পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ वजदवि । t st ૧૬ લાખ বলিতে ভুলিয়াছি। ইহার সঙ্গে যে পাচশ হইবে না। আমরা স্থজনে সন্ধ্যা করিয়া ८षांङ्गण७ब्रांब्र थां८इ, उांशंब्रां नौ*म इहेबां cश्रण । जांबि cडांमांब्र जइषठि न नईबाहे গদাদীনকে তাহাজের সঙ্গে পাঠাইয়াছি। चांज ब्राहैश्वनौण्ड ठांशंब्र ब्रांप्छ थॉक्ट्विবেশ ত? আমি তোমার অতিথিকে ৰলিয়াছি, সেখানে মুকুন্দদেব রাজার সঙ্গে কুলাঙ্গার কালাপাহাড়ের লড়াই কইয়াছিল।” দাসমহাশয় আগম্ভকের অভিপ্রায় জানিয়া বলিলেন—“রাত্রেই তাহাদিগকে জঙ্গলমহলের দিকে যাইতে হইৰে। পদ, ভাই, তুমি অগ্রসর হইয়া উমাপুরে কিছুক্ষণের জন্য তাহাদিগৰে বিশ্ৰাম করাও। রাইবনী যাওয়া একটু পরে আসিতেছি।” - কথা শিবাপ্রসঙ্গের ওষ্ঠচু্যত হইতে না হইতে কুমার পদাঙ্কনারায়ণ বেগে নিশ্রণক্ত হইয়া গেলেন। যতক্ষণ র্তাহাকে দেখা গেল, মুখেয় স্থায় শিবা প্রসন্ন ঘোটকারোহী কিশোর কাৰ্ত্তিকেয়তুল্য সেই মূৰ্ত্তির দিকে চাহিয়া রছিলেন। তখন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণপণ্ডিত ভাস্করের সঙ্গে দাসমহাশয় দেবস্থানে গেলেন । উভয়ে সন্ধ্যাবন্দনা শেষ করিয়া মহেশ্বর-ও-ভবানীমূৰ্ত্তিসমক্ষে একটা গুরুতর প্রতিশ্রুতিতে আবদ্ধ হইলেন । কিন্তু সে কথা এখন বলিবার সময় নহে । ক্রমশ । অপূর্ব মিলন।.

  • عيه چي=يهوSکچحیټد

হে প্রেম রহস্তময়, মনে হয়েছিল ভালবাসিলেই বুঝি তোমার জটিল কুহকের আবরণ যাবে মুক্ত হ’য়ে, বুৰিব সকলি। কি কুশল অভিনয়ে বিরহের মিলনের সব অঙ্কগুলি সাঙ্গ হ’ল একে একে, আজি তবু ভুলি অন্তহীন অভিনব তোমার লীলায় এ তীব্র বিরহব্যথা, তবু তারি মাঝে কেমনে সেমিলনের আনন্দ বিরাজে, সেই তৃপ্তি, সে জাগ্রহ, সেই নেক্রনীর, সেই সে অপূৰ্ব্ব দুঃখ, শক্তি হুগভীর। ঐপ্রিয়ম্বদা দেৰী ।