পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

stboe ডালপালার দিকে আমাদের সর্বপ্রথমে নজর পড়ে। ডালপালায় জঙ্গলের মাটির উপর রোদবাতাস লাগিতে দেৱ না, কাজেই মাটি বেশ সরল থাকে, এবং গাছের পাকা পাতা ঝরিয়-পড়িয়া সারের কাজ করে । এই সকল সুবিধা বাগানে পাওয়া যায় ন! সত্য, কিন্তু বাগানের গাছ ও জঙ্গলের গাছের লক্ষ্য যে সম্পূর্ণ পৃথকৃ, তাই জঙ্গলের পক্ষপাতিগণ ভুলিয় যান । "জঙ্গলের গাছ কোনগতিকে পাশের ছোট গাছগুলার খাদ্য কাড়িয়া-লইয়া ও তfহাদিগকে মারির-ফেলিয়, নিজের বংশ ও অস্তিত্ব বজায় রাখে । বাগা নের গাছে বড় বড় ডালপালার দরকার হয না, যাহতে গাছে শীঘ্র শীঘ্র বড় বড় ফল অল্প চেষ্টায় প্রচুরপরিমাণে ফলিতে পারে, বাগানের অধিকারিমাত্রেরই সেইদিকে নজর থাকে । সুতরাং জঙ্গলের হিসাবে বাগানের গাছগুলার তদ্বির করিলে, বাগানগুলার মালিকগণকে যে কত ঠকিতে হয়, ভাছ সহজেই বুঝা যায় । ঘোর জঙ্গলের গাছে কখনও প্রত্যেক বৎসরে ফল হয় না, একবৎসর-দুইবৎসর আস্তর ফল ধরে । যে লোক দুইবৎসর অস্তুর একটা গাছে গোট|কতক ফল পাটুয়াই সন্তুষ্ট থাকেন, উহাকে অবশু গাছের জঙ্গল রচনা করিতে বলাই ভাল। রীতিমত'চাষ করিয়া বৎসর-বৎসর কি মৃগম্ভব-রকম ফল পাওর श्वtध्र, ५.ग न। দেখিলে বিশ্বাসই করা ধার না। সেদিন আমরা একটা আপেলবাগানে গিয়াছিলাম, ਫ/ੋੜ ছোট ছোট প্রত্যেক গাছ হইতে প্ৰচারি-ব্যারেল ( Barrel') wizon its;ze দেখ গেল । ইঙ্গর একমাত্র কারণ যত্ন । বঙ্গদর্শন : [ ৬ষ্ঠ বর্ষ, মাঘ । চাষের উপকারিতায় সম্বন্ধে অমেক কণী শুনিতে পাইতেছি। সেগুলির মধ্যে কয়েকটিমাত্র নিয়ে লেখা হইল ঃ–

  • I 5श्वश्वtज्ञ1

( ক ) মাটি গুড়াইয়া যায়, কাজেই শিকড়ের সর্বাঙ্গ মাটির স্পর্শে আসে এবং গাছগুল অধিক খাদ্যসংগ্রষ্ঠের সুবিধা পায় । (খ ) মাটি আলগা হইয় পড়ায় শিকড়গুলা খুব বাড়িতে পারে। (গ) মাটি গুড়ান্টুর যাওয়ায় অত্যধিক গরম ব! ঠাণ্ডায় শিকড়ের ক্ষতি করিতে পারে না ; ব| শিকড়ের গোড়ায় অধিক জল জমিয়া গাছের অনিষ্ট করে না । ( ঘ ) মাটি বেশ সরস থাকে । (ঙ) একবার মাটি ভিজিলে শীঘ্র তাহ শুষ্ক হয় লা । ২ । গাছের শিকড়গুলা যে রাসায়নিক প্রক্রিয়ায় মাটি হইতে খাদ্য সংগ্রহ করে,চাষদ্বারা তাহ বাড়িয়া উঠে । কারণ চাষে, { ক ) মাটির ভিতরকার খাদ্য গুলা খুব আলগা অবস্থায় শিকড়ের কাছে আসিয়া পড়ে । (খ) বাতাস হইতে নাইট্রোজেন্‌ সংগ্ৰহ করিবার সুবিধা হয় । , (গ) মাটিতে যেসকল পাতা বাসার পোত থাকে, সেগুলা পচিবার সুবিধা পায় । ( ঘ ) নীচের সারালো মাটি উপরে উঠে ও উপরকার সারালো মাটি অবস্থাবিশেষে নীচে নামিয়া শিকড়গুলার কাছাক্ট\ছ छ्न् । অনেকের বিশ্বাস, সার দিলেই বুঝি ੋੜ যত্ন করা শেষ হইল। কিন্তু এটা বড় ভুল"।