পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা।] नैौजीवघ्नी । Se్స এবং পুৰ্ব্বপক্ষ বর্তমান। তা সস্তায় হইতে গেলে আমন একটু আধটু অসুবিধা স্বীকার করিতেই হয়। বলিতে কি, আমি সেই অবধি মনে মনে বিনোদিনীকে বিবাহ করিবার চিন্তা ও প্রকৃপ্তিভাবে হিন্দুধৰ্ম্ম, কৌলীন্যপ্রথা ও তদন্তৰ্গত বহুবিবাহের প্রশংসা করিতে উঠিয়া-পড়িয়া লাগিলাম। আমার স্ত্রীর নিকটে পৰ্য্যন্ত কথায়-কথায় বলিলাম যে, আমার মাসিমা মৃত্যুকালে বলিয়ু গিয়াছিলেন— “বাবা, আমার মাথা খাও, সংবৎসরের মধ্যে যদি বৌমার ছেলেপিলে ন হয়, তবে তুমি আবার বিবাহ করিও।” বিনোদিনীর কথা পড়িতে সাহস হইল না। ভবানীবাবুর গৃহে আরও দুইতিনবার গিয়াছি, কিন্তু একবারও বিনোদুিনীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আমাকে দেখিয়া ভবানীবাবুর স্ত্রী মুখ টিপিয়া-টিপিয়া হাসূিতেন। তিনি কি কিছু বুঝিতে পারিয়াছিলেন ? স্ত্রীজাতির সৰ্ব্বজ্ঞত্বে আমার বিশ্বাস আছে । বাড়ীতে আমার স্ত্রীর সংসৰ্গ আমার পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছিল। কিন্তু আমার স্ত্রী তাহাতে কাতর হওয়া দূরে থাকুক, বরং অধিকতর প্রফুল্প হইতেন। বস্তুত তাহার হাতোজ্জল দৃষ্টি আমাকে ব্যথিত করিত। ভবানীবাবু সপ্তাংখানেক বাদে আমাকে জাবার নিমন্ত্ৰণ করিলেন। এবার সন্ত্ৰীক নিমন্ত্রণ। ষথেষ্ট সাজসজ্জা করিয়া একখানি সেকেওক্লাসের গাড়িতে খড় খড়ি রুদ্ধ করিয়া উবানীবীর দ্বারে উপনীত হইলাম। গাড়িতে জামার স্ত্রীর দৃষ্টি ও বাক্যালাপ বখাসম্ভব এড়াইতে চেষ্ট। ফরিয়াছিলাজ । যা ।” भूव धूम । श्रांधि ७कः ७किब्र अॅर्षिकॉर्क, অবিরাম ধে বাদপ্রতিবাদের কলরব উঠিতেছিল, তাহ আমার বিরক্তিকর ৰোধ হুইতেছিল। বৈঠকখানার উজ্জল জালোক আমার পক্ষে অসহনীয় হইয়া উঠিয়ছিল। কখন অদৃশু ঈথিরীয় জগতের মধ্যে বিচরণ করিয়া, কখন রাস্তায় শকটের সঞ্চারিণী দীপশিখা দেখিয়, কখন বা হাই ভূলিং আমার সময় কাটিতেছিল। . . . . . অন্ত সকলেই ধূমপানের আনন্দ উপভোগ করিতেছিলেন। আমার পক্ষে একটা কিছু ব্যবস্থা করা কর্তব্য বোধে ভবানীবাৰী ডাকিয়া বলিলেন—“ওরে, একে পান দিয়ে বেচারামবাবু ব্যস্তসমস্তভাবে ইকার নলটি আমার দিকে বাড়াইয়া দিয়াছিলেন, কিন্তু আমার মস্তকহেলনে হস্ত সঙ্কুচিত করিয়া বলিলেন—“ওঃ, আপনি ত ওতে নাই, বেশ ! বেশ ” : : . . . একটি সুস্থ-সবল গৌরবর্ণ বালক পান, দিয়া গেল। বালকটির মুখখানি বিমোদিনীর মত স্নিগ্ধ ও সরল, কিন্তু তত পূর্ণ मप्रें। মস্তকে কুঞ্চিত কেশভার, গায় একটি শুয়েস্টুকোটুমাত্র । আমার স্ত্রীর নিকট গুলিয়ছিলাম যে, ভবানীবাবুর একটি ভুাই আছেপ কিন্তু ইহাকে দেখিয়া বিনোদিনীয় ভাই অর্থাৎ ভবানীবাবুর গুগলক বলিয়াই মনে হয়। একবার তাহাকে কাছে ডকিতে বড় ইচ্ছা হইল, কিন্তু তাহার মায় জানি না, সুতরাং সঙ্কোচবোধ করিলাম। : किहूभA · शtब्र sांकभ श्रोनिबा बनिण, “খাবারের জাগ হয়েচে । ৰেচাঙ্গামবাণু