পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখাধ্যায়। কচের বর্গপতি ক-রথীর রেখামুৰ্ত্তি। anর করেখা বেত্রের ছড়ি झांप्र्णद्र नभन কতু ( । ) দাড়ি, কভু ( — ) কসি, যেখানে যেমন কণ্ডুর পংক্তিবিদ্যাস । জু-দাড়ি'তে কৰু হয় তাহা আমি জানি । এই লিখিলাম কক দুই দাড়ি টানি। দুই ক বেরো’ল বটে, কিন্তু দুই টানে। তাহাতে আমার মন প্রবোধ না মানে ॥ এক টানে দুই কু বাহির করা চাই। সেটি হয় কি উপায়ে ভাবিতেছি তাই। ভাবিতে ছুবে না আর, হয়েছে উপায়। সাষ্টাঙ্গে নমুক কসি দতিকা’র পায়। L এই দেখ এক টানে দুই ক বোল। আরো ক চাহ কি ? তবে জয়ধ্বজা তোলো ॥ L)ককক্ষ করছে কাক, ফোটে নি কাকাক। ধ্বজা’র মাথায় এবে উড়ক পতাকা । ப কককক কপচার কাগের ছঙিলে। চকিতে কেমন দেখ চারিক বেঙ্ক’ল। চলে যবে লেখনী থামায় কা’র সাধ্য।. থামো রে লেখনী-মণি হ’য়ে না অবাধ্য। লেখনী’র প্রতি । গুনুরে বাচ্ছা বচন হিত। পকতি-ভঙ্গ নহে উচিত।