঘুরিয়া নাবিয়া চলিয়াছে, দ্বিতীয় গোল সিড়িতে ত্রিক-শ্রেণী ঘুরিয়া ঘুরিয়া বাহিয়া উঠিয়াছে। ঐ দুইটি গোল-সিড়ির যথাক্রমে নাম দেওয়া যাইতে পাল্পে (১) অমুলোমসোপান এবং (২) প্রতিলোম-সোপান । চতুর্থ দ্রষ্টব্য এই যে, যেমন বুজনীর সমাপ্তিই দিবসের আরম্ভ এবং দিবসের