পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**य नरका । ] जैोजfचब्रौ । સ્થા पृeि €रित्र ऋषब्र উপর নিবন্ধ ছিল । “আমি আকাশে পাতির কান, । দেখিলাম, বিনোদিনী হালিতেছেন। আমি আসছি শুনেছি তোৰাই গান - `. তারপনপূর্ণ হস্ত দুই হস্তের মধ্যে লইয়৷ আমি তোমারে সঁপেছি প্রাণ, ওগো বিনোদিলি ।” দৰং চাপির বললাম,“বিনে, আমি তোমাকে আবেগত ককিলাম= ভালবাসি, তুমি আমাকে ভালবাস কি ?— শীঘ্ৰ বল, এখনই হয় ত তোমার দিদি আবার আসিবেন ।” হায়, তখন বুঝিতে পারি নাই, আমার প্রেমের পরিণাম কি ? বুলিতে লজ্জা হয়, আমার দরবিগলিতধারে আশ্র নির্গত হইতেছিল। বিনোদিনী উত্তর করিলেন না, আমার হস্ত হইতে হাতও ছাড়াইয়া লইলেন না, একটি উপাধানের উপর মুখ লুকাইলেন । আমি মনে করিলাম, আমার ভালবাসা ব্যর্থ হয় নাই। আমিও প্রেমের যথাঃ আবেগ সেইদিন প্রথম (এবং সেই শেষ ) হৃদয়ে অনুভব করিলাম। কত কথাই বলিতে ইচ্ছ হইল, যাহা বলিবার অবকাশ আর এ জীবনে হয় ত পাইব না। কিন্তু আমার উদ্বেগলাঞ্ছিত বাণীর উপর ভরসা হইল না । সেইজন্ত মনে করিলাম, দুইএকটি ভাল ভাল প্রেমকবিতার দ্বারা মনের ভাব প্রকাশ করিব । কিন্তু কি আশ্চৰ্য্য, মনের ভাণ্ডারটাকে বিধ্বস্ত করিয়া ফেলিলাম, কিছুতেই একটি প্রেমকবিতা মনে আসিলু না। কামিনী সেন, রবিঠাকুর, নবীন সেন প্রভৃতি কবির নাম মনে হইতে লাগিল বটে, কিন্তু কাহারও একটিও কুৰিত মনে পড়িল না। দুইএকটি গান জঙ্গিার মনে ছিল, অবশেষে তাহাই আবৃত্ত্বি করিতে লাগিলাম। ঘর করিয়া গান করিতে পারিলে মিষ্ট গুমাইত, কিন্তু লোকে বলিরে কি ? আমি বলিতে লাগিলাম— "cङाप्रांब्रि ब्रांनिनै छौवनकूa वांcख cयन मम। बांtख cनl, তোমারি জাসন হৃদয়পয়ে রাজে যেন সদা রাজে গে৷ ” কাতরকণ্ঠে বলিলাম— वांभि भाईब्र कथ, अछद्रवjषां किङ्कई बांश् िकव, শুধু পরশমন চকুণ দিল্প বুধিয়া লহ সৰ। আরও বলিলাম— কি মধুজোছনামাখ, চন্ত্রিম তুলিতে আঁকা হেরিলে তব মুখশশী প্ৰাণ জুড়ায়। বিনোদিনী আরও মুখ লুকাইতে লাগিলেন। র্তাহার অলকরাজি বিস্রস্ত হইয়া পড়িল । একবার যেন ক্ৰন্দনের মত অস্পষ্টস্বর শুনিতে পাইলাম। জিজ্ঞাসিলাম, “বিনোদিনি, কাদিতেছ?” বিনোদিনী কোন উত্তর করিলেন না । শুধু আপনার হাত লইয়া মুখ আচ্ছাদন করিলেন । আমার মনেও ভারি দুঃখ হইতে हिण । हेक्के इहैन যে, আমার সেই কক্ট৭- • রসাত্মক গানট একবার আবৃত্তি করিয়া ফেলি —“শেষের সে দিন মন, কর রে স্মরণ", কিন্তু ঠিক সময়োপযোগী হইবে না বলিয়া চাপিয়া গেলাম । ঠিক সেইসময় বিনোদিনীর দিদি আদি লেন। তখনও আমার ইস্ত বিনোদিনীর স্বন্ধে স্তস্ত ছিল। র্তাহার রোষকবায়িত দৃষ্টি কিরূপে সন্থ করিব, তাছা ভাবিয়া তাহার দিকে চাহিতে আমার ‘সাহস হইতেছিল না। একটু পরেই ভয়ে ভয়ে চাহিয়া দেখি, তিনি খুব হালিতেছেন। তিনি নিকটে আসিধামাত্র বিমোদিনীও খলখল করিয়া হাসিয়া