পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

”《臀● वैश्रेकैकम । [ ৬ষ্ঠ বর্ষ, চৈত্র। ছোট-রকমেরও কাজ করিবার ব্যবস্থা আমরা জাগাইয়া রাথিতে পারি না । সমুদ্রে জল থইখই করিতেছে, তাহার এক ফোটা মুখে দিবার জো নাই—আমাদের দেশেও যখন তাহার পতাকা লইয়া আসিয়া শঙ্খধ্বনি করে, তখন চারিদিকে চাহিয়া একটি মানুষ ' দেখিতে পাওয়া যায় না । 受 এই ষে আমাদের দেশে কোনোমতেই কিছুই জাট বাধে না, সঙ্গল্পের চারিদিকে দল জমিয় উঠে না—কোনো আকস্মিক কারণে দল বাধিলেও সকালের দল বিকালবেলায় আলগা হইয়া আসে, এইটি ছাড়া আমাদের দেশে আর দ্বিতীয় কোনো বিপদ নাই। আমাদের এই একটিমাত্র শত্রু। নিজের মধ্যে এই প্রকাণ্ড শূন্তত আছে বলিয়াই আমরা অন্তকে গালি দিই। আমরা কেবলি কাদিয়া বলিতেছি আমাদিগকে দিতেছে না, বিধাতা আমাদের কানে ধরিয়া বলিতেছেন তোমরা লইডেছ না। আমরা একত্র হইব না, চেষ্টা , করিব না, ত্যাগ করিব না, কষ্ট সহিব না, কেবলি চাহিব এবং পাইব, কোনো জাতির এত-বড় সৰ্ব্বনেশে প্রশ্রয়ের দৃষ্টান্ত জগৎসংসারের ইতিহাসে ত আজ পর্য্যন্ত দেখা যায় নাই। তবু কেবল আমাদেরই জন্ত বিশ্ববিধাতার একটি বিশেষ-বিধির অপেক্ষায় আকাশে চাহিয়া বসিয়া আছি—সে বিধি আমার দেশে কৰে চলিবে জানি না, কিন্তু বিনাশ তযুর করিবে না। সবুর করেও নাই ; “দিষ্টে লাগিয়া উঠিয়াছে। রুদ্রদেৰ বজহাতে লইতে আসিয়াছেন ;-—খবরের কাগজে মিথ্যা লিখিতে পারি, সভাস্থলে মিথ্যা বলিতে পারি, রাজার চোখে ধূলা দিতে পারি, এমন কি, নিজেকে ফাকি দেওয়াও সহজ, কিন্তু তাহাকে ত ভুল বুঝাইতে পারিলাম না। যাহার উপরেই দোষারোপ করি না কেন, রাজাই হোক বা আর যেই হোক, মরিতেছি ত আমরাই ! মাথা ত আমাদেরই হেঁট হইতেছে, এবং পেটের ভাত ত আমাদেরই গেল ! পরের কর্তব্যের ক্রটি অন্বেষণ করিয়া আমাদের শ্মশানের চিতা ত নিবিল না ! আরামের দিনে নানাপ্রকার ফাকি চলে, কিন্তু মৃত্যুসহচর বিধাতা যখন স্বয়ং দ্বারে আসিয়া দাড়াইয়াছেন, তখন আজ আর মিথ্য দিয়া হিসাবপূরণ হইবে না। এখন আমাদের কঠোর সর্ত্যের দিন আসিয়াছে। আজ আমরা যে-কোনো কাজকেই গ্রহণ করি না কেন, সকলে মিলিয়া সে কাজকে সত্য করিয়া তুলিতে হইবে। দেশের যে-কোনো যথার্থ মঙ্গল-অনুষ্ঠানকে আমরা উপবাসী করিয়া ফিরাইব, সে-ই আমাদের পৃথিবীর মধ্যে মাথা তুলিবার ও বাচিয়া থাকিবার অধিকার কিছু-না-কিছু কাড়িয়া লইয়া চলিয়া যাইবে। ছোটো হউক বড় হউক, নিজের হাতে দেশের যে-কোনো কাজকে সত্য করিয়া প্রতিষ্ঠিত করিতে পারিব, সেই কাজই রুদ্রের দরবারে আমাদের উকিল হইয়া দাড়াইবে, সে-ই আমাদের রক্ষার উপায় হইবে। : . কেবল সঙ্কল্পের তালিকা বাড়াইল্প চলিলে কোনো লাত নাই, কিন্তু যেমন করিয়া হউক, দেশের যথার্থ স্বকীয় একটি একটি কাজকে সফল করি গুলিতেই হইবে। সে কেবল