পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম-সংখ্যা। ] | কয়েকখানি প্রাচীন বাংলা ব্যাকরণ। 8ማ¢ कब्रिटबन, हेशरङ श्रां★फ़ार्षीव्र विषग्न किङ्कई নষ্ট । হালহেড সাহেব লিথিয়াছেন— “কিন্তু ব্ৰাহ্মণবর্গ এবং অপরাপর সুশিক্ষিত হিন্দু, যাহারা সরকারী উচ্চপদবী প্রাপ্তির আকাঙ্ক্ষার নিকট জাতীয়তা বিসর্জন দেন নাই, তাহারা এখনও একান্ত অনুরাগ ও বিশ্বাসের সহিত র্তাহীদের প্রাচীন ভাষারই (সংস্কৃতের) চর্চা করিয়া থাকেন।”* বাংলাগদ্য-সম্বন্ধে হালহেড-সাহেব লিথিয়াছেন,— "থুসিডাইডিসের পূৰ্ব্বে গ্রীকৃভাষার যে অবস্থা ছিল, এখন বাংলা ভাষার কতকপরিমাণে সেইরূপ অবস্থা দৃষ্ট হয়। যদি ও বৈষয়িক বাণিজ্যাদি ব্যাপার ও সরকারী কাজের জন্য বাংলা-গন্ত সৰ্ব্বদা ব্যবহৃত দৃষ্ট হয়, তথাপি ধৰ্ম্ম, ইতিহাস কিংবা নীতি সম্বন্ধীয় কোন গুরুতর বিষয়ে কিছু লিখিতে চক্টলেই বাঙtলীরা পদ্যের আশ্রয় গ্রহণ করিয়া থাকেন।+ বাঙালীরা যে ভাবে পূর্বে লেখনী পরিচালন করিতেন, এখন সে দৃপ্ত আর স্বলভ নহে । প্রাচীন লেখকমহাশয়ের সে অদ্ভুত পড়ে নাই, কিন্তু বোধ হয় কালে উহা সম্পূর্ণরূপে অবিশ্বাসযোগ্য হইয়া দাড়াইবে । হালহেড সাহেব অতীব বিস্ময়ের সহিত বাঙালী লেখকের লেখনীচালনকাৰ্য্য লক্ষ্য করিয়াছিলেন। “র্তাহারা যে হন্তে লেখনী ধারণ করেন, সে হস্তটি মুষ্টিবদ্ধ থাকে এবং মধ্যম অঙ্গুলীর অগ্রভাগ দ্বারা লেখনীটিকে বৃদ্ধাঙ্গুলীর তলদেশে ঠেকাইরা ধরেন। র্তাহীদের চেয়ার কিংবা টেবিল নাই, স্বতয়াং তাহাদের লিখিবার প্রণালী অদ্ভূত রকমের, তাহারা গুলফ কিংবা জানুর নিম্নভাগের উপর ভর দিয়া উপবেশন করেন এবং তঁাহীদের বামহস্ত ডেস্কের কাজ করে, কারণ লিথিবীর কাগজখানি সেই হস্তের উপর রক্ষিত रद्र । { ডোডো-পক্ষীয় স্তায় এই লেখকের মূৰ্ত্তিও যে ধরাপৃষ্ঠে ক্রমশ অতীব দুষ্প্রাপ্য হইয়া পড়িতেছে, তাহার আর সন্দেহ নাই। সাহেব বাংলা শিখিতে যে কষ্ট পাইয়াছিলেন, তাহাও বিশেষভাবে উল্লেখ করিয়াছেন , প্রথমত কোন ব্রাহ্মণই তাহাকে বাংলা শিথাইতে সম্মত হন নাই, বহুকষ্টে ভঙ্গি ট এখন ও নিতা স্তু অপরিচিত হইয়া

  • “But the Brahmins and all other well-educated Jentoos. whose ambition has not overpowered their principles, still adhere with a certain conscientious tenacity to their primeval tongue.” - 婚

+ I might observe that Bengal is at present in the same state with Greece before Thucydides, when poetry was the only style to which authors applied themselves and studied prose was utterly unknown. Letters of business, petitions and public notifications &c. are necessarily and of course written in prose, but all compositions dedicated to religion, history and morality are in poetry.

  1. They write, with the hand closed in which they hold the pen pressing it against the ball of the thumb with the tip of the middle finger. As they have neither chairs nor talles their posture in writing is very different from ours. They sit upon their heels **ometimes upon their hams, left hand serves as a desk whereupon to lay the paper on which they write.