পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র ও স্বদেশীভাব - سمسمعه عرعيه في عهسيبسسسسس. ভগবানের কৃপায় সম্প্রতি আঁমি একটু অবসর পাইয়াছি, এই সময়ে আমার কোন আত্মীয় সাহিত্যসেবক আমাকে স্বৰ্গীয় বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী সমালোচন করিবার জন্ত অনুরোধ করেন । து. এক্ষণে বঙ্কিমবাবুর রচিত বন্দে মাতরং সঙ্গীতে আমাদের দেশ নিনাদিত, আনন্দমঠের বীজমস্ত্রে দেশের অনেক লোক দীক্ষিত । ‘বন্দে মাতরং ভক্তিসহকারে উচ্চারণ করিবার জন্ত বঙ্গবাসী শোণিতপাত করিতে প্রস্তুত হইয়াছে শোণিতপাত করিয়াছে—এমন কি, যখন বীর বালকের দেহে রক্তের ধার ছুটিতেছে, লাঠির উপর লাঠি পড়িতেছে, তখন ভীষণ-নৃশংস আঘাতের প্রতিঘাতে সেই বালক ‘বন্দে মাতরং” শব্দে• আকাশ প্রতিধ্বনিত করিয়াছে। এই বন্দে মাতরং সঙ্গীত যে পুস্তকের প্রাণ, যে নীতির কেন্দ্র, যে পূজার মন্ত্র, যে গ্রন্থকারের নিশ্বাস,—সেই পুস্তক অধ্যয়ন 'করিবার, সেই নীতি অনুশীলন করিবার, সেই পূজা আরম্ভ করিবার, সেই গ্রন্থকারকে সম্যক বুঝিবার ও র্তাহার উপদেশ কার্য্যে পরিণত করিবার জন্য, বর্তমান সময় আমাদিগকে আগ্রহসহকারে আহবান করিতেছে। কিছুদিন পূৰ্ব্বে বন্দে মাতরং সম্প্রদায় কর্তৃক আহত হইয়। ক্লাসিক থিয়েটারে যে মহাসভা এবং ঐ মহাসভায় বঙ্কিমবাবুর বিষয়ে যে আলোচনা হইয়াছিল, তাহ আমাদের এক সৌভাগ্যের কথা। আমার দুর্ভাগ্যক্রমে জনাকীর্ণ রুদ্ধবায়ু কক্ষ অনেক সময়ই আমার স্বাস্থ্যপক্ষে অসহনীয় হয়। তজ্জন্ত আমি সেই উৎসবে যোগদান • করিতে পারি নাই বটে, কিন্তু সভাঅধিষ্ঠানের সময় দুইচারিমিনিট মণ্ডপের বাহিরে দণ্ডায়মান থাকিয়া, নীরবে স্বৰ্গীয় বঙ্কিমচন্দ্রের স্মৃতির ಕಿಡ್ಸ್ আমার ভক্তি নিবেদন করিয়া প্রত্যাগমন করিয়াছিলাম । বাহির হইতে সেই রঙ্গালয় যেরূপ শ্রোতৃবর্গপূর্ণ দেখিয়াছিলাম, যে উৎসাহস্যচক করতালি ধ্বনি শ্রবণ করিয়াছিলাম, তাহাতে মনে হইয়াছিল, আমরা যে স্বদেশী মক্কায়াদিগকে এরূপে আদর করিতে শিখিয়াছি, তাহ জাতীয় উন্নতির একটা সুলক্ষণ। ঐ সভাসম্বন্ধে "একখানি সংবাদপত্রে