পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজতপস্বিনী। . منتهی به هرح پههای जैौदनेोeधनत्र ] পুঠিয়ার স্বৰ্গীয়া মহারাণী শরৎকুন্দরী দেবীর স্বামী রাজশ মোগেন্দ্রনারায়ণ রায় রাজশাহীতে নীলবিদ্রোহের একজন কশ্মিষ্ঠ নেতা ছিলেন। অতএব জেলার সাহেবহুবাদের বিরাগে বিপদ আশঙ্কা করিয়া কিছুদিন সপরিবারে তাহাকে কলিকাতায় বাস করিতে হইয়াছিল । আমার পিতৃদেব রাজার দেওয়ান, সঙ্গে ছিলেন। মাতাঠাকুরাণী ইহার কিছুদিন পূৰ্ব্বে উৎকট বায়ুরোগে আক্রাপ্ত হন। চিকিৎসকেরা সিদ্ধান্ত করেন, পীড়াটি হিষ্টিরিয়াজনিত উন্মাদ । সুবিখ্যাত ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চিকিৎসার জন্য এই সময়ে তাহাকেও কলিকাতায় লইয়া যাওয়া হয় । আমি তখন দেড় কি দুই বৎসরের শিগুমাত্র । শুামবাজারে রাজার বাসাবাটীর নিকটে আমাদের বাস ছিল । * মহারাণীমাতার বয়ঃক্রম তখন নুনাধিক দ্বাদশবৰ্ষমাত্র, সমস্তদিন এক থাকিতে পারিতেন না । অত্র রনামে দাসী তাহার আদেশে প্রত্যহ আমীয় তার কাছে লইয়া যাইত। দিনমান আমায় অবলম্বন করিয়া আনন্দে তিনি সময় কাটাইতেন। তখন হইতে আমার X গ্রীত তার যে অপত্যনির্বিশেষ স্নেহ জন্মিয়- “ ছিল, চিরজীবন তাহ সমান ছিল ৷ ‘ .. “ফুলজানি”র উৎসর্গপত্রে তাহার এই • বাৎসল্যতাৰ তীয় স্বর্গারোহণের কয়মাস পরে স্বপ্নদৃষ্ট ঘটনা উপলক্ষ্য করিয়া চিত্রিত করিতে আমি প্রয়াস পাইয়াছি । অবশু অতটা শৈশবের কথা আমার নিজের মনে নাই। 'বড়' হষ্টলে মহারাণীমাতার মুখে যাঙ্গ - শুনিয়াছি, তাহাই হৃদয়ে মুদ্রাঙ্কিষ্ট আছে। নারিকেলকুল ও ইক্ষু আমার প্রিয়খাদ্য ছিল, তাহাই সংগ্ৰহ করিয়া প্রায় সমস্তদিন তিনি আমার. কাছে কাছে রাখিতেন। কতবার সে সব গল্প করিতে করিতে র্তাহাকে মাতৃস্নেহে বিগলিত ও উৎফুল্ল হইতে দেখিয়াছি। আমার শৈশবের খুটিনাটি আচরণগুলি কখন তিনি বিস্মৃত হন নাই । 叠 ত্রয়োদশবর্ষ বয়সে র্তাহার বৈধব্য বটে। • ক্লিয়’ কোর্ট অব ওয়ার্ডসে গেলে মহারাণীর পিতৃদেব স্বৰ্গীয় ভৈরবনাথ সম্ভাল মহাশয় অবৈতনিক ম্যানেজার ও অভিভাবক নিযুক্ত হন । আমার পিতা অতঃপর কিছুকাল ওয়াটসন কোম্পানির প্রধান কৰ্ম্মচারী হইয়। রামপুর বেয়ালিয়াতে অবস্থিতুি করেন । ৭৮ বৎসর বয়স পৰ্য্যন্ত আমি দেশে ছিলাম, মহারাণীমাতাকে আর দেখি নাই। যাহা হউক, ১২৭৪ সালের শ্রাবণমাসে পিতাঠাকুরমহাশয়ের সঙ্গে উপহার আগ্রহে পুঠিয়ায় প্রথম গিয়াছিলাম, সে কথা বেশ মৰ্মে আছে। বর্ষাকাল, পুঠিয়ার চারিদিক বস্তুজ পুর্ণ, এক বাড়ী হইতে অন্ত বাক্টতে মতাফু