পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা। ] আসেসার ; ኟዓፄ তাহাদিগকে ক্রোড়ে টানিতে না পরিবেন, ততদিন আপনাদের স্বদেশী চেষ্টা কখনই ফলবতী হইবে না । যদি ৬/বঙ্কিমের স্বদেশীভাবে অনুপ্রাণিত হইয়া এই শিক্ষাদানে প্রবৃত্ত হন, তাহা হইলে ‘বন্দে মাতরং ধ্বনি সার্থক হইবে, তাহা হইলে ‘বন্দে মাতরং’ সঙ্গীত যুগপৎ কোটিকণ্ঠ হইতে গম্ভীরস্বরে স্বর্গের দিকে উত্থিত হইয়া বঙ্গে মঙ্গলময় কাৰ্য্য বর্ষণ করিবে, এবং আপনাদের স্বদেশ, যাহা, এক্ষণে স্বপ্লবৎ বোধ হইতেছে, তাহা বাস্তবজগতে দেখিতে পাইবেন। তাই আবুর ' বলি, মরা গাঙে বান ডাকিয়ছে, ভাইসকল, এই সুযোগে ‘বন্দে মাতরং বলিয়া নৌকা খুলিয়া দিন । শ্রীজ্ঞানেন্দ্রলাল রায়। আসেসার । > রঘুনাথপুর মুঙ্গেরজেলার অন্তর্ভুত একটি মধ্যবিৎ-গোছের গণ্ডগ্ৰাম । রঘুনাথপুরের বাহদৃশু মনোহর এবং তাহার আভ্যন্তরীণ অবস্থাও উত্তম । সুনিৰ্ম্মলধারাশালিনী গিরিনিঝরিণী তাহার শস্ত্যগুণমল প্রোস্তর দ্বিধা বিভিন্ন করিয়া চলিয়াছে। অদূরে বৃক্ষরাজিখচিত শৈলশ্রেণী স্থৰ্য্য করে তাহার কিরাটবৎ প্রতিভাত হইতেছে। সচ্ছলতাজনিত মধুর সন্তোষ গ্রামের ছোট-বড় অধিবাসীদের প্রসন্ন মুখশ্ৰীতে দেদীপ্যমান। এই ক্ষুদ্র গ্রামের উপর বাবু বিন্ধেশ্বরীপ্রসাদ তেওয়ারির অসাধারণ প্রভুত্ব । তেওয়ারিজি গ্রামের জমিদার নহেন— সাধারণ স্বম্পন্ন গৃহস্থমাত্র। কেবল র্তাহার কোমল ইদয়, বিনীত ব্যবহার, সৰ্ব্বত্ৰগামিনী সমবেদ্ধনা তাহার জন্ত এই রাজেচিত মৰ্য্যাদা অর্জন করিয়াছে। গ্রামের মধ্যে যে-কোন ব্যক্তির য়ে-কোন বিপদ-আপদ উপস্থিত ॐ হইলে তেওয়ারিজি প্রাণ দিয়া সাহায্য করিয়া থাকেন। যেখানে অসহায় - রোগী রোগযন্ত্রণায় আৰ্ত্তনাদ করে, যেখানে অর্থহীন গৃহস্থ জমিদারের অনুচরবর্গের দ্বারা উৎপীড়িত, যেখানে কলহের সুতীক্ষ্ণ তরবারি প্রেমের বন্ধন ছেদন করিতে উদ্যত, সেখানেই তেওয়ারিজি চন্দনচর্চিত বিশাল ললাট,* স্নেহ-• করুণাবিমণ্ডিত উজ্জল নয়নদ্বয় এবং সদাপ্রফুল্প বদনমণ্ডল লইয়া উপস্থিত হন। কিন্তু তেওয়ারিজি শেষবয়সে এই বহুক্লেশলব্ধ অথও লোকামুরাগ হারাইতে বসিলেন। ১৩০৫ সালের অশ্বিনমাসে গ্রামের প্রভুত্বপ্রয়াসী এক প্রবল প্রতিদ্বন্দ্বী আপনার অসাধারণ ক্ষমতার উপর দৃঢ়নির্ভর করিয়া গজেন্দ্রবিক্রমে রঘুনাথপুরের লোকহদয় আক্রমণ করিল। লাল জগদম্ব সহায়ের দশনরাজি “দ্বিরদরদে”র অনুকরণ না করিলেও তাহার দীর্ঘবিলম্বিত গুম্ফরাজি সে অভাৰ পুরণ করিয়াছিল এবং তাহার কোটরগত