পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা। J জিনিষ—এখনো এমন অক্ষত ও অক্ষুন্ন— উহ ধ্বংসাবশেষ-বিকীর্ণ মরুভূমির মধ্য হইতে উত্থিত হইয়াছে। উহার পাথর এমন মসৃণ ও উহার উপাদান-রেণু এমন সুগ্ম যে, এত শতাব্দী হইয়া গেল, তবু উহাতে ‘মোর্চে ধরে নাই এবং উহার রং এখনো যেন টাটক রহিয়াছে * । গোলাকার খোদিত-‘গোল’, যাহা তলদেশ হই৩ে চুড়া পৰ্য্যন্ত উঠিয়াছে, উহা স্ত্রীলোকদিগের গাউনের একপ্রকার রেশমি ੋੜ মত ; ছাতা বন্ধ করিলে যেরূপ ভাজ পড়ে, সমস্ত যেন সেইরূপ ভাজবিশিষ্ট । সমস্তটা দেখিলে মনে হয়, যেন অর্গ্যান্‌-পাইপের একটা বাণ্ডিল, বড়বড় তালকাণ্ডের একটা গুচ্ছ ; এবং বিভিন্ন উচ্চদেশে যেন এক একটা আংটার মধ্যে ঐগুলা আবদ্ধ—যাহাকে "আংটা বলিতেছি, উহ! পাথরের বারগু-ঘের ; শাদ খচিতকার্য্যের আকারে মুসলমানি লিপির দ্বারা ঐ সকল বারও সমাচ্ছন্ন . . . আমি প্রায় ঘুমাইয়া পড়িয়াছিলাম।...সহসা মানুষের পায়ের শব্দ-দ্রুতগমনের শব্দ! এত, ঘণ্টা নিস্তব্ধতার পর, এ একটা অচিন্তিতপূৰ্ব্ব পরিবর্তন । ১০জন লোক, একঘেয়ে-লাল বড়-বড় পাথরের উপর দেখা দিল ; উত্তরপ্রদেশের মুসলমান, ছচাল টুপি দেখিয়া আফগান বলিয়া চিনিলাম : পাগড়ির পাক এত নীচে দিয়া গিয়াছে যে, উহাদের কান ও চোখের কোণ তাহাতে ঢাকিয়া গিয়াছে, কেবল শুকচকু-নাসিকামাত্র বাহির হইয়া আছে। দাড়ির রং মিষ্ণু-কালো। উহার খুব দ্রুত চলিতেছে ; মুখে খলতা ও বদমাইসি • প্রকাশ পাইতেছে। আমার কোটরে প্রচ্ছন্ন Q9 বারাণসী-অভিমুখে । w w Nowww श्रहाण श्शबशृनक्कब्र रा। - • 《《속 থাকিয়, আমি যে উপরে আছি তাহ ইঙ্গিতেও প্রকাশ না করিয়া, উহাদের দেখিয়া আমোদ উপভোগ করিতেছিলাম। স্পষ্টই দেখা যাইতেছে, উহারা ভক্ত তীর্থযাত্রী, ভক্তির দ্বারা আকৃষ্ট হইয়াই এইখানে আসিয়াছে। লুপ্তপ্রায় মসজিদের সুন্দর দ্বারপ্রকোষ্ঠের সম্মুখে আসিয়া উহার দাড়াইল ; সমাধিস্থান চুম্বন করিবার জন্ত সাষ্টাঙ্গে প্রণত হইল ; তাহার পর তাড়াতাড়ি উঠিয়া আরো দূরে চলিয়া গেল; ভগ্নাবশেষের মধ্যে কোথায় মিলাইয় গেল—আর দেখা গেল না। এখন প্রায় তিনটা বাজিয়াছে। আবার জীবন-উদ্যম আরম্ভ হইল। সবুজ টিয়াগুল খিলানের গর্ত হইতে বাহির হইল, খোদাইকাজের ফঁাকের ভিতর পায়ের নখ বসাইয়া কি করিবে ভাবিতে • লাগিল, বহির্দিকে দৃষ্টিপাত করিতে লাগিল ; তাহার পর চীৎকার করিতে করিতে সঁ করিয়া উড়িষ্ণু’ গেল। ছাগত্রয়ও জাগিয়া উঠিল, মুড়া ও শুকুন ঘাসের সন্ধানে বাচ্ছাদের লইয়া বাহির হইল। এবং আমিও ছায়াদেহসার নগরটিতে • ভ্রমণ করিবার জন্ত নীচে নামিলাম । গৃহের ভগ্নাবশেষ, মন্দিরের ভগ্নাবশেষ, প্রাসাদ ও মসজিদের ভগ্নাবশ্লেষ ; হেথা-হোথী শীর্ণ গাভীবৃন্দ প্রস্তরাদির মধ্যে তৃণচৰ্ব্বণের চেষ্টা করিতে করিতে ক্রমে প্রাচীরবদ্ধ সেই শ্মশানবিষণ্ণ ভূমিখণ্ডেবু বুধ্যে ছড়াইয় পড়িল। যাহারা , গরু চরাইতে আসিয়াছিল, সেই বুনো রাখালের ' চাপা আওয়াজে বাণী বাজাইতেছিল । তাহাদের মুখে চিন্তার ভাব, ভয়ের ভাব, চতুৰ্দ্দিকৃস্থ দেবালয়ের ধ্বংসৰ্দশ তাহদের মনে এই টাডির । -- --—---e—o-- .