পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਬਲੇ সংখ্যা । ] শিরঃশোভা তাড়িতমুকুটের শোভা ধারণ করিয়াছে। বাবুজি সন্মুখস্থিত পুষ্পমাল্যশোভিত তাম্রকুটধার হইতে মুরভি ধূমরাজি আকর্ষণ করিয়া অনুগ্রহভিখারী জনগণের চিত্তহরণ করিতেছিলেন এবং সুবৰ্ণালঙ্কত হস্তিযুথে আরোহণাভাবে তাহার “মোতি"চুর্ণমিশ্রিত পলাল্প-পরিপাকের কিরূপ ব্যাঘাত ঘটিতেছিল, তাহার সংক্ষিপ্ত বর্ণনা দিয়া সমবেত জনসাধারণের, সমবেদনা এবং বিস্ময় যুগপৎ উদ্রিক্ত করিতেছিলেন । দরবার বেশ জমিয়া আসিয়াছিল এমনসময় মন্ত্ৰমুগ্ধ জনমণ্ডলী করজোড়ে দণ্ডায়মান হইয়া অজ্ঞাতসারে কাহার চরণতলে নিপতিত হইল। লালাজির দ্বারদেশে সমুপস্থিত কাষায় বস্ত্র এবং উত্তরীরে মণ্ডিত তেওরিজির প্রসন্ন ললাট এবং সদ্যঃস্নাত দীর্ঘ কেশরাজির উপর প্রভাতের স্বর্ণকিরণ স্বৰ্য্যদেবের স্নেহচুম্বন অঙ্কিত করিয়া দিল । সেই মহিমামণ্ডিত অনাড়ম্বর ব্রাহ্মণ শ্রীর সমক্ষে লালাজির বহুযত্নরচিত ঐশ্বৰ্য্যগরিমা যেন মুহূর্তের মধ্যে পরিমান হইয় গেল। স্বয়ং লালজি অজ্ঞাতসারে তেওয়ারিজির চরণতলে প্রণত হইলেন । তেওয়ারিজি সসন্ত্রমে তাহাকে আশীৰ্ব্বাদ করিয়া, ইতিপূৰ্ব্বে কেন লালজির প্রতি সন্মানপ্রদর্শন করিতে আসিতে পারেন নাই, তাহার উপযুক্ত কারণ দেখাইয় পুনঃপুন তাহার নিকট ক্ষমাপ্রার্থনা করিলেন এবং র্তাহাকে জনাইলেন যে, লালাজির মত মহৎব্যক্তির আগমনে রঘুনাথপুর কৃতাৰ্থ হইয়াছে, সুতরাং উহার যাহাতে কোনপ্রকার ক্লেশ •বা অনাদর না হয়, এরূপ ব্যবস্থা করিতে গ্রামবালিমাত্রেই বাধ্য। অতএব “সরকারে’র আসেলার । ՀՊ> যদি কখনো কোন বিষয়ের প্রয়োজন হয়, তাহা হইলে যেন আদেশ পাঠাইয়া তেওয়ারিজিকে অমুগৃহীত করেন, ইত্যাদি। কিয়ৎকাল সদালাপের পর তেওয়াব্রিজি” বিনীতভাবে বাবুসাহেবের নিকট বিদায়গ্ৰহণ করিলেন। তিনি চলিয়া গেলে লালাজি কেমন-একটা অপ্রসন্নতা অনুভব করিতে লাগিলেন এবং তেওয়ারিজির সমক্ষে আপন হীনতা' উপলব্ধি করিয়া ভিতরেভিতরে তেওয়ারিজির উপর জাতক্রোধ হইয়া উঠিলেন। আপনার অপেক্ষা শ্রেষ্ঠতর ব্যক্তিকে শ্রেষ্ঠ বলিয়া স্বীকার করিতেও অনেকটুকু মহত্ত্বের প্রয়োজন । সে মহত্ত্ব সকলের থাকে না । 8 সেইদিন হইতে তেওয়ারিজিকে অতিক্রম করা কায়স্থকুলতিলকের জীবনব্রত হইয়া উঠিল । লালাজি ক্রমশ অক্লাস্তচিত্তে তেওয়ারিজির নানাবিধ কুৎসা এবং আপনার মহত্ত্বকাহিনী সুকৌশলে চতুর্দিকে প্রচার করিতে লাগিলেন । কেহ এই সকল কথা তেওয়ারিজির কর্ণগোচর করিলে তিনি করজোড়ে বলিতেন, “উনি ‘বড়া আদমী’, আমি ক্ষুদ্ৰাদপি ক্ষুদ্র, উ*হার সঙ্গে কি আমার তুলনা হয়!” * • সুতরাং অতি অল্পদিনেই লালাজি বুঝিতে পারিলেন, প্রকৃতপক্ষে রাজদরবার হইতে কোন ক্ষমতা লাভ করিতে না পারিলে এ পথে সফলতালাভের সম্ভাবনা নাই। তখন লালাজি রঘুনাথপুর হইতে দুইমাইল-দুরবর্তী থানার " দ্বারোগাসাহেবের আশ্রয়গ্রহণ করিলেন । দারোগীবাবু বিদ্যাননা