পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भूङक% । やめ> ভিতরের কথা বাহির হইতে ন পারায় কিছুদিনের মধ্যে সে সব থামিয়া গেল। অতএব তিনি ইচ্ছামত সৰ্ব্বদা পদব্রজে বাহির হক্টর রাজ্যের সর্বত্র বিচরণ লাগিলেন । লমণকালে তিনি কাহাকেও সঙ্গে লইতেন ' না। তবে তার বিশ্বস্ত অনুচরদের ভিতর কেহ কেহ ২৪ক্রোশ ব্যবধানে থাকিয়া প্রভূর অগুসরণ করিত। এই তন্ত্ৰচবের সংখ্যায় নিতান্ত কম ছিল না। কিন্তু তাহার লো কালমে পাহাড়জঙ্গলে ছড়াইয়া থাকিত বলিয়া কেহ তাঙ্গদের খবর রাথিত না । গিবিমশ্ৰণয় প্রতি ভীর দিয়াছিলেন - সাঙ্গনী এলঃ বলিষ্ঠ লোক দেখিলেষ্ট সৈন্যশ্রেণীভুক্ত করিয়া লইবে । এবং ইহীদের হইত। রাজঘাটে যে বিপুল খণ্ডাইৎ ও চুয়াড়বাহিনীর সমাবেশ হইতেছিল, তাহ এইরূপ যত্নসন্তত্ব নিৰ্ব্বাচনের ফল । . অভয়ানন্দ সচরাচর গৈরিক বস্ত্র এবং উত্তরীয় ধারণ করিড়েন। কিন্তু কখন-কখন ছদ্মবেশে পর্য্যটন করারও তাহার প্রয়োজন র্তাহাকে আসিতে হইয়াছে। সেখানে বরাবর তিনি অশ্বারোহী রাজপুতবেশে দর্শন দিয়াছেন। স্বয়ং কল্যাণপঞ্চাও তাহাকে চিনিতেন না। ফলত পুরাতন রাজকর্মচারীরা বিন্মিত হইয়া দখিতেছিলেন যে, ময়ুরভঞ্জপতি নিপুণ সৈন্যাধ্যক্ষের ন্যায় গোড়া বাধিয়া সমরোদ্যোগে প্ররত্ব হইয়াছেন । ইহা কেহ তাহার নিকট আশা করিত না । ক্রমশ । জীবনের শত কাজে বেজে ওঠে তারি মাঝে কণর গান হৃদয়-বীণায় ? কণর গান প্রাণ ভরি’ রেখেছি সৰ্ব্বস্ব করি, বহিতেছি শোণিতে শিরায় ? কার রূপ, কার স্মৃতি, কার উন্মাদনা-গীতি .পরাণের উপকণ্ঠ ভরি’ ? - কে দেছে জীবনে জয়, প্রেমেরে মহিমাময়, কে ক’রেছে আপনা পাশরি f কবে কোন শুভক্ষণে সে পশিল মোর মন প্রভাতের আলোক যেমন । e তেমনি প্রফুল্লকর, তেমনি সে মনেীহর, জাগাইল পুলক তেমন ।