পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] গারের সম্পূর্ণ উপকার পাষ্টভে হইলে চাষ দিয়া জমি ঝুরঝুরে রাখা অবিশুক । গাছকে খাবার দিলেই আবাদ শেষ হয় না, বtহাতে গাছ খাবার থাইতে পারে, তাহরে ব্যবস্থা অবিশুক । একটা পাথরের ভিতর গাছের যাহা-কিছু খাদ্য, সবই আছে, কিন্তু কঠিন পjপর থtষ্টয়া গাছ কখনই বাড়িতে পারে না । আমাদের দেশে ফলের বাগানে কথন কতবার লাঙল দেওয়; আবগুক, তাহ। এখন হইতে বলিতে পুরি না। এখানে বসন্তে বরফ গলিয়া গেলেই একবার বা দুইবার খুব ভাল করে” লাঙল দেয় এবং তার পর প্রত্যেক বৃষ্টির পরেই উপত্র-উপর খুড়িয়। দেয় । আগষ্টের পর আর খোড়াখুড়ির ব্যাপার থাকে না । চার লুগোইবার পরেই প্রথমবংসর খুব ভাল করিয়। লুঙিল দেওয়৷ আবগুক, ইহাতে গাছের শিকড় মাটির নীচে যাইবার সুবিধা পায়, উপরে-উপরে ছড়াইয়। পড়ে না । পুৰ্ব্বোক্তপ্রকারে খুব ফাক-ফণক করিয়া বাগানে গাছ লাগাইলে, চারা-বাগানে অনেক জমি খালি পড়িয়া থাকার সম্ভাবন । এই সকল জমিতে প্রথম দুইতিনবৎসর সরিষা ও মসিন প্রভৃতি ফসল অনায়াসে লাগানে যাইতে পারে। শস্তের লোতে বাহাতে গাছের অনিষ্ট না হয়, তাই সৰ্ব্বদা মনে রাখা আবশুক । প্রথম বৎসরে গাছের চাট্রিকে অস্তত তিনফিট পর্য্যস্ত খালি রাখ৷ দরকার। তার পর প্রত্যেক বৎসর দুই এক ফুট কুরির ঐ খালি জায়গা বাড়ানো দরকার । o কল স্থানে অধিক বৃষ্টি হয় না, এবং মাটি খুব শুষ্ক, সেখানে কোন শস্ত না লাগা ফলের বাগান । 8br> নোই ভাল । তা ছাড়, গাছ ফলবান হইলে শস্যবপন নিষিদ্ধ। যদি এই অবস্থায় কেহ বাগানে শস্য বপন করেন, তবে ফল ধরিবার পূকেই সেই গাছগুলকে মারিয়া,জমিতে ফেলিয়। রাখিলে ভাল হয়, কারণ ইহাতে জমির উৰ্ব্বরত। বৃদ্ধি করে । ননfপ্রকার শস্য জন্মইপার জন্য আম.দের দৈশে জমিতে সার নিবার প্রথা আছে, কিন্তু ফলের বাগানে সার দিবার উপর যে আমাদের খুব দৃষ্টি আছে, এ কথা বলা যায় না। ফলের বাগানে শস্যক্ষেত্রের তুলনায় যে কত বেশি সারের দরকার,নিম্নের তালিক হইতে বুঝা যাইবে । হিসাব করিলে দেখা যায়, আপেলগাছে ( ১৩ হইতে ৩গ পর্যন্ত ) কুড়িবৎসর কালে নিম্নলিখিত খাদ্যগুলি মাটি হইতে ফল-পাত্ত ইত্যাদির গঠনের জন্ত সংগ্রহ করে,— নাইট্রোজেন —২৪৯ সের-২৬০ সের কেবল পাতার কেবল ফলের 硕动1 ফসফরিক এসিড–৬১ সের—১৭ সের পাতার জন্ত । ফলের জন্ত । পটাস্ ২২০ সের ৩৬৪ সের পাতার জন্ত । কেবল্প ফলের জন্য। পূৰ্ব্বোক্ত তিনটি প্রধান সামগ্রীর মূল্য প্রায় ৬১৫ টাকা । জমিতে গম নিলে ঐ কুড়ি বৎসরে যে সকল সামগ্ৰী মাটি হইতে ফলে ও পাতায় যায়, তাহার মূল্যের হিসাব ཝ1༽ཀ প্রায় ৩৮৫ টাকা হুইয়। দাড়ায় । সুতরাং দেখা যাইতেছে, গমের ক্ষেত্রে কুড়িব ংসঃ কjল খোরাক দিতে যে খরচ ईश, ফ্র লর বৎসর 弯刃1