পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b যখন র্তাহার অপমান করে তখন শুিনি নিশা কাপে ভীমসেনকে কচ ক বিনাশের ভার দিয়া আfগলেন। এক্ষণে পতিগণের সাক্ষাতে দ্রৌপদী অশরণা, পাগুবদিগের প্রতি তাছার দৃষ্টি নাই । ঘোর বিপদের সময় যাহাকে ডাকিতে হয়, যিনি অশরণের শরণ র্তাহাঞ্চে ষ্ট দ্রৌপদী ডাকিতেছেন। ‘হে মহাযোগিন্‌ ! বিশ্বাত্মন! জনাৰ্দ্দন, গোবিন্দ, দুঃথনাশন, লজ্জানিবারণ, আমার লক্ষ রক্ষা কর! আমি কৌরব সাগরে নিমগ্ন হষ্টয়াছি, অামাকে উদ্ধার কর । দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরণ কfরয়া আকর্ষণ করিল । কৌরবগণ ব্যতীত সভাস্ক সকলে দ্রৌপদীকে অনিয়নগ্নতা আশঙ্কা করিয়া চক্ষু ন ত্ত কfরলেন । সহসা একি হইল । ছঃশাসনের হস্তে বস্ত্র আসিল বটে কিন্তু দ্রৌপদী ত বিবন্ধ। ইলেন না। দুঃশাসন অবfর টানল, অfর ও বস্ত্র অসিল, কিন্তু দ্রৌপদার কোন অঙ্গ ত বস্থশূন্ত হইল না ! বিস্ময়ে বাকশূণ্ঠ হইয়। দুঃশাসন আব'র টানিল, দুই হস্তে ক্রমাগত বস্ত্র আকর্ষণ করিতে লাগিল, তথাপি তদ্রুপ । এক বসনা দ্রৌপদী অক্ষয়বসনা হইলেন । আকর্ষণ করিয়া দুঃশাসন নানা বর্ণের নানাবিধ বন্ধ পাকার কারণ, কিন্তু দ্রৌপদীর লজ্জা বস্ত্র হয়ণ করিতে সক্ষম হইল না । সভাস্বদ্ধ লোক চমৎকৃত হইয়া, নিৰ্ণিমেধ লয়নে মায়েশ্বরের এই মায় নিরীক্ষণ করিতে লাগিলেন। অবশেষে ক্ল,স্ত হইয়া, লজ্জিত হইয়া, দুঃশাসন নিঃস্ত হইল । এই অলৌকিক কার্য্যে, সেই উৎকট আনন্দের সময়েও, কৌরবের অদৃষ্টাকাশ মেঘাচ্ছন্ন, অন্ধকার হইল। মেঘ গৰ্জনের তুল্য যুধিষ্ঠিরের দৃঢ়তাসক্তি । ভীমসেন কহিলেন, “যদ্যপি আমি যুদ্ধে বলপুৰ্ব্বক এই ভারতাধম পাপ:ক্স দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করিয়' রুধির পান না করি, তাছা হইলে আমি যেন পূর্বপুরুষগণের গতি প্রাপ্ত না হই।’ এই ভীষণ শপথ শ্রবণ করিয়৷ ভীমকে নরশোণিতপায়ী রাক্ষস মনে হয় না, পরস্তু ভীষণ অপমানের ভীষণ প্রতিশোধগ্রহী বীর মনে হয়। আবার যখন দুৰ্য্যোধন দ্রৌপদীকে উরু প্রদর্শন করিলেন তখন ভীম সেছ উরু গদাঘাতে ভগ্ন করিবেন প্রতিজ্ঞ করিলেন । ক্ষত্রিয়ের অভিশাপ ক্ষত্রিয় স্বহস্তে পূর্ণ করিতেন । কি দূতে ক্রীড়ায়, কি গৃহকার্য্যে, কি রণক্ষেত্রে, কথা কখন টলিত না । দেবতার বস্ত্র ব্যর্থ হইত, পুরুষের বাক্য কদাপি ব্যর্থ হুইত না । কৌরবের অদৃষ্ঠাকাশ এই দৃতি সভার গজ্জিত মন্দ্রীভূত মেঘে আবৃত হইল ; উত্তর গোগৃহ যুদ্ধে তাছাদের মস্তকে অশনিসম্পাত হহল ; কুরুক্ষেত্রে ভt২ারা দগ্ধভস্ম হছয়া C - দ্রৌপদার অপমান দূর করিপার নিমিত্ত যখন ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে বর দিতে চাহলেন তখন দ্রুপদনfণনা আয়ুমুক্তি প্রার্থনা করিলেন ন, যুধিষ্ঠির দাসত্ব হইতে মুক্ত ইউন এই ૧ર চাছিলেন । উদার চরিত্রের এতদপেক্ষা উচ্চতর মাদশ রমণীকুলে কেন, মাণৰকুলে দুর্লভ । - বনবাস পূর্ণ হইলে পাণ্ডবগণ খ্রৌপদী সমভিব্যাহারে বিরাট রাজভবনে অজ্ঞাত বাসের নিমিত্ত উপনীত হইলেন । যুধিষ্টির আপনাকে যুধিষ্ঠিরের রাজ সভাস্থ কঙ্ক নামৰ অক্ষদেৰী বলিয়া পরিচয় দিলেন ।