পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] বরের উপর ক্রিয়াধিক্যবশত মস্তিক্ষে রক্তাধিক্য হয় এবং লেজগু. চিস্তা ও বিচারশক্তি বৰ্দ্ধিত হয়, বুদ্ধির প্রাথর্য্য জন্মে ও অধিকু কথা কহিবার স্পৃহ হয়। অপর পক্ষে, নিদ্রার ব্যাঘাত জন্মে—যে নিদ্রা অবসর শরীর ও মনকে সুস্থ করে, সেই নিদ্রার অল্পতা ঘটে। ইহা ব্যতীত চা-পানের পর প্রয়োজন না থাকিলেও মস্তিষ্কের ক্রিয়াধিক্য হইতেই থাকে। কিন্তু সৰ্ব্বাপেক্ষা ইহার অপকারক ক্রিয়া এই যে, ইহার দ্বারা মেরুদণ্ড ও স্বায়ুর অপ্রিয় অনুভূতিগুলি লোপ পায় বা হ্রাসপ্রাপ্ত হয়। ইহার ফলে মস্তিষ্কের বেদনাঅনুভূতিশক্তি কমিয়া যায়, ক্ষুধা থাকিলেও ক্ষুধাবোধ হয় না, শরীরে বেদনাসত্ত্বেও কষ্ট, বোধ হয় না, পরিশ্রমের পর ক্লান্তি-অনুভব হয় না। শরীরে এই সমস্ত অস্বাভাবিক পরিবর্তন সংঘটন করা ইহাদের কার্য। এই কারণে চা বা কফি পানের পর মানুষের মনে একটা ভ্রান্ত স্বচ্ছন্দতার ভাব আসে, আপনাকে বড় সুখী মনে করে । কিন্তু ইহ একটা ভ্রমমাত্র। এইরূপ উত্তেজনার বশবর্তী হইয় যে যে কাৰ্য্য করিতে সম্পূর্ণ আপারগ, সেও সে কার্য্যে প্রবৃত্ত হয় ও কখনকথন করিয়া ও ফেলে। কিন্তু তাহার ফলে নিজ সামর্থ্যের অতিরিক্ত কাৰ্য্য করায়, শরীর ক্রমশ ধ্বংসপ্রাপ্ত হয়। যদিও উত্তেজনবশত সেসময় শরীরে ক্লান্তি অমুভূত হইল না, কিন্তু শ্রমজনিত শারীরিক ও মানসিক ক্ষয় ত হইঠে লাগিল। ইহাতে পরিশেষে এমন শারীরিক ও মানসিক অবসাদ জন্মে যে, চেষ্টাসবেও কোনপ্রকার কার্ঘ্যে প্রবৃত্তি হয় না। আত্মসংযম লোপ পায়, মনুষ্য ভাত, উগ্র 5-t II - 》 স্বভাব ও ভাবপ্রবণ হইয় পড়ে। চু’র সদগুণ সম্বন্ধে ইহার অবসাদ-অপহীৱক গুণ চাপায়িমাত্রেই অবগত আছেন। চা-পানের পর মনে ফুপ্তি श्छ, झांखि ७ निजांनूङ मूत्र श्य ও মানসিক শক্তির বিকাশ হয় । ক্ষীণ ও বৃদ্ধ ব্যক্তি চা'র অধিক প্রিয় হইয়া পড়েন । সুতরাং এতগুলি গুণ থাকিতে “যে পেয়ালা ক্ষুক্তি আনে, অথচ মাতাল করে না” সভ্যজগতে তাহার যে এত অাদর হইবে, ইহা কিছু বিচিত্র নহে। কিন্তু দুর্ভাগ্যবশত চা ও তজ্জাতীয় দ্রব্যগুলির অপরিমিত ব্যবহারে মহানিষ্টকর; ফল দেখিতে পাওয়৷ যায়। পূর্বেই বলিয়াছি, চার অন্যতম কাৰ্য্য বেদনা-অনুভূতি-শক্তির হ্রাস করা । সেইজন্য ইহা যেমন ক্লান্তিনাশ করে, সেইরূপ अधिग्रुका জন্মায়ণ চাপায়ী ক্ষুধা-অনুভূতিশক্তি হয়: হওয়ায় শরীররক্ষার্থ পরিমিত আহার করে না, সুতরাং প্রতিদিন শরীর ক্ষয়প্রাপ্ত হয় s চ যত্বই উৎকৃষ্ট হউক না, সকল শ্রেণীর চাই । এই অপকার করে। বিশেষ যে সকল চা"ত্তে অধিকপরিমাণে ট্যানিন আছে, তাহার সেই পরিমাণে অপকারী। মাংসের সহিত চ-পান নিষিদ্ধ, কেন না, চার ট্যানিন দ্বারা মাংস কঠিন ও দুষ্পচ্য হয়, এবং তাহা হইতে অজীর্ণ ও উদরাময় রোগ জন্মে, মাংস ব্যতীত অপর খাদ্যসামগ্রীর উপর চা’র এরূপ অপকারক ক্রিয়া নাই। অতিরিক্ত চা-পানে পাকস্থলীর"শ্লৈয়িক ঝিল্লীর প্রদাহ জন্মে, তাহ হইতে পরিপাকশক্তি,কমিয়.যায়। পূৰ্ব্বেই বলিয়াছি, অত্যধিক চা-পান করিলে অনিদ্রা জন্মে। ইহা ব্যতীত স্নায়বিস্তু , দৌৰ্ব্বল্য, হৃৎপিণ্ডের কম্পন ও শরীরের নান স্থানের