পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাদেশিক-সমিতি ॥৫

  • Sసాత్య్రక•

আজ পর্য্যন্ত জাতীয় মহাসমিতির মত আমাদের প্রাদেশিক সমিতিগুলিও কেবলমাত্র . একটা নৈমিত্তিক ব্যাপার হইয়াই রহিয়াছে । ইহাদের সৰ্ব্ববিধ অনুষ্ঠানই কেবল বক্তৃত ও দরখাস্তেই নিঃশেষিত হইয়াছে। এক সময়ে ইহাই যথেষ্ট ছিল। কারণ, তখন ইংরেজের হৃদয়মনই আমাদের সকল রাজ নৈতিক আন্দোলন ও আলোচনার লক্ষ্যভূত হইয়াছিল। ইংরেজকে আমাদের দুঃখক্লেশ ভাল করিয়া জ্ঞাপন করিতে পারিলেই তাহার উপশম হইবে, আমাদের রাষ্ট্রীয় বাসনার অনুকুলে ইংরেজের শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে" পারিলেই আমরা আমাদের সমুদায় স্বত্বস্বাধীনত প্রাপ্ত হইব,—তখন আমরা সত্যসত্যই এ বিশ্বাস করিতাম। আর ইংরেজের জ্ঞান জন্মাইবার ও সহানুভূতি জাগাইবার জন্ত বক্তৃতা ও দরখাস্ত ব্যতীত অপর কোনো অনুষ্ঠানের আবশ্যকতাও ছিল না । আমাদের সে ভাব, সে আস্থা, সে ভরসা আর নাই। আমরা এখন বুঝিয়াছি যে, দরখাস্ত করিয়া ইংরেজের নিকট হইতে কিছু পাইব না । এখন আমরা জানিয়াছি যে, ইংরেজ দেবতা নহে, মন্থৰ। সে পরার্থপরতাদ্বারা প্রণোদিত হইরা ভারতে পদার্পণ করে নাই, এবং এদেশের জষ্ঠ সে স্মিতমুখে, প্রসন্নচিত্তে কদাপি কেশাগ্রপরিমাণেও আপনার প্রতিষ্ঠিত অধিকার হইতে সরিয়া ঠাড়াইবে না। সুতরাং তাহার নিকট আবেদন-আৰ্ত্তনাদ বৃথা । এখন আমাদিগকে , রাজনৈতিক স্বত্বস্বাধীনতা প্রতিষ্ঠা করিতে হইলে, আত্মশক্তিকে জাগাইতে হইবে । ইংরেজের করুণা উদ্রেক করিয়া কেবল তাহার অহমিকৃাই বাড়াইয়া দিব, আমাদের দুৰ্গতি দূর করিতে পারিব না। যদি ইংরেজ সত্যভাবে স্থামাদের কোনোপ্রকারের রাজনৈতিক কল্যাণসাধনে কখনো নিযুক্ত হয়, সে ভয়েতে হইবে,—দয়াপরবশ হইয়া নহে। কারণ রাজনীতিমাত্রেই কেবল শক্তির থেলা ও শক্তির পরীক্ষা । এক্ষেত্রে জয়শ্রী কেবল সবলকেই বরণ করে । আত্মশক্তির ‘দ্বারা বিরোধী শক্তিকে পরাভূত করিতে না পারিলে, রাষ্ট্রীয়ব্যাপারে কেহ কোথাও আত্মপ্রতিষ্ঠা লাভ করিতে পারে না । ইংরেজের সঙ্গে আমাদের সকল বিষয়েই একুটা বিষম বিরোধ বাধিয়া আছে। ইংরেজের স্বার্থসিদ্ধিতে আমাদের স্বার্থ নষ্ট, ইংরেজের সম্পদে আমাদের দারিদ্র্য, ইংরেজের বুদ্ধিবৃত্তির স্বাধীন পরিচালনায় শাসনকার্য্যে আমাদের বুদ্ধিবৃত্তির যথা- . যোগ্য পরিচালনার অবসর ও স্বযোগের হানি;• জনগণের পরমার্থলাভের পন্থা পরিষ্কার করিবার –বর্তমানে ইংরেজের সঙ্গে আমাদের এই

  • . গতবৎসর বরিশালের প্রাদেশিকসমিতির পূৱে এই গুৰৰ আমালয় झरढगांउ झग्न, किजु ਾਂ go BBB BBD DDBBM DDBBB BBB BBBBBBBB DDD SDDS