পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मभय-ग१थT । ] कांलिकांनन्छ । 8ఫిలి “সোহর” গাহিতে আরম্ভ করিয়া দিয়াছিল। ऊांशंद्र छिङग्न दूनांदन, ननब्रांनी ७ ननाলালা ছাড়া আর কোন কথা কত্রী ঠাকুরাণীর বড় হৃদয়ঙ্গম হইতেছিল না । মহা ব্যস্ততা ও উদ্বেগের মধ্যে মাঝে-মাঝে কৰ্ত্তাটিকে মনে পড়িতেছিল এবং এই সময়ে বুনা বনের গান শুনিলে তিনি কেমন গালে-মুখে চড়াইতেন, সে দৃপ্ত ও তদীয় মানসচক্ষুকে এড়াইতে পারিতেছিল না। বামামুন্দরী দাইদের পুরুষোচিত ধরণে বস্ত্রপরিধান দেখিয়া প্রথম-প্রথম হাসিয়া লুটাইয়া পড়িত এবং দুইচারিদিনের ভিতর তাহাদের নামকরণ করিয়াছিল—“মেয়ে মরদী ।” তাহাদের র্কাইমাই গান শুনিয়া আজ তাহার ভারি হাসি পাইতেছিল, কিন্তু বউমার মুখ চাহিয়া সে তাহা সংবরণ করিল। থোকা ভূমিষ্ঠ হইলে সেই সংবৃত হাস্তলহরীর উৎস সে খুলিয়৷ দিল, এবং কৰ্ত্তামার নুতন একটি বর জুটিল বলিয়। শতবার তাহাকে অভিনন্দন করিল । সৰ্ব্বানন্দকে ডাকিয় মা বলিলেন—“সবু, তাকে এখুনি চিঠি লেখ বাবা! আমার জবানি লেখ যে, এ আমার টাকার সুদ,— বড় মিষ্টি ! তিনি যেন শীগগির একবার আসেন।” সৰু লজ্জিত হইয়া কহিল, "আর কাউকে দিয়ে লেখাও মা, আমি পারবে না।” পুত্রেয় সে লজ্জানস্র মুখ দেখিয়া মাতার চক্ষু আননাশ্রতে পূরিরা উঠিল। কিন্তু কৰ্ত্ত ত আসিলেন না । গৃহিণীর চিঠিতে বারংবার বেহারে আসার নিমন্ত্রণ পাইয়। তাছার উপর পর্যন্ত চটিয়া গেলেন। ५निरयू नदीनमा-नमन बांभांमांनौब्र विदिष প্রকারের মুখভঙ্গী এবং সোহাগে-অাদরে হাসিয়া হাসিয়া পিতামহীর ক্রোড়ে শশি• কলার মত বাড়িতে বাড়িতে ছয় মাসের হইল। তখন সৰ্ব্বানন মাতার অনুরোধে ছুটীর দরখাস্ত করিল, দেশে গিয়া ছেলের অন্নপ্রাশন হইবে। গৃহযাত্রার সকল বন্দোবস্ত ঠিক হইয়াছে, এমন সময়ে খবর আসিল, ছুটী মধুর হয় নাই। ইহাতে গোসার মুখে সৰ্ব্বানন্দ চাকরী ছাড়িয়া দেশে গিয়া ডাক্তারি করিয়া খাইবে, অনুপস্থিত সরকার-বাহাদুরকে দুইচারিবার এরূপ শাসাইরাfছল বটে, কিন্তু শেষে আবার ছুটী চাহিলেই পাইবে ভরসা করিয়া দুইচারিদিনে জল হইয়া গেল। থোকা প্রবাসে ভাত খাওয়ায় ঠাকুরমা অাদর . করিয়া নাম দিলুেন—“ছাতুখোর!” বাম নাম রাখিল, “মেড় দ্রাবাদী।” পৌত্রের অল্পপ্রাশনোপলক্ষে সমারোহ করিবার অতিপ্রায়ে কুালিকানন্দ যে-কিছু উদ্যোগ করিয়াছিলেন, সৰ্ব্বানন্দের বিদায়বিভ্রাটে তাহার সকলই পণ্ড হইয়া গেল । ইহাতে তিনি বড় দুঃখিত হইলেন, কিন্তু ভ্ৰমে ও সন্দেহ করিলেন না যে, ছুটীর এই গোলযোগ পুত্র এবং পুত্রবধুর ইচ্ছাকৃত,— একটা বাহানামাত্র। ইহাতে কিন্তু প্রতিবেশী বিশেষত প্রতিবেশিনীদের মন উঠিল না। যোগমায়া এই উপলক্ষে আর একবার তাহাদের সমালোচনার অগ্নিপরীক্ষায় পড়িলেন। জ্ঞাতিকন্যা হাবুর মা কিছু উৎসাহিত হইয়া কালিকানন্দের সমীপবৰ্ত্তিনী হইলেন। বলিলেন—“আর শুনেচে৷ দাদা, গায়ে ঢিঢ়ি হ’য়ে গেল যে ”