পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مسجنتينو من سسسس. কালিকানন্দ ভট্টাচার্য্য নবদ্বীপ-অঞ্চলে বাস করেন। নিষ্ঠাবান শাক্ত বলিয়া সৰ্ব্বত্র তার খ্যাতি ; দুর্গোৎসব এবং কালীপূজা বিশেষ সমারোহে তিনি সম্পন্ন করিয়া থাকেন । সকলেক্ট জানেন, বঙ্গীয় বৈষ্ণবধন্মের ভিত্তিভূমি শ্ৰীধাম নবদ্বীপ কোনকালে চৈতন্যধৰ্ম্মের পক্ষপাতী U 3 এই মধুর ভাবের নবীভূত অনুরাগোচ্ছাসের দিনে পাশ্চাত্য-শিক্ষাগৌরব বিস্তৃত হইয়া বঙ্গীয় ভক্তগণ যখন শচীনন্দনের জন্মভূমিদশনকামনায় ছুটিয়া চলিয়াছেন, নবদ্বীপবাস ক্লান্তিকী পূর্ণিমায় রাসলীলার মহোৎসব শান্তিপুরে বিদায় দিয়া নিজেরা তন্ত্রোক্ত দশমহাবিদ্যামূৰ্ত্তির আরাধনায় বিভোর হইয়া আছে। শান্তিপুরের রাসরসিক কৃষ্ণচন্দ্র নবদ্বীপের “পট-পূর্ণিমায়” আদৌ আমল পান না। অতএব নিমাই-পণ্ডিত নিজগ্রামে চিরদিন “গেয়ে যোগী” রহিয়া গেলেন । সেখানকার শিষ্টসমাজে অস্তুত *शब्र अदउॉब्रए शैङ्कङ नरश् । cन कथा উনিলে অগ্নিশৰ্ম্ম হইয় উঠে, এখনও এমন লোকের অসম্ভাব নাই । কালিকানন্দ ভট্টাচাৰ্য্য তাহীরই একজন-গোড়া শাক্ত যারে বলে। বৈষ্ণব নহে । বৈষ্ণবীদের প্রতি বিদ্বেষটুকু কখন রাখিয়াঢাকিয়া প্রকাশ করিতে জানেন না। বৈষ্ণববাবাজীরা কষ্ঠ পরিয়া শিখ রাখিয়া ঝুলির সহায়তায় হরিনাম করে, অথচ কাছ দেয় না, তাহার চক্ষে এমন হাস্যকর ব্যাপার এ বিশ্বব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নাই। তথাপি রুদ্রাক্ষমালা ধারণ করিয়া রক্তচন্দনচচ্চিত দেহে কালীনামাঙ্কিত নামাবলী গাঁয়ে নিজে তিনি “জগদম্ব।” এবং “দুর্গা দুৰ্গতিহারিণী”কে ভক্তিগদগদকণ্ঠে যখন ডাকেন, প্রেমাক্রতে তাহার গণ্ডস্থল ভাসিয়া যায় । বৈষ্ণববিদ্বেষ ভট্টাচাৰ্য্য-মহাশয়ের অস্থিমজ্জাগত হইলেও তাহাৰু নিজকুটুম্বের সকলেই প্রায় বৈষ্ণববংশীয় এবং কাটোয়াঅঞ্চল-বাসী । একমাত্র পুত্ৰ সৰ্ব্বfনন্দকেও বৈষ্ণববংশে বিবাহ দিতে হইয়াছে, কিন্তু ইহাতে র্তাহার হাত ছিল না। সৰ্ব্বানন্দের ষখন ছয়বৎসরমাত্র বয়স, পিতামহ পুরাতন-কুটুম্ব-গৃহে নিমন্ত্রিত হইয়া যান এবং তিনমাসের একটি টুকটুকে মেয়েকে প্রাঙ্গণে বিস্তৃত ক্ষুদ্রশয্যায় স্বৰ্য্যকিরণে খেলিতে দেখিয় তাহাকেই “নাত-বউ” করিবেন প্রতিশ্রুত হইয়া আসেন। কাজেই স্বৰ্গীয় কৰ্ত্ত মহাশয় বার-বছরের পৌত্রকে