পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sta किन्ति ? [ ७* बर्ग्, ண் श्रृंखांछन शृश्छणां खङ्गडांब्र चननि७iङ्कङि ? উছার দেয়াল ভিতর-দিকে বোকা ; গৃহের মুখভাগের উপর সারি-সারি দেবদানবের প্রতিকৃতি প্রায়ই নীল ও লাল রঙে চিত্রিত, তাহার শিখরদেশে যে বারও স্থাপিত—সেই বারও পর্যন্ত একটা ক্ষয়গ্রস্ত সিড়ি উঠিস্বাছে । এই সময়ে সায়াঙ্কুের শৈত্য-মাধুর্য্য উপভোগ করিবার জন্য রজতবলয়বিভূষিত হিন্দুরমণীগণ ঐ বারওীয় বসিয়া সমস্ত নিরীক্ষণ করিতেছে অথবা আপন-অাপন ভাবে ভোর হইয়া রহিয়াছে। ওড়নার স্বচ্ছ ভাজের মধ্য হইতে তাহাদিগকে বড়ই সুন্দর দেখাই তেছে । যে সময়ে আমি মন্দির প্রদক্ষিণ করিতেছি, কতকগুলি ক্ষুদ্র বালিকা আমার পিছনেপিছনে চলিয়াছে ;- অক্লান্ত তাহদের কৌতুহল। উহাদের ষে সদার, তাহার বয়স হদ ৮বৎসর, সকলেই বেশ সুন্দর-সুশ্ৰী ; তাহাদের নেত্রযুগল কজ্জলরেখায় দীর্ঘীকৃত হইয়া কৃষ্ণকুঞ্চলে মিশিয়া গিয়াছে ; তাহাদের দৃষ্টি অতীব সরল । তাহাদের কানে সোনার কানবালা, নাকে নথ । রাত্রির পূৰ্ব্বেই বহুল যাত্রীর সমাগম হইবে জানিয়া, আমি সেই প্রতীক্ষায় ধীরে-ধীরে মন্দির প্রদক্ষিণ করিতে লাগিলাম। মন্দিরের পশ্চাদ্ভাগে, বীথিটি খুবই নির্জন। যদি এই ৰালিকাগুলি আমার পথের সাথী হইয় আমার সঙ্গে-সঙ্গে না থাকিত, তাহা হইলে এই বীথিটি ‘জারওঁ বিষাদময় বলিয়া বোধ : উহার আমার ੇ আন্তরে থাকিয়া সঙ্গে-সঙ্গে চলিয়াছে ; আমি যেখানে গ্রামিতেছি, উহারাও সেইখানে থামি তেছে ; যখন আমি দ্রুত চলিতেছি, উহারাও নুপুর ঝঙ্কত করিয়া দীর্ঘপদক্ষেপে চলিতেছে। গোলাপী রেখা-জালে বিভূষিত বৃহৎ মন্দিরচুড়াটি বরাবরই আম হইতে সমান দুরে রহিয়া যাইতেছে ; কেন না, উহা প্রাচীরবদ্ধ চতুষ্কোণ প্রাঙ্গণের কেন্দ্ৰবৰ্ত্তী ; উহ আমার অলঙ্ঘনীয় ; আমি উহার চতুদিক প্রদক্ষিণ করিতেছি মাত্র । কিন্তু আরও অন্ত কতকগুলি ছোট-ছোট মন্দির ভিতরদিকে প্রাচীরে ঠেস দিয়া রহিয়াছে,—সেই সকল মন্দির আমি নিকট হইতে দেখিতে পাইতেছি । এই সকল মন্দিরের চুড়া কুষ্মাণ্ডাকৃতি অথবা কুম্ভীরের অণ্ডের স্থায়,–কিন্তু একটু কালিমাগ্রস্ত, ফার্টু-ধরা ও অতীব জরাজীর্ণ। কেবল, মধ্যস্থলের বৃহৎ মন্দিরচুড়াটি—যাহা দুর হইতে দেখা যায়,—তাহাই ধবধবে শাদী, ও নুতন-টার্টুক বলিয়া মনে হয়, কিন্তু উহার ধরণটা আমাদের একেবারেই অপরিচিত ! উহার গঠন যেরূপ বৰ্ব্বর-ধরণের, যেরূপ "ছেলেমান্‌ষি’-ধরণের, উহার উপরে যেরূপ পিত্তলবিম্ব ও ঝকৃমকে তীক্ষাগ্র ধাতুর্থও দৃষ্ট হয়, তাঁহাতে মনে হয়, যেন উহা অন্ত গ্ৰহনিবাসী কিংবা চন্দ্রনিবাসী লোককর্তৃক নিৰ্ম্মিত হইয়াছোঁ। উহা বিহঙ্গকুলের আবাসস্থান । ইহারই মধ্যে উহার সান্ধ্যভ্রমণে বহির্গত হইয়া আকাশে অবাধে ঘোরপাকৃ দিতেছে। আমি ও এই ক্ষুদ্র বালিকাগুলি—আমর এই নিষিদ্ধ ঘেরের তৃতীয় দিকে আসিয়া পৌছিলাম। চতুষ্পার্থের গৃহছাদ সুন্দরী রমণী গশকর্তৃক বিভূষিত হইয়াছে রাস্তার উপর বাজার বসিয়াছে ; বাজারে রং-করা মলমলবস্ত্র, শস্তদান, কলফুল বিক্রয় হইতেছে। . '