পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬৪ বঙ্গদর্শন । [ মাঘ । তেছ ঠাকুরপো ? তোমার হইল কি ? পাঁচটা বাজিয়া গেছে, এখনো তোমার शंठ-भूथ-८षांब्र-कांशृङ्ग-झांज्जां श्श ना ?” মহেন্দ্রের মনে একটা ধাক্কা লাগিল । মহেঞ্জের কি হইয়াছে, সে কি জিজ্ঞাসা করিবার বিষয়? বিনোদিনীর সে কি অগোচর থাকা উচিত ? আজিকার দিন কি অন্ত দিনেরই মত ? পাছে যাহা আশা করিয়াছিল, হঠাৎ তাহার উণ্ট কিছু দেখিতে পায়, এই ভয়ে মহেন্দ্র গত কল্যকার কথা স্মরণ করাইয়া কোন দাবী উথাপন করিতে পারিল না । মহেন্দ্র থাইতে বসিল । বিনোদিনী ছাতে-বিছানো রৌদ্রে-দেওয়া মহেন্দ্রের কাপড়গুলি দ্রুতপদে ঘরে বহিয়া আনিয়া নিপুণহস্তে ভাজ কাপড়ের আলমারির মধ্যে তুলিতে লাগিল। মহেন্দ্র কহিল, “একটু রোসে, আমি থাইয়া উঠির , তোমার সাহায্য করিতেছি !” & বিনোদিনী জোড়হাত করিয়া কহিল— “দোহাই তোমার, আর যা কর, সাহায্য করিয়ো না !” মছেজ খাইয়া উঠিয় কহিল, “বটে ! আমাকে আকৰ্ম্মণ্য ঠাওরাইরাছ ! আচ্ছা, আজ আমার পরীক্ষা হোঁক্‌ ৷”—বলিয়া কাপড় ভাজ করিবার বৃথা চেষ্টা করিতে লাগিল । বিনোদিনী মহেঞ্জের হাত হইতে কাপড় কাড়িয়া লইয়া কছিল—“ওগো মশা, তুমি রাখ, আমার কাজ बांफ़ांहेहब्रां न !” মহেন্দ্ৰ কহিল—“তবে তুমি কাজ করিয়া যাও, আমি দেখিয়া শিক্ষালাভ করি।”— বলিয়া আলমারির সমুখে বিনোদিনীর কাছে আসিয়া মাটিতে আসন করিয়া বলিল । বিনোদিনী কাপড় ঝাড়িবার ছলে একবার করিয়া মহেন্দ্রেয় পিঠের উপর আছড়াইরা কাপড়গুলি পরিপাটিপূৰ্ব্বক ভাজ করিয়া আলমারিতে তুলিতে লাগিল । আজি কণর মিলন এমনি করিয়া আরম্ভ হইল । মহেন্দ্র প্রত্যুষ হইতে যেরূপ কল্পনা করিতেছিল, সেই অপূৰ্ব্বতার কোন লক্ষণই নাই। এরূপ ভাবে মিলন কাব্যে লিখিবার সঙ্গীতে গাহিবার, উপন্যাসে রচিবার যোগ্য নহে। কিন্তু তবু মহেন্দ্র দুঃখিত হইল না— বরঞ্চ একটু আরাম পাইল । তাহার কাল্পনিক আদশকে কেমন করির খাড়া করির রাথিত—fকরূপ তাহার আরোজন, কি কথা বলিত, কি ভাব প্রকাশ করিতে হইত, সকল প্রকার সামান্ত তাকে কি উপায়ে দূরে রাখিত, তাহা মহেন্দ্র ঠাণ্ডরাইতে পারিতেছিল না—এই কাপড় ঝাড়া ও ভাজ করার মধ্যে হাসি-ভামাসা করিয়া সে যেন স্বরচিত একটা অসম্ভব .দুরূহ আদর্শের স্থাত হইতে নিস্কৃতি পাইয়া বাচিল । এমন সময় রাজলক্ষ্মী স্বরে প্রবেশ করিলেন। মহেন্দ্রকে কহিলেন, “মহিল্‌, বউ কাপড় তুলিতেছে, তুই ওখানে বসিয়া কি করিতেছিস্ ?” ● विहनtनिनौ खड्णि--*८ङ्ग१ ठ शिशिभl, মিছামিছি কেবল আমার কাজে দেরি कब्राहेब्रां निटङ८झन !* 畿