পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઇન્ટ્ર यबउपिन । [ மூன் षं, 8बार्छ । - দশাতেও রমানাথই সংসারের কর্তৃৰ করিতেন, কারণ দ্বারকানাখ অধিকাংশ সময়ই কৰ্ম্মস্থলে থাকিতেন। কিন্তু রমানাথ কৰ্ত্ত হইলেও দ্বারকানাখের সহধৰ্ম্মিণী জয়ন্তর্গই প্রকৃতপক্ষে এ সংসারের কত্রী ও গৃহিণী। রমানাথ অনেক বিষয়েই তাহার পরামর্শ লইয়া কাজ করেন। অন্তঃপুরেও অবগু সকলেই তাহার মতে চলেন, কিন্তু তিনি স্নেহের ডোরে সকলকে বধিয়া রাখিয়াছেন। তাহার নিজের কোন পুত্র নষ্ট,—রমানাথ ও হরিলাখের পুত্রগণই তাঁহার পুত্রস্থানীয়। সেই পুত্রগণও উহাকে নিজ নিজ গর্ভধারিণী बननौब भड लूथन । डिनि সকলেরই “बज़-भा” ।। ७थन कि, यांङ्गैौद्र छठाश्रटभद्र७ डिनि “বড়-মা”। আমরা তাহাকে “বড়গিল্পী” বলিয়া ভাকিব । *., * গৃহিণীপনাতে জয়ন্তর্গ বিশেষ নিপুণ । তাহার কার্য্যকুশলতার এই স্বল্প আয় ও বহুব্যয়ের সংসার বিনাক্লেশে একরূপ চলিয়া .যাইতেছে। “পাইলাম না, খাইলাম না” বলিয়া কাহাকেও কখন আক্ষেপ করিতে শুনা যায় না। যখন যে জিনিষটির প্রয়োজন হয়, তাহা তিনি অনায়াসে বাহির করিয়া দিতে পারেন। রাত্রি দ্বিপ্রহরের সময় দশজন অতিথি আসিয়া উপস্থিত হ'ল ; রমানাথ ভাবিয়া আকুল হইলেন, ঘরে হয় ত চাল-ডাল যথেষ্টপরিমাণে নাই ; কারণ বড়গিল্পী পূৰ্ব্বদিন अशप्क अनुरु वित्र अडान छानाडेबा ছিলেন। কিন্তু অতিথি আসিবামাত্র বড়গিনী প্রয়োজনীয় খাদ্যসামগ্ৰী সমস্ত বাছির করিয়া দিলেন। ইন্তি রমানাথ তাহার ভাণ্ডারকে জদের কৃদিয়া জয়পুর্নার ভাণ্ডার" বলেন। मद्धटिशग्न बांज़ेौ ऎखन्ननक्रिए* शब-ऊिन খণ্ডে বিভক্ত। “বাড়ী" লিতে পাক কোঠ নহে—অনেকগুলি মাটির ভিটি, দরমার বেড়া ও খড়ের চালযুক্ত ঘরের সমষ্টি । দক্ষিণের খণ্ডে চারিখানি ঘর—তাহার উত্তরের খানি চণ্ডীমণ্ডপ, দক্ষিণের খানি বৈঠকগুণন, অন্ত ছুইখানি খুব লম্বা ঘর,—অতিথিশালারূপে ব্যবহৃত হয় ; তাহীদের নাম *নাকারি ঘর” । এই গৃহচতুষ্টয়ের মধ্যস্থলে বিস্তৃত প্রাঙ্গণ ; পূৰ্ব্বে এখানে একখানা বড় নাটমন্দির ছিল— কয়েকবৎসর হইল, তাহা পড়িয়া গিয়াছে, আর তোলা হয় নাই। বাড়ীর মধ্যখণ্ডের মধ্যস্থলেও বিস্তুত উঠান ; তাহার চারিদিকে চারিখানি বড়-বড় ঘর। সেগুলি বাসগৃহরূপে ব্যবহার করা হয়। উঠানের উত্তরপশ্চিম ও পূৰ্ব্বদক্ষিণ কোণে আর দুইখান ছোট ঘর আছে; তাঙ্গ আবণ্ঠকমত শয়নগৃহরূপে ব্যবহৃত হয়। উত্তরের খণ্ডে দুষ্টখানা রন্ধনশাল, টেকিশাল, এবং আরও ২৩থান ছোট ছোট ঘর আছে। বাড়ীর উত্তরে ও পশ্চিমে আম-কঁঠাল-নারিকেল-সুপারি-বাশ-প্রভূতি-বৃক্ষপরিপূর্ণ বাগান। অন্মরখণ্ডের পূর্বদিকে একটি ছোট পুষ্করিণী, তাহার জল দুৰ্গন্ধময় এবং পানার পরিপূর্ণ। বহিৰ্ব্বটির দক্ষিণে একটি বড় পুষ্করিণী আছে, তাহার জল একসময়ে খুব ভাল ছিল, ’ এখন সংস্কারাভাবে কিছু খারাপ হইয়াছে, তবে এই জলই গ্রামবাসিগণের একমাত্র সম্বল। এই পুকুরের উত্তর পাড়ে ও বৈঠকখানার দক্ষিণে একটি ফুলবাগান। তাহাতে জবা, টগর, কাঠালিমঞ্জিক, রজনীগন্ধ, অপরাজিত, রক্তকরবীর প্রকৃতি ফুল ফুটিয়া আছে। . . "