পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুজাতির একনিষ্ঠতা । `ව কোথাও দেখা যায় না। বিবর্তনশীল ভূতগ্রাম নিজেতে ত অবস্থিত নহেই জায় ব্ৰহ্মসত্ব माथा ७ हेशांब्र अषहिउिब्र ७८ब्रांजनैौब्रङt দেখা যায় না । ইহা গন্ধৰ নগরের ভায় এক অঘটঘটনপটীয়সী মায়াশক্তি দ্বারা উদ্ভূত হইয়াছে। সেই মায়াশক্তি ব্ৰহ্মেতে অৰস্থিত কিন্তু স্বরূপতঃ নছে। বাহুল্যভাবে ব্ৰহ্মকে আবরণ করিয়া আছে। একই বহু হইয়াছে কিন্তু কেবল ব্যবস্থারতঃ । একের পরিবর্তন হয় না, পরিণাম হয় না, অথচ বহুরূপে প্রতিভাতি হয়। ঋষিরা যে অগ্নিদেবতাকে অগ্নি বলিতেন, কার্ধ্যের নামে কারণকে অভিহিত করিতেন, সেই একত্বের পরাকাষ্ঠী বৈদাস্তিক মায়াবাদেই দৃষ্ট হয়। একনিষ্ঠীচন্তাপ্রবণতা, বস্তুর বস্তুত্ব দর্শন, কর্তা এবং কার্ধ্যের পারমার্থিক অভেमात्र छूङि, दश्रज्ब्र भांब्रिकउ खांनई हिन्मूत्र হিন্দুত্ব। বেদে ইহার আরম্ভ এবং বেদান্তে পরিণতি । এই আধ্যাত্মিক দর্শন বর্ণাশ্রম ধৰ্ম্মে প্রকটিভ হইয়াছিল। ভিন্নকে অভিন্ন করা, অনেককে একীভূত করা বর্ণবিভাগের উদ্দেশু। যে দিন হইতে এই একনিষ্ঠচিন্তাশীলতার হ্রাস হইতে লাগিল, যে দিন হইতে বর্ণাশ্রমধৰ্ম্মের ব্যতিক্রম আরম্ভ হইল, সেই দিন হইতে তারতের অধঃপতন। আজ কোথায় সেই একনিষ্ঠভা ! পাশ্চাত্য বিদ্যা शtङ कब्रिब्रां श्रांर्षीनखांटनब्रां रुहनिई ७ य*f শ্রমবিরোধী হইয়া উঠিয়াছে। যতদিন ঋষিদিগের অভেদদৃষ্টি এবং বর্ণধৰ্ম্ম পুনরাविङ्गड न श्च्च डडमिन डोब्रटङब्र ख्थान षडिव । जश्झब्र८१ षडलूङ्ग ऊँ९कं एऎ८ङ পারে, হইবে, কিন্তু অস্থিমজ্জাগত উন্নতি হইবে লা । একনিষ্ঠার অভু্যদল্প-চেষ্টা করিতে গিয়া আমরা যেন যুরোপীয় বহুনিষ্ঠার বিরোধী ন হই । এই বহুনিষ্ঠা আমাদের জাতীয়তাকে পোষণ করিবে । যেমন আমাদের দেশে বৃক্ষ সকল য়ুরোপীয় বিজ্ঞানপ্রভাবে পরমঐসম্পন্ন হয়, সেইরূপ আমাদের চিন্তাপ্রণালী প্রতীচ্য চিন্তার সংস্পর্শে বলীয়সী হইবে । কিন্তু ভূমি ছাড়িলে জীবন ও তেজ শুষ্ক হইয়া যাইবে । অশ্বখকে ইংলণ্ডে রোপণ করিলে বিজ্ঞানের সহায়তা তাহার কোন কাজে আসে না। হিন্দুর যদি হিন্দুত্ব ত্যাগ করে এবং যুরোপীয় হয় তাহ হইলে অচিরে মরিয়া যাইবে। কিন্তু যদি হিন্দুত্বের উপর, জাতীয়তার উপর,একনিষ্ঠতার উপর, বর্ণাশ্রম ধর্মের উপর দণ্ডায়মান হইয়া যুরোপীয় অল্পশীলন গ্রহণ করে তাহা হইলেই তাছাদের ইহপরকালে মঙ্গল হইবে । নিজের ঘর इज़ि७ न, अeडिई इ३७ न । शृश् श्हेब অভ্যাগতদিগকে সমাদর করিও। .তৰেই হিন্দুর হিন্দুত্ব পরিরক্ষিত হুইৰে, সংবৰ্দ্ধিত হইবে, এবং সুফলসম্পন্ন হুইবে । ব্ৰহ্মবান্ধব উপাধ্যায়।