পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] দৈন্যদশা উপস্থিত হয় নাই। উহাদের মধ্যে একটি প্রাসাদ হইতে সমস্ত আগ্র দৃষ্টিগোচর কইয়া থাকে । তপ্তধূলিসমাকীর্ণ, কাক-চিল-শকুনিসমাচ্ছন্ন আকাশের নীচে, সেকালের পুরাতন ও সুবিশাল আগ্রাসহর প্রসারিত। আজ যে সময়ে এই সহরে প্রবেশ করিলাম, একদল বরযাত্রী বাহির হইতেছিল ; ২০টা প্রকাও ঢাক তাহাদের আগে-আগে চলিয়াছে; বরটির বয়স ১৬বৎসুর ;–জরির কাজ-করা * লাল মখমলের পোষাক-পরা ; একটা শাদরঙের ঘোটকীর উপর আরূঢ় ; একটি ছোট অদৃগু কনে’ পান্ধির মধ্যে বদ্ধ ; তাহার পশ্চাতে একদল ভৃত্য-দানসামগ্রীতে পূর্ণ সোনার গিণ্টি-করা কতজুগুলা ক্ষুদ্র সিন্দুক মাথায় লইয়া চলিয়াছে। সৰ্বশেষে, জরির আস্তরণে ঢাকা বরের খাট চারিজনের স্কন্ধে মহা-আড়ম্বর-সহকারে চলিয়াছে । অতি উচ্চ অতি-পুরাতন গৃহের শীর্ষদেশ হইতে বারগু ও "হাওয়াখানা’-ঘর বাহির হইয়াছে ; নীচের কুটিমভূমির উপর নানাপ্রকার জিনিষের বিক্রেতাগণ উপবিষ্ট, সেখানে রাশিরাশি রেশমী কাপড় ও চুম্কি ঝিকৃমিক্‌ করিতেছে ; প্রথম-তলায়, নৰ্ত্তকী \3 বারাঙ্গনীগণ মুক্ত গবাক্ষের ধারে বসিয়া আছে ; উচ্ছাদের কালো চোখের মদালস দৃষ্টি বেশ স্পষ্ট দেখা যাইতেছে ; উপরে কতকগুলি লোক রহিয়াছে ; ঘরের ধর্ম রুদ্ধ ছাদের উপর বড় বড় শকুনি অষ্টপ্রহর বসিয়া আছে ; কিংবা কতক গুলী বানর সপরিবারে বসিয়া, লেজ বুলাইয়া, *লোকের গমনাগমন নিরীক্ষণ করিতেছে ও বারাণসী-অভিমুখে। de Q চিস্তায় মগ্ন রহিয়াছে—বানরেরা বহুশতাব্দী হইতে আগ্রা দখল করিয়া বসিয়াছে ; উহার টিয়াপাখীদের মত ছাদের উপর মুক্তভাবে অবস্থিতি করে ; ধ্বংসদশাপন্ন কোন কোন অঞ্চল, প্রায় উহাদের নিমিত্তই ছাড়িয়া দেওয়া হইয়াছে ; সেখানে উহার বাগান-বাগিচা লুণ্ঠন করিয়া, চতুষ্পাশ্বস্থ হাটবাজার লুণ্ঠন করিয়া, নিৰ্ব্বিবাদে রাজত্ব করে। এই আগ্রার প্রাসাদটিকে দূর হইতে দেখিলে মনে হয় যেন একটা পৰ্ব্বত,—ধূসরলোহিত প্রস্তরপিণ্ডে নিৰ্ম্মিত এবং প্রাকারের ভীষণ দস্তুর চুড়াগুলির দ্বারা কণ্টকিত। যখন কারাগারসদৃশ গুরুপিণ্ডাকার মক্তবর্ণ এই প্রাকারাবলী নিরীক্ষণ করি, তখন মনে এই প্রশ্নটি স্বতই উপস্থিত হয়,— এই সকল বিলাসী বাদশার, কেমন করিয়া এই প্রাকারবেষ্টিত স্থানটিকে স্বকীয় খাম্‌খেয়ালী বিলাসবিভবের লীলাক্ষেত্ররূপে নিৰ্ব্বাচন করিয়াছিলেন। সে যাই হোকু-নদীর পাশ দিয়া—জুম্মামসজিদের পাশ 1ામાં કરે লোহিত পৰ্ব্বতটিকে প্রদক্ষিণ করিলে দেখিতে পাওয়া যায়, Alhumbra-প্রাসাদের মত, শাদাপাথরের স্বপ্নময় লঘুধরণের একটি প্রাসাদ এই বিরাট দুণুের উপর স্থাপিত; এবং তলদেশের কঠোর স্থলপিওীকার গাথুনি হইতে এই প্রাসাদটি এতটা বিভিন্ন যে, এই বৈপরীত্য দেখিয়! তুহসী বিস্থিত হইতে হয়। ঐ উপরে মহামোগল এবং তাছার স্বলতানের বাস করিতেন ; এবং প্রায় অন্তরীক্ষবাসী, হইয়া, দুরধিগম্য হইয়া, শুভ্ৰ-স্বচ্ছ প্রস্তররাশির মধ্যে প্রচ্ছন্ন থাকিয়, সমস্ত রাজ্য শাসন করিতেন । • . . .