পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

фУ е शक्रश्ंत्रि । [ ৬ষ্ঠ বর্ষ, মাৰ। সকল বিশ্রামমঞ্চ —যাহার অমল ধবলতা কালও কলুষিত করিতে পারে নাই— উহারা বহুকাল যাবৎ ঐ সব বাছা-বাছ। শুামাঙ্গিনী ললনার গাত্রম্পর্শ উপভোগ করিয়াছে। বিজয়ী মোগলদের আসিবার বহুশতাব্দী পূৰ্ব্বে এইখানে একটি দুর্গ ছিল ; মোগলেরা আসিয়া এই দুর্গে দুইটি নূতন জিনিষের আমদানি করিয়াছে ; -দুগ্ধধবল মৰ্ম্মরপ্রস্তর ও জ্যামিতিক রেখাবিদ্যাসের অলঙ্কারপদ্ধতি । এই সকল দালানে এথনো ধূসর-লোহিত বর্ণের খোদাই-কাজ দেখা যায় ; এই সকল কাজ বহুপুরাতন—জৈনরাজাদিগেব আমলের। ছায়ান্ধকার সিঁড়ি দিয়া নামিয়া, গুরুভার স্থল প্রস্তররাশির মধ্য দিয়া এমন এক স্থানে আসিয়া পড়িলাম; যাহা অতীব ভাতিজনক ও শোকাবহ ঘটনায় পূৰ্ণ –সেই সব অন্ধকূপ, যেখানে হতভাগ্য লোকসকল বিষাক্ত ভীষণ সৰ্পের মুখে পরিত্যক্ত হইত -একটা কক্ষ, যেখানে সুলতানাদিগকে ফার্সি দেওয়া হইত ; এবং তাহায় পর, তাহীদের মৃতদেহ এমন একটা কুপেরুমধ্যে নিক্ষিপ্ত হইত-যাহার অস্তঃসলিল নদীর সহিত মিশিয়া গিয়াছে ; কতক গুলা মকুলম্পর্শ কালো গর্ত — কতকগুলা মুড়ঙ্গ, যাঙ্গর ভিতর দিয়া যাইতে সাহস হয় না এবং যেখানে হয় অস্থিরাশি, নয় ধনভাণ্ডার লাভ করা যায়।. উপরে যে অমল-ধবল প্রাসাদরূপ পদ্মটি ফুটিয়া আছে, তাহারই যেন তমসাচ্ছন্ন শিকড়গুলা মাটী ফুড়ির পাতালগভীরে প্রবেশ করিয়াছে। ' . তমসাচ্ছন্ন আনুষঙ্গিক-ঘরগুলির উপর পুনর্বাবু উঠিল, আবার সেই সব জালি-কাজ করা চতুষ্কমণ্ডপে ফিরিয়া আসিলাম — এই স্বক্ষ-খোদিত চতুষ্কগুলি প্রাকারবপ্রের ধারে খাড়া হইয়া রহিয়াছে এবং উহাদের গবাক্ষগুলা ফাকায় বাহির হইয়া আসিয়াছে। আমি কতকটা গয়ংগচ্ছভাবে সেই সব দ্বারগৃহে দাড়াইয়া রহিলাম—যেখানে অতীতকালের সুন্দরীর কিংবা কৃত্রিম-পৰ্ব্বত-শিখরস্থ অবরুদ্ধ সুলতানার, গগনবিহারী ভ্ৰাম্যমাণ বিহঙ্গদের ভ্রমণপথেরও উদ্ধদেশ হইতে, জালি-কাটা মাৰ্ব্বেল-ফলকের মধ্য দিয়া কিংবা থামের ফঁাক দিয়া চতুর্দিকৃ নিরীক্ষণ করিতেন । এখানকার সমস্তই চার-সুন্ম কারুকার্য্যে বিভূষিত ; এখানকার সমস্ত খোদাইকার্য্যে ধৈৰ্য্যের পরাকাষ্ঠা লক্ষিত হয় ; শাদী জমির’ উপর মণিখচিত, ছোট ছোট ফুল ইতস্তত ছড়ান রহিয়াছে ; অন্যাংশ অপেক্ষ এই অংশটি আরো বেশী শাদা বলিয়া মনে হয়— সৰ্ব্বত্রই যেন একপ্রকার বিষাদের ধবল কিরণ বিচ্ছুরিত । আজ আমরা এখানকার যতটা উজাড়ভাব, দেখিতেছি, অবশু সেকালে সুলতানার সে ভাব দেখেন নাই। তখনও এই সব সমভূমি গড়াইয়া-গড়াইয়া অনন্তের মধ্যে বিলীন ছিল ; তখনও এই একই নদী স্বরে আঁকিয়া-বাকিয় চলিয়াছিল, কিন্তু তখন উহার উপর দিয়া দুর্ভিক্ষের গুস্কনিশ্বাস বহিয়া যায় নাই ; তখন সমস্ত দেশ মৃত্যুর কুঙ্কটিকার আচ্ছন্ন হয় নাই। ঐ সকল চতুষ্কমণ্ডপের উপর হইতে সুনরীর নিম্নস্থ উৎসব-আমোদ নিরীক্ষণ করিতেন ; তাৰা: - দের চিত্তবিনোদনার্থ ষে বাঘের লড়াই ও • হাতীর লড়াই হইত, তাছাই উহার