পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$१० স্তরমাঠে উপস্থিত হইলেন। চতুর্দশবার হলদ্বারা ভূমিকৰ্ষণ করিলেন, মই দিয়া মাটি ভাঙিলেন, ভূমির উত্তরাংশ উচ্চ করিয়া দক্ষিণদিক্‌ নত করিলেন। তখন বৈশাখমাসে বৃষ্টি আরম্ভ হইল—হর্ষে তাহার ক্ষেতের উপর দিয়া ব্যাঙগুলি লাফাইয়া ছুটতে লাগিল, জল পাইয়া ধান্য পুষ্ট হইতে লাগিল । এদিকে শিব গৃহে যান না, শিবানী বিরহে তিনি ভোলানাথকে গৃহে ফিরাইয়া আনিবার উপায় উদ্ভাবন করিতে লাগিলেন । তেপা_স্তরমাঠে সহস্ৰ সহস্ৰ জোক ছাড়িয়া দিলেন, তাহারা শিব ও তাহার ভূত্য ভীমের সর্বাঙ্গ বেষ্টন করিয়া ধরিল, শিব চুন ও লবণ দ্বারা জোক মারিতে লাগিলেন। শিবানী শতশত মশক পাঠাইয়া শিবকে পুনরায় ব্যস্ত করিয়া তুলিলেন। পাঠক দেখিবেন, এইরূপ, বর্ণনায় কোন কবিতৃষ্ট নাই,—কালিদাসের যক্ষ বিরহবিধুর হইয়া মেঘকে দূত নিযুক্ত করিয়াছিলেন, নিষধাধিপ এরূপস্থলে রাজহংসদ্বারা দৌত্যসম্পাদন করাইয়াছিলেন, গোপবধূগণ পদাঙ্কদূতের সৃষ্টি করিয়াছিলেন, আর পাৰ্ব্বতী জোক, মশক ও ভীমরুল পাঠাষ্টয়া শিবকে ফিরাইয়া আনিবার চেষ্ট পাইতেছেন। এই গানের রচয়িতা কৃষকগণের কবিত্বশক্তি " যথেষ্ট না থাকিলেও তাছারা নেহাৎ স্থূলবুদ্ধি ছিল না,-মেঘ, রাজস্থাস বা পদাঙ্ক যে সংৱাদ লইয়া প্রণয়ীকে জানাইবে, তাহ শিক্ষিতসম্প্রদায় স্বীকার করিলেও কৃষকদিগকে এ কথা বুদ্ধান কঠিন। তাহারা বরং এটা ভাল বুঝিতে পারে যে, ফ্লুেতে জোক ও মশকের উপদ্রব दछनश्वनि । [ ৭ম বর্ষ, অীৰা, ১৩১৪ পারে না, তাহার এইরূপ উৎপীড়নে গীজ বাড়ী ফিরিয়া আসিতে পারে। সুতরাং কবিত্বের হিসাবে যাহাই হউক না কেন,—শিবের গানের এই সকল বর্ণনা শুনিতে চাষীদের মধ্যে শ্রোতার অভাব হয় নাই। মশকের উপত্ৰবনিবারণকল্পে শিবঠাকুর তুষের আগুন জালিয়া ধোয়ার স্বষ্টি করিলেন, —মশক পালাইয়া গেল। এই সকল বর্ণনার আর একটা দিক দেখা যায়। চাষবাসের সম্বন্ধে শিবের গানে অনেক বহুদৰ্শিতার কথা লিপিবদ্ধ আছে। বঙ্গদেশে কৃষিতত্ত্ববিচারের • সময় শিবায়নগুলির সন্ধান করিতে হইবে, তখন কাব্য সহসা বিজ্ঞানের আকার ধারণ করিবে । শিবের গানসম্বন্ধে যাহা লিখিত হইল, তস্থার লক্ষিত হইবে যে,এই রচনা যে সময়ের, তখন বঙ্গভাষা শিক্ষিতসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে নাই। উহা ঠিক ধান ভানিবার সময় গীত হইবারই যোগ্য ছিল,—নতুবা যে শিবের ললাটের অর্ধেদুর বর্ণনা করিতে যাইয়া रुड कवि ७श्रृंशोब्र नौ दशंहेब्रा ब्रिाप्झ्न, যাহার প্রলয়কালের তাণ্ডবনৃত্যে লক্ষত্রগণ কক্ষচ্যুত হয়, বিষাপশন্সে সপ্তসমুদ্র বন্ধ হয় এবং প্রসারিত শূলাগ্রে দিকৃহস্তিগণ বিদ্ধ হইয়া উৰ্দ্ধে উৎক্ষিপ্ত হয়, শত শত স্তোত্র ও তাম্রकलाकब्र वनानांझ पैंiहांब्र $ष3 अषक प्रमाञ्च, বিশ্ববিনাশকর অথচ বিশ্ববিমোহন রূপের অপূৰ্ব্ব পরিচয় প্রাপ্ত হওয়া যায়, তিনি তেপান্তরমাঠে ক্ষেতের চতুর্দিকে জাইল বাধিয়া ভৃত্য ভীমের সঙ্গে ৰান্য নিড়াইতেছেন किक्ष्यां श्रांडीिीteधब्रिप्ठ अश्वक एछांज़ाँहैयांब्र अछ বেশি, সেখানে চাবার কান্তে বেশিক্ষণ চলিতে ভুষের ধোয়ার ব্যবস্থা করিতেছেন, এ সকল