পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१०१ ক্ষুধাক্লিষ্ট পরিব্রাজকদিগের সংখ্যা,-বিশেষত ক্ষুদ্র বালকদিগের সংখ্যা এখানে আরো অধিক । কেন না, এই রাস্তার মাঝখানেই, খোলা জায়গায়,-চাউলের পিঠা, চিনি কিংবা মধু দিয়া প্রস্তুত মিষ্টারের পাক হইতেছে ; তাহাতেই উহারা আকৃষ্ট হইতেছে । বলা বাহুল্য, উহাদিগকে কিছুই দেওয়া হইতেছে না। তথাপি উহারা দুৰ্ব্বল কম্পমান ছোটছোট পায়ের উপর ভর দিয়া এইখানেই ধাড়াই আছে। এই সকল ক্ষুধিতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাইতেছে। উহার করলে বস্তার মত গ্রামপল্লী হইতে ঠেলিয়া আসিতেছে ; সহরের দ্বারদেশে পৌছিবার পূর্বেই দূরত্বের নিদর্শনখোটার মত, উহাদের মৃতশরীরে সমস্ত পথ পরিচিহ্ণিত হইতেছে। - একজন বলয়বিক্রেতা লৈাকানদার গরমগরম মালপোয়৷ থাইতেছিল ; তাহারি সম্মুখে, একজন রমণী—রমণীর কঙ্কাল বলিলে ও হয়—"াজার ভাবে সেইখানে আঁসিয়া দাড়াইল। তাহার শুষ্ক স্তনের উপর, তাহার বুকের হাড়ের উপর, সে একটি কঙ্কালসার শিশুকে জাপটাইয়া ধরিয়া আছে। না, দোকানদার তাহাকে কিছুই দিল না ; এমন কি, তাহার দিকে একবার চাহিয়াও দেখিল না। সেই মৃতকল্প শিশুর শুষ্কস্তনা জননী একেবারে যেন পাগলের মত হইল। সে দাত বাহির করিয়া নেকৃড়ে বাঘের মত দীর্ঘস্বরে একটা চীৎকার ং রিয়া উঠিল রমণী যুবতী,–বোধ হয় এক সময়ে দেখিতেও স্বত্র ছিল। তাছার দুর্ভিক্ষক্লিষ্ট কপোলদেশে এখনো ীেবনের চিন্তু দেদীপ্যমান। বোধ হয় ১৬বৎসর বয়স ; ३छत्रबं । [ હર્ક ર, કોમન প্রায় বালিকা বলিলেই হয়।...অবশেষে সে বুঝিতে পারিল, কেহই তাহার প্রতি দয়া করিবে না ; সে পরিত্যক্ত অনাথ । কোন বন্তপণ্ড শক্ৰকর্তৃক আক্রাগু হইয়া পলাইবার পথ না দেখিয়া নিরুপায় হইয়া ষেরূপ চীৎকার করিতে থাকে, সেইরূপ সে চীৎকার করিতে লাগিল। তাহার নিকট দিয়া প্রকাওকায় হস্তিগণ নিঃশব্দে ধীরপদক্ষেপে চলিয়া যাইতেছে। তাছাদের আহারের জন্ত, বহুদূর হইতে, মহার্য মূল্যে ডালপালা সংগ্ৰহ করিয়া আনা হইয়াছে। বালকদিগের কলরব এই সমস্ত জনকোলাহল ছাড়াইয়া উঠিয়াছে। হাজারহাজার কাক গৃহছাদের উপর বসিয়া কা-কা ধ্বনি কুরিতেছে। কাকদিগের এই চিরকেলে কলরব ভারতবর্ষে আর সমস্ত শব্দকে ছাড়াইয়া ಔರ ! আজকাল তাহীদের ডাকের আরো বৃদ্ধি হইয়াছে—এখন উহা উল্লাসের সীমার পৌঁছিয়াছে। যে সময়ে শবের পুতি*एक 5ाब्रिनिकू आश्ब्र श्ग्रा शांब्र, cगहे झर्डिক্ষের সময়ই ইহাদের স্ব-কাল –প্রাচুর্যের কলি । সে যাহাই হউক, প্রাচীরবেষ্টিত উপ্তানের মধ্যে রাজার কুমীরের এখন জাহার করিবে। রাজার এই প্রাসাদটি একটি বৃহৎ জগৎ বলিলেই হয়। ইহার সংশ্লিষ্ট কতবিভিন্ন আবাসগৃহ, কত অশ্বশাল, কত হস্তিশালাই যে আছে, उांशब्र श्रांब्र अख नाहे । कूडौब्रज८ब्रांवदन्न পৌছিতে . হইলে, লৌহ-শলাক-কুর্ষিত কত खेक्रचांद्र *ांब्र श्हेr७ श्छ, (Louvre) লুড় . প্রাঙ্গণের মত কত বড়-বড় প্রাণ অতিক্রম করিতে হয়। এই সব প্রাঙ্গণের ধারে ধারে,