পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা । ] রাজতপস্বিনী t ›8ፋ• হইল এবং সে শুও ও পুচ্ছ উচ্চ করিয়া জলাশয় ছড়ির দ্রুতপদে পলায়ন করিল। এই অসম দ্বন্ধের জন্ত সে আদৌ প্রস্তুত ছিল না। —জলে পড়িয়া একাকী তীরে অৰ্দ্ধদণ্ডায়মান দুইটা মহাবলশালী প্রতিদীর সন্মুখীন হওয়া সম্ভবও নহে। প্রধান কৰ্ম্মচারীদের আদেশের অপেক্ষ না করিয়াই দুই সরিকের সড়কীওয়ালার তখন সমরাঙ্গনে অবতীর্ণ হইল । ১ংহৈ ব্যাপার,—খুনোখুনী অনিবাৰ্য্য হইয়া উঠিয়াছে, এমন সময়ে চারি-আনির দেওয়ানজী কোনরূপে আহ্লিক শেষ করিয়া র্তাহার অদূরবর্তী ৰাসা হইতে ঘটনাস্থলে দেখা দিলেন। লাঠালাঠি-মারামারি আর হইতে পাইল না । ভূত্যদের বিবাদ এইরূপ অল্পে-স্বল্পে মিটিয়া গেল, কিন্তু হস্তীদের জয়পরাজয় দুই সরিকের প্রভূরা আপনার বলিয়া গ্রহণ করিলেন। সে মনোমালিন্য কতদিন ছিল, ঠিক্‌ বলিতে পারি না । কিন্তু এই উপলক্ষ্যে স্বয়ং মহারাণসীত যেরূপ ক্ষুব্ধ হইয়াছিলেন, তাহা আমার মনে পড়িতেছে । আশ্রিত মূকজস্তটাকে অকস্মাৎ সেভাবে আক্রমণ ও পীড়িত করিয়া উহাকেই অবমানিত কয়া श्ञोप्इ, डैशिएक यक्र* अङिमांन २०मिन अङिषांमङांद श्रृंद्भिशृङदब्रटनe कषन-कषन প্রকাশ পাইত, কিন্তু সহজে নহে। তাহার কাশীবাসের কিছুদিন পূৰ্ব্বে কন্যাস্থানীয় কোন আত্মীয়ার শরীর সর্বদ অমুস্থ হইত। কিন্তু ঔষধাদিসেবন ও নিয়মপালনে তাহার রুচি ছিল না, জেদ করিলে হিতে বিপরীত হইত। একদিন মহারাণী কাহাকেও বলিতেছিলেন, তাহাকে ঔষধ খাওয়াও, কিন্তু রাগ कब्रिट्न cयर्न थां७ब्रान न इछ । हेशष्ठ নিকটে উপবিষ্ট এক ঠাকুরাণী হাসিয়া প্রশ্ন করিলেন, “রাগ কেন ?* ম :খিত হইলেন, তাহার প্রফুল-চক্ষু ছলছল হইল। একটু কম্পিতম্বরে বলিলেন, “এখন সকলেরই রাগের ভয় করিয়া চলিতে হয় । কত ভয়ে যে ভাত খাই, তার আর কি বলিব ? যখন ভয় করিতাম না, তখন কাহাকেও না। এখন সবাইকে ভয় করিয়া চলিতে হয়।” ‘সাবাল্পক হওয়ার পূৰ্ব্বে কুমার মহারাণীর অজ্ঞাতসায়ে এক উইল করিয়াছিলেন । কিছুদিন পরে তাহার কতক-কতক মৰ্ম্ম मांडांद्र cशां5ग्न इहेण । ‘ਿਕਿ ইহাতে মহা বিরক্ত হইলেন। সহায়কারীদের ভিতর কেহ বলিয়াছিলেন, শুনিতে পাই, জনরব উঠিয়াছে যে, মহারাণীর পিতার বিষয়ের উপর হস্তক্ষেপ প্রকাশ করিতে শুনিয়াছিলাম। মাতার . করিতেও আমাদের ইচ্ছা আছে। তাহা কি বয়ঃক্রম তখন বাইশ-তেইশ-বর্ধ মাত্র। ফলত তিনি সন্ত্রান্ত ও ধনী পরিবারের **भजि गखांन वणिब्रा निष्ठामशे ७ शृिङाँब्र আদরে বাল্যকালে স্বেরূপ অভিমানিনী ছিলেন, *रबरे उोश चशबग्न । उशब्र वाकभ `श्म षभि,ि नेिं खनिक्षतः। ठैछ्न्यो **ो उचन जब्रअश्१ करब्रम । cनहे হইতে পারে? আর সে বিষ্ণই বা কি ? মা শুনিয়া বিরক্তির সহিত অথচ তাচ্ছীল্য-. ভাবে সে লোকটিকে উদ্দেশ করিয়া বলিলেন, “ভৰুষে বিষয় আছে, তাছার মত দশটা ংলার তাহাতে প্রতিপালিত হইত্ত্বে পারে - কতকগুলি স্বার্থপর কুটুম্ব, আত্মীয় এবং আশ্রিতলোকের ব্যবহারে ইদানীং মধ্যে