পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা। ] &দশনায়ক। ● করিয়া করিব ? অাজ আমরা কৰ্ম্ম করিবার ইচ্ছা অনুভব করিতেছি, চেষ্টায়ও প্রবৃত্ত হইতেছি -এই ইচ্ছ। যাহাতে নিরাশ্রয় না হয়, এই চেষ্টা যাহাতে বিক্ষিপ্ত হইয়া না পড়ে, প্রঠেকের ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিযহাতে বিচ্ছিন্ন-কণাঅীকাৱে বিলীন হইরা না যায়, আজ আমাদিগকে সেই দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে হইবে। রেলগাড়ির ইষ্টিম উচ্চস্বরে বাণী বাজাইবার জন্ত হয় নাই তাঙ্গ গাড়ি চালাইবার জন্যই ইয়াছে। বাশা বাজাইয় তাহ সমস্তটা ফুকিয় দিলে ঘোষণার কাজটা জমে বটে, কিন্তু অগ্রসর হার কাজট বন্ধ হইয় যায়। আজ দেশের মধ্যে য়ে উদ্যম উহুপ্ত হইয়। উঠিয়াছে, তাঙ্গাকে একটা বেষ্টনের মধ্যে মা আনিতে পারিলে তাঙ্গ নিজের মধ্যে কেবল বিরোধ করিতে থাকিবে, নুতন নূতন দণের সৃষ্টি করিবে এবং নঃন সাময়িক উদ্বেগের আকর্ষণে তুচ্ছ কাজকে পছু* করিয়া তুলিয়। নিক্তের অপব্যয় সাধন করলে । দেশের সময় উদ্যমকে পিক্ষেপের বার্থত; ইষ্টকুে একের দিকে ফিরাইয়। অনিবার একমাত্র উপায় আছে--কোনে! একজনকে সামাদের অধিনায়ক বলিয়া স্বীকার করা । এ কথা পুৰ্ব্বেও একবার বলিয়াছি, সেও বেশিদিনের কথা মহে । সেই অল্পদিনের মধ্যে সময়ের অনেক পঞ্জিলপ্তন হইয়াছে। তখনো আমরা ক্ষেত্রে নামিবার জন্ত মনের মধ্যে প্রকৃত ছিলাম না। এইজন্ত তখনো আল্লাতকবিতর্কের স্বক্ষত্যিক্ষ বিচারজাল ছেদন করিয়া প্রশস্ত কৰ্ম্মপথে মুক্তিবুভি করিবার জন্য কোনো অভাব তুমুভব করি “নাই। তখনে ডিবেটিংসোসাইটির দ্বারাতেই

দেশের কাজ চালানো যায়, এইরূপ একটা বাল্যসংস্কার আমাদের মনে ছিল। আজ কাৰ্য্যক্ষেত্রে নামিতে উদ্যত হইয়াছি ; আজ এতক্ষণে নিশ্চয়ই অন্তত একটুও বুঝিয়াছি যে, দশে মিলিয়া যেমন করিয়া বাদবিবাদ করা যায়, দশে মিলিয়া ঠিক তেমন করিয়া কাজ করা চলে না। ঝগড়া করিতে গেলে হটগোল করা সাজে, কিন্তু যুদ্ধ করিতে গেলে সেনাপতি চাই । কথা চালাইতে গেলে নানা লোকে মিলিয়। স্বস্ব কণ্ঠস্বরকে উচ্চ হইতে উচ্চতর সপ্তকে উৎক্ষিপ্ত করিবার চেষ্টা করা যায়, কিন্তু জাহাজ চালাইতে গেলে একজন কাপ্তেনের প্রয়োজন । অল্পকাল পূৰ্ব্বে * বাংলাদেশে স্বদেশী সন্দোলনের যখন প্রথম জোয়ার অসিয়াছিল, তখন ছাত্রদের মুখে এবং চারিদিকে “নেতা” "নো" "নেতা” রব উঠিয়ছিল। তখন ঐই নেতৃহীন দেশে অকস্মাৎ নেতা এতই অদ্ভুত সম্ভ হইয়াছিল নে, আমাদের মত সাহিত্য- • ৰুবিল অকৰ্ম্মণ্য লোকেরও নেক্স হইবারু ংিঘাতিক ফঁাড় নিতান্তই অল্পের উপর দিয়া কাটিয়াছে। শান্তিপ্রিয় ভদ্রলোকদের তখন এমনি বিপদের দিন গেছে যে, “আমি নেতা নই” বলয় গলায় চাদর দিলেও সেই তাহার গলার চাদরটা ধরিয়াই ভাহাকে নেতার কাঠগড়ায় টানিয়া আনিবার নির্দয় চেষ্টা করা হইয়াছে। হঠাৎ সমস্ত দেশের এইরূপ శ్వికి ‘নেতা'বায়ুগ্রস্ত হইবার কারণ এই যে, কাজের হাওয়া দিবামাত্রই স্বল্লাবের নিয়মে সবগুথমে নেতাকে ডাক পড়িবেই। সেই ডাকে ཝ་པཱུ་ལ་ ধাক্কায় বাজারে ছোট-বড় ফুট-খাটু বহুবিধ