পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.38w মধ্যে তিনি বড় মৰ্ম্মপীড়া পাইতেন, তাহার জাভাস ইতিপূৰ্ব্বে দিয়াছি। র্তাহার জীবনের চিরন্তন আকাঙ্ক্ষা,—সংসারত্যাগ করিয়া vকাশীধামে নির্জনে বাস, এইজন্ত কুমারের বয়ঃপ্রাপ্তির পূর্বেই পূর্ণ করিতে তিনি স্থিরসঙ্কল্প হইয়াছিলেন। " এই সময়ে একদিন কথা হইতেছিল যে, কুমারের ইচ্ছা,ছোটবাড়ী ও বড়বাড়ীতে এক করিয়া কতকগুলি স্বয় বাড়ান। মা বলিলেন—“ত দত্য, নহিলে বঙ্গদর্শন । - * فضجوهر "مبر [ ৭ম বর্ষ, জাষাঢ়, ১৩১৪ নিজের বড় কষ্ট হয়। বর্ষার রাত্রে জলের সময় সরবৎ একটু খাইতে হইলেও এদিক निब ७निक निब्रां पूब्रिब्र उरब नौcछ परेिष्ठ হয়। এত-ৰড় লোকটার ওরূপ দশা দেখিয়া আমার বড় দুঃখ হয়।” মহারাণী বিবাদের হাসি হাসিলেন। পরে বলিলেন, “স্বরে আর কাজ নাই, এ বাড়ী ছাড়িতে পারিলেই আমি বচি - কাশীবাসকালে নুতন বাড়ী খলি হইলে স্বহস্তে তিনি কয়টি ঘর পরিমার্জিত ঘরে কুলায় না।”-দেবী কাছে বসিয়াছিলেন, করিতে করিতে উৎফুল্প হইয়া বলিয়াছিলেনতিনি বলিলেনঃ “স্বরের অভাবে মহারাণীর “এতদিনে আমার নিজের বাড়ী হইয়াছে।” শ্ৰীশ্ৰীশচন্দ্র মজুমদার। মহাত্মা যিশুখ্রীষ্টের প্রতি। জীবন কাটিয়া গেল ; দেখা যায় মরণের তীর ; ওই হার উপকূলে শোনা যায় জলধিগর্জন ! আমার সম্বল মাত্র ভাঙা-বুক, নয়নের নীর ! এই পারাণির কড়ি, দয়া করি, নাবিক সুজন, লওঁ লও ! লোকে বলে, বিশ্বমাঝে তুমি অতুলন, দয়াময়, স্নেহময়, প্রেমময় কাণ্ডারী সুধীর । হে যিশু ! কাদিছে প্ৰাণ ; দলে দলে গভীর তিমির ঘনাইল ! এল বুঝি কালরাত্রি । ফুরায় জীবন ! হে নিৰ্বোভ! হে নিষ্পাপ! তুমি চাও খাট অগ্রবারি পরিতপ্ত হৃদরের, নাহি চাও ধনীর কাঞ্চন ; তাই হোক ; শুভক্ষণে, বেলাভূমে, দোহাই তোমারি, চরণরাজীৰে জাজি অশ্রুজা করিমু অর্পণ ! ৰাহু তরী, ৰাহু তরী ; উজলিয়া নদীর মোহান, ফুটিছে চাদের আলো ! পারে চল, গাহিয়ে সাহাঙ্গ ! ঐদেবেন্দ্রনাথ সেন