পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম-সংখ্যা । ] চোখের বালি। 8૭૧ মহেন্দ্র তাড়াতাড়ি কহিল—“কেন মা, তুমি তার সঙ্গে দেখা করিয়াই এস न !” বিনোদিনী কহিল—“কাজ কি পিসিমা, তুমি এখানে থাক, আমি বরঞ্চ কায়েৎঠাকরুণের কাছে গিয়া বসি গে!” রাজলক্ষ্মী প্রলোভন সংবরণ করিতে না পারিয়া কহিলেন—“বউ, তুমি ততক্ষণ এখানে বস—দেখি যদি কায়েৎ-ঠাকরুণকে বিদায় করিয়া আসিতে পারি । তোমরা পড়া আরম্ভ করির দt ও—আমার জন্ত অপেক্ষা করিয়ো না ।” রাজলক্ষ্মী ঘরের বাহির হইবামাত্র মহেন্দ্র আর থাকিতে পারিল না—বলিয়া উঠিল, “কেন তুমি আমাকে ইচ্ছা করিয়া "মন করিয়া মিছামিছি পীড়ন কয় ?” বিনোদিনী যেন আশ্চর্য্য হইয়া কহিল— কি তাই ? আমি তোমাকে পীড়ন কি লাম ? তবে কি তোমার ঘরে আসা tৱ দোষ হইয়াছে ? কাজ নাই, আমি !”—বলিয়া বিমর্ষমুখে উঠিবার উপক্রম রল । মহেন্দ্র তাহার হাত ধরিয়া ফেলিয়া कश्णि, “श्रमनि कब्रिब्राहे उ छूभि श्रांभां८रू দগ্ধ কর " विरनtनिी ऊङ्क्षिण–“हॆम् वांभांब्र ८ष এত তেজ, তাহা ত আমি জানিতাম না ! তোমারও ত প্রাণ কঠিন কম নয়, অনেক সহ করিতে পার । খুব যে ঝলসিয়া পুড়িয়া গেছ, চেহারা দেখিয়া তাহা কিছু বুঝিবার नाहे !” - भैरश्वा कश्णि, “cफ्रशंब्रांब कि बूक्षि८ब !' ર —বলিয়া বিনোদিনীর হাত বলপূৰ্ব্বক লইয়া নিজেয় বুকের উপর চাপিয়া ধরিল । বিনোদিনী “উঃ” বলিয়া চীৎকার করিয়া উঠিতেই মহেন্দ্র তাড়াতাড়ি হাত ছাড়িয়া দিয়া কহিল, “লাগিল কি ?” দেখিল, কাল বিনোদিনীর হাতের যেখানটা কাটিয়া গিয়াছিল, সেইখান দিয়৷ আবার রক্ত পড়িতে লাগিল । মহেন্দ্র অমৃতপ্ত হইয়া কহিল, “আমি ভুলিয়া গিয়াছিলাম—ভারি অন্যায় করিয়াছি। আজি কিন্তু এখনি তোমার ও জায়গাটা বাধিয়া ওষুধ লাগাইয়া দিব—কিছুতেই ছাড়িব না।” বিনোদিনী কহিল-—“ন, ও কিছুই না। আমি ওষুধ দিব না।” মহেন্দ্ৰ কহিল—“কেন দিবে না ?” বিনোদিনী কহিল—“কেন আবার কি ? তোমার আর ডাক্তারী কল্পিতে হইবে না, ও যেমন আছে থাকৃ!” মহেন্দ্র মুহূর্তের মধ্যে গম্ভীর হইয়া গেল— মনে মনে কহিল—“কিছুই বুঝিবার জো নাই ! স্ত্রীলোকের মন !” বিনোদিনী উঠিল। অভিমানী মহেন্দ্র বাধা না দিয়া কহিল, “কোথায় যাইতেছ ?” বিনোদিনী কহিল, “কাজ আছে।”— বলিয়। ধীরপদে চলিয়া গেল। মিনিটখানেক বসিয়াই মহেন্দ্র বিনোलिनैौ८क किब्राहेब्री श्रांनिवांत्र छछ झन्ड উঠিয়া পড়িল ;–সিড়ির কাছ পৰ্য্যন্ত গিয়াই ফিরিয়া আসিয়া একলা ছাদে বেড়াইতে লাগিল । বিনোদিনী অহরহ আকর্ষণও করে, অথচ বিনোদিনী একমুহূৰ্ত্ত কাছে আসিতেও