পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

46 शैश्रमैर्म । [ ७थॆ वर्षॆ, 'शां শারীরিক ও মানসিক এরূপ দৈন্ত ও অবনতি উপস্থিত হয়, যাহার আর কিছুতেই পূরণ इग्न नः । 锡 উত্তেজকপদার্থ দুইপ্রকার।--শারীরিক ও মানসিক। শেষোক্তগুলির মধ্যে প্রেম, অহঙ্কার ও উচ্চাভিলাষ প্রধান। মকুষ্যের জীবনসংগ্রামে প্রতিদ্বন্দ্বিতা বড় বেশী ; সেই কারণে, স্বভাবতই আমরা - এমন সকল পদার্থের অন্বেষণ করি, যাহা দ্বারা শক্তির অতিরিক কাৰ্য্য করিত্বে সমর্থ হই। পৃথিবীর প্রায় সৰ্ব্বত্রই উত্তেজকপদার্থের ব্যবহার দেখিতে পাওয়া যায়। যে দেশে দ্রীক্ষা জন্মে, তথায় মদিরার প্রচলন ; যথায় জন্মে না, সে সমস্ত স্থানে নানাবিধ ফুল, ফল, মূল, রস, শত পচাইয়া উত্তেজকক্রিয়াবিশিষ্ট পানীয় প্রস্তুত ও ব্যবহৃত হয়। ভারতবর্ষের অনেকস্থানে অহিফেন, কোথাও গাজা বা সিদ্ধি, কোথাও তাড়ি ও পচুইর চলন আছে। কামাস্কট্‌কা প্রদেশে একরূপ ফঙ্গস ( Fungus ) ব্যবহৃত হয়। ঐ দেশের লোকেও অনেকটা এইরূপ উদ্দেষ্ঠে সুপারি ব্যবহার করে । এইরূপ চীনদেশে চা, আরেবিয়ায় কফি, ব্ৰেজিলে গোয়ারান, প্যারাগেয়েতে মটে ( mate ) এবং মধ্য-আমেরিকায় ফেকেও বা কোকোর প্রচলন আছে। রাসায়নিক গুণে ও শরীরের উপর ক্রিয়াহিসাবে উপরি-উক্ত সকল দ্রব্যেরই গুণ প্রায় একইপ্রকার। পেরুপ্রদেশের ফোক-পাত রাসায়নিক গুণে চপাত হইতে পৃথক হই ওখুীরবিধানসম্বন্ধে একইরূপক্রিী প্রকাশ করে।, না জানি, যুগযুগান্তর ধরিয়া মনুষ্য কত দ্রব্যই পরীক্ষা করিয়া শেষে কৃয়েকটিমায়ু ৰাছিয়া লইতে সমর্থ হইয়াছে। উপরে যে কয়েকটি দ্রব্য উল্লিখিত হইল, তাহাদের সকলের ক্রিয়ু একইরূপ অর্থাৎ উত্তেজক। কিপ্রকারে এই সমস্ত উত্তেজকপদার্থ শরীরে ক্রিয়াপ্রকাশ করে, তাহ সম্যকৃ বুঝিতে হইলে শরীরতত্ত্বসম্বন্ধে দুচারিটি কথা জানা আবণ্ঠক । শরীরকে আঘাত হইতে রক্ষা করা মস্তিষ্কের একটি প্রধান কার্য্য। উত্তপ্ত লৌহখণ্ডে যদি আমাদের হাত পড়ে, তাহ হইলে তৎক্ষণাৎ সেই বেদন স্বল্প স্বল্প স্নায়ুম্বারা মস্তিষ্কে অনুভূত হয়, এবং আঘাত গুরুতর হইবার পূৰ্ব্বেই আমরা হাত সরাইয়া লই। কিন্তু যদি অহিফেন, মদ্য বা ক্লোরোফরম্ দ্বারা মস্তিষ্ক অবশ হইয়া পড়ে, তাহা হইলে কোন বেদনাই অনুভূত হয় না, হাত পুড়িয়া ভস্ম হইয়া গেলেও আর সরিয়া আসে না । মস্তিষ্কের এই আগু অনুভূতিই শরীরকে বাহ্যিক বিপদ হইতে রক্ষা করে। সেইরূপ এই অনুভূতির দ্বারাই আভ্যন্তরীণ বিপদ হইতেও শরীর রক্ষা পায়। মনে করুন, কোন ব্যক্তি কুস্তি করিতেছে। নিজের কৃতিত্ব দেখাইবার জন্য পেশীসকলের এত অধিক ক্রিয়া প্রকাশ করিতেছে যে, সে যদি বেদনাবোধ না করে, হয় ত সেগুলি ছিড়িয়া যায়। কিন্তু বেদন অনুভূত হওয়ায় সে কখনই ততদূর করিতে সমর্থ হয় না। এইরূপে মনুষ্য উত্তেজনার বশবৰ্ত্তী হইয়া ক্ষমতার অতিরিক্ত অনেক কাৰ্য্য করিতে থাকে, পরে অবসাদ আসিয়া তাহা হইতে তাহাকে বিরত করে। ఁ চ, কফি, কোকো শরীরে তিনপ্রকারে ক্রুিয়াপ্রকাশ করে—প্রথমত রক্তসঞ্চালক যন্ত্রের উপর, দ্বিতীয়ত মেরুদণ্ডের উপর, তৃতীয়ত মস্তিষ্কের উপর। রক্তসঞ্চালক