পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8°е রাজলক্ষ্মী কহিলেন—“বউ তোমাকে বলে নাই ? আজ যে বিহারীকে নিমন্ত্রণ করিয়াছি !” বিহারীকে নিমন্ত্রণ ! মহেঞ্জের সর্বশরীর জলিয়া উঠিল। তৎক্ষণাৎ কছিল—“কিন্তু মা, আমি ত থাকিতে পারিব না।” ब्रांछलश्रृौ ।। ८कन ? মহেন্দ্র। আমায় যে বাহিরে যাইতে হইবে । রাজলক্ষ্মী । খাওয়া-দাওয়া করিয়া যাস্, বেশি দেরি হইবে না । মহেন্দ্র। আমার যে বাহিরে নিমন্ত্রণ ९त्रटिक् ! বিনোদিনী মুহুর্ভের জন্ত মহেন্দ্রের মুখে কটাক্ষপাত করিয়া কহিল—“যদি নিমন্ত্রণ থাকে, ড হইলে উনি যান্‌ না পিসিমা ! नां श्ब्र श्रांछ दिशंब्रि-ठांकूब्रट* ७कशांझे थांहे८दन ।” কিন্তু নিজের হাতের স্বত্বের রান্ন৷ মহিন্কে খাওয়াইতে পারিবেন না, ইহ। রাজলক্ষ্মীর সহিবে কেন ? তিনি যতই পীড়াপীড়ি করিতে লাগিলেন, মহিন্‌ ততই বাকিয়া দাড়াইল,—‘অত্যন্ত জরুরি নিমন্ত্রণ, কিছুতেই কাটাইবার জো নাই—বিহারীকে নিমন্ত্ৰণ করিবার পূৰ্ব্বে আমার সহিত পরামর্শ করা উচিত ছিল—ইত্যাদি । ब्रांत्र कब्रिब अप्रख यहक्रटश भारक শাস্তি দিবার ব্যবস্থা করিল। রাজলক্ষ্মীর সমস্ত উৎসাহ চলিয়া গেল। র্তাহার ইচ্ছা হইল, রাল্লা ফেলিয়। তিনি চলিয়া যান। বিনোদিনী কহিল, "পিলিম, তুমি কিছু ভাৰিয়ো না—ঠাকুরপে মুখে আস্ফালন বঙ্গদর্শন । [ भांथ করিতেছেন, কিন্তু আজ উছার বাহিরে নিমন্ত্রণে যাওয়া হইতেছে না।" রাজলক্ষ্মী মাথা নাড়িয়া কহিলেন, “না বাছা, তুমি মহিনকে জান না, ও যা একবার ধরে, তা কিছুতেই ছাড়ে না।” কিন্তু বিনোদিনী মহেন্দ্রকে রাজলক্ষ্মীর চেয়ে কম জানে না, তাহাই প্রমাণ হইল । মহেন্দ্ৰ বুঝিয়াছিল, বিহারীকে বিনোদিনীই নিমন্ত্রণ করাইয়াছে। ইহাতে - তাহtয় হৃদয় ঈর্ষায় যতই পীড়িত হইতে লাগিল, ততই তাহার পক্ষে দূরে যাওয়া কঠিন হইল । বিহারী কি কয়ে, বিনোদিনী কি করে, তাহা না দেখিয়া সে বাচিবে কি করিয়া ? দেখিয়া জলিতে হইবে, কিন্তু দেখা-ও চাই ! বিহারী আজ অনেকদিন পরে নিমন্ত্ৰিতআত্মীয়ভাবে মহেঞ্জের অন্তঃপুরে প্রবেশ করিল। বাল্যকাল হইতে যে ঘর তাহার পরিচিত, এবং যেখানে সে ঘরের ছেলের মত অবারিতভাবে প্রবেশ করিয়া দেৱাস্থ্য रकब्रिब्रां८छ्, उठांशंङ्ग वां ब्रद्म रुt८छ् ज्ञांश्लेिघ्र! মুহুর্ভেয় জন্ত সে থম্কিয় দাড়াইল-একটা অশ্রুতরঙ্গ পলকের মধ্যে উচ্ছসিত হইয়া উঠিবার জন্ত তাহার বক্ষঃকবাটে আঘাত করিল। সেই আঘাত সংবরণ করিয়া লইয়া সে স্মিতহাস্তে ঘরে প্রবেশ করিয়া সপ্তঃস্নাত রাজলক্ষ্মীকে প্রণাম করিয়া তাহার भारग्रब्र धूणा गहेण । बिशत्रैौ वषन गर्फन यांङांब्रांउ कब्रिड, ठषन ५क्र° जछिदांनन ठांझां८मब्र ७धंथ हिल नां । जांब cयम cग বহুদূর প্রবাল হইতে পুনৰ্ব্বার ঘরে ফিরিয়া আসিল । বিহারী প্ৰণাম করিয়া উঠিবার