পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

इॉब्बनेिcनब्र जडिडांष१ ॥ ՆՊ বাইতে পারে, এক হিসাবে বঙ্গভাষা ও সাহিত্য , দরিদ্র • হইয়া পড়িতেছে । জগতের যাবতীয় উন্নতভাষার উৎকৃষ্ট গ্রন্থগুলি ভাষাৰুরিত হইয়া বঙ্গসাহিত্যের কলেবর পুষ্ট করিতে পারিতেছে না। ছাত্রবৃণ, আমি আপনাদিগকে এইদিকে বিশেষভাবে লক্ষ্য রাখিতে বলি। ইংলণ্ডে অনেকসময়ে দেখা যায়, ছাত্রগণ গ্ৰীকৃ বা রোমক সাহিত্য হইতে কোন-একটি কবিতা প্ৰা কাব্যাংশ লইয় ইংরেজি ছনে অনুবাদ করেন বা তাহার ছায়াঅবলম্বনে একটু নূতনতর কবিতা রচনা করেন। উচ্চশিক্ষার ফলে আপনারাও দুইটি অতুলবিভবশালী সাহিত্যের সঙ্গে পরিচিত হইয়াছেন,—সংস্কৃত ও ইংরেজি। এই দুই সাহিত্যের অমূল্য গ্রন্থগুলির অনুবাদ ও অনুকরণ করিয়া দেশের ও সাহিত্যের মুখ উজ্জ্বল করুন। অবশু, সাহিত্যক্ষেত্রে অনুবাদ ও অনুকরণ অপেক্ষ মৌলিকতার আদর বেশী । কিন্তু অনুবাদ বা অনুকরণকার্য্যে ও মৌলিকতার অবসর আছে, এ সকল কার্যোও প্রতিভার প্রয়োজন, এ কথাটি আপনার ভূলিবেন না। আক্ষরিক অনুবাদ বা মাছিমারা কেরাণীর মত নকল করিয়া সাহিত্যস্বষ্টি করা চলে না, সেরূপ গ্রন্থ অপাঠা ও স্থানে স্থানে অবোধা হয় পড়ে। অতএব अश्वांन द अश्कब्र१ नैिडांइ नौऽकारी भएन করিয়া অবজ্ঞা করিবেন না। বিদ্যাসাগর***:ब्रङ्ग *गौडांद्र रुमदांम' श्वब्रिरङ ८१टश उदङ्गऊिँ छैखब्रहब्रिडनांझेदकब्र अष्ट्रवांन, क्रुि उपनि हेश cयोनिकब्रध्ना अcनक शै। * नटर । बांsगानांश्डिा हेशद्र शॉन अऊिँ ** - चांबाब चबाबदानेो vडाब्राभस्त्र তৰ্করন্থের কদম্বরও একখানি উৎকট্ গ্রন্থী ইংরেজিসাহিত্যে পোপের হোমারের অম্বুবাদ প্রসিদ্ধনাম । টেনিসনের অনেকগুলি orffs (CEnone, Demeter and Persephone stērif ) iħ gorfistą ছায়া-অবলম্বনে লিখিত, অথচ সেগুলিতে মৌলিকতার অভাব নাই। অনেকের ধারণা, কবিতা ও নভেল লিথিয়াই কেবল প্রতিভার পরিচয় দেওয়া যায়। ইহার ফলে বঙ্গীয়সাছিতে কবিতা ও নভেলের ছড়াছড়ি হইতেছে। অথচ ভবিষ্যতে স্থায়িত্বলাভ করিবে,এরূপ কবিতা ও নভেল অতি অল্প। মাসিক পত্রিকাগুলি খুলিলেই অজস্র প্রেমের কবিতা দেখিতে পাই। সেগুলির পনর-আন একজন প্রসিদ্ধ কবির ক্ষীণ অমুকরণ, সুবগুলিরই এক ছাদ,—সেই বসন্তের বাতাস আর পূর্ণিমার জোছন, সেই আকাঙ্গ ও অতৃপ্তি। আমার এক-এক সময়ে মনে হয়, লর্ড কর্জন আমাদের উপকারের জন্য এত করিয়া গেলেন, যদি আইন করিয়া অন্তত ‘একশত • বৎসরের জন্ত প্রেমের কবিতা লেখা বন্ধ করিয়া যাইতেন, তাহা হইলে বাঙালী পাঠকসমাজ র্তাহাকে দুইহাত তুলিয়া আশীৰ্ব্বাদ করিত। আমি আপনাদিগকে সাম্বনয়ে বলিতেছি, এখন দিনকতক কবিতা লেখা বন্ধ রাখুন এবং তাহার পরিবর্তে কতকগুলি ক্ষুদ্র অথচ অত্যন্ত প্রয়োজনীয় প্রতিপ্রদ কাৰ্য্যের দিকে মনোযোগ করুন। যখ"-(১) পরীকথানিজ • বাসগ্রামের ইতিহাসসংগ্রহ ; গ্রামের নামের উৎপত্তিসম্বন্ধে কি কিংদী আছে, গ্রামখানি কতদিনের, গ্রামের পুরাতন অধি বালী কাহার, গ্রামে কোন বিখ্যাত লোক