পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯R একটা ভালো পুরুষ-হাতী বিপরীত দিকৃ হইতে ঠিক আমাদের সম্মুখে আসিয়া পড়িল।... আমাদের হাতীটা ক্ষণেকের জন্ত যেন কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়িল! কিন্তু তাহার পরেই সৌজন্যসহকারে দুইজনের মধ্যে কিএকটা পরামর্শ হইয়া গেল। এক হস্তিশালাতেই দুইজনে একত্র বাস করে ; এক পাত্র হইতেই বঙ্গজঙ্গল । [ ৬ষ্ঠ বর্ষ, অশ্বিন। झूहेखटन ७कनzत्र श्रांशंब्र करब,-शठब्रां२ উভয়েই উভয়ের সুপরিচিত। পরিশেষে অন্ত হাতীটা ত্রিশ-পা পিছু হটর একটা প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করিল,—যাইবার সময় আমাদের গায়ে শুধু একটু গুড় বুলাইয়া গেল। তাহার পর আমরা আবার চলিতে লাগিলাম । শ্ৰীজ্যোতিরিশ্রনাথ ঠাকুর । প্রাচীন সামাজিক চিত্র। حبہ ح=عبھیجنے بھیجی ٹیم بامحصے سے গ্রামাদির সীমাবন্ধন t যাহাতে এক গ্রামের সহিত গ্রামান্তরের ক্ষেত্ৰাদি লইয়া কোনরূপ বিবাদ উপস্থিত না হয়, তজ্জন্ত গ্রামাদিনিৰ্ম্মাণকালে তাহদের সীমানির্ধারণ করিয়া লইতে হইত। • কেবল গ্রাম বা নগরাদি নহে, দশগ্রাম, শতগ্রাম, সহস্রগ্রাম ইত্যাদি নিখিল বিভাগ বা জনপদাদি সমস্ত বিবাদবিষয়ীভূত স্থানেরই সীমাবন্ধন করা হইত। গৃহ, উদ্যান, জলাশয়, বর্ষাজলনির্গমপ্রণালী প্রভৃতি সৰ্ব্বত্রই এই নিয়ম ছিল। { ' * “নিবেশকালে কৰ্ত্তব্যঃ সীমাবদ্ধবিনির্ণয় ।" বৃহস্পতি। - গর্তদ্বারা যেখানে সীমা নিৰ্দ্ধারিত হইত, তাহা 'নিমা’ বলিয়া কথিত হইত ; যেখানে শরভৃণ, কুক্তরূপবীক, দেবায়তন বা প্রস্তরকূট দ্বারা সীমা নিণীত হইত, তাহার নাম ছিল উন্নতা ; ধ্বজাকার উন্নত বৃক্ষের দ্বার নির্ণীত সীমার নাম ‘ধ্বজিনী ; ইষ্টক, অঙ্গার প্রভৃতি ভূমধ্যে নিহিত করিয়া নির্ণীত সীমা ‘নৈধানী বলিয়া প্রসিদ্ধ ছিল ; এবং কোন জলাশয় দ্বারা স্থিরীকৃত সীমা মৃৎস্তিনী নামে অভিহিত হইত। } + “দশগ্রাম-শতগ্রাম-সংলগ্রাম-লক্ষণামূ। বিষয়াং নৃপতিঃ কুর্ধ্যাচ্চিত্নেঃ সীমাং বিলিশ্চিতাম।" বৃহস্পতি । “জারামায়তনগ্রামনিপানোব্যানৰেশ্বন্ধ । ७६ धद बिषिळtब्रा वर्दीवूथबशक्बूि ॥” बाळबका। # "প্রীমন্নোরভন্নোর্যত্র গর্ভঃ সীমাপ্রবর্তৰঃ । निटब्रांच्ङकिपछां जाँ জু শাস্ত্ৰবিভিক্ষাত ॥