পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খেয়া । میکند که هر نحوه তুমি এপার-ওপার কর কে গো ওগো খেয়ার নেয়ে ! জামি ঘরের স্বারে বসে বসে দেখি যে তাই চেয়ে ওগো খেয়ার নেয়ে । ভাঙিলে হাট দলে দলে সবাই যবে ঘাটে চলে আমি তখন মনে করি আমিও যাই ধেয়ে ওগো খেয়ার নেয়ে । ভূমি সন্ধ্যাৰেলা ওপার-পানে তরণী যাও বেয়ে দেখে মন আমার কেমন স্বরে ওঠে যে গান গেয়ে ওগো খেয়ার সেয়ে । কালো জলের কলকলে আঁথি আমার ছলছলে, ওপার হতে সোনার আভা পরাণ ফালে ছেয়ে ওগো খেয়ার নেয়ে । দেখি তোমার মুখে কথাটি নেই ওগো থেয়ার নেয়ে । কি-যে তোমার চোথে লেখা আছে দেখি যে তাই চেয়ে ওগো থেয়ার নেয়ে । আমার মুথে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়ে আমি তখন মনে করি আমিও যাই ধেয়ে ওগো খেয়ার নেয়ে ! चैत्ररीशुनांष %ाकूब ।।