পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓ8 ̈ सूछल्लष्णैन । [ ৭ম বর্ষ, শ্রাবণ, ১৩১৪ বিলাতের তুলনায় আমাদের দেশের ছেলেদেয় চোখ ভাল। লণ্ডনের ইস্কুলের ৮ হইতে ১০ বছরের ছেলেমেয়ের अर्क्षा श्रृंज्रकङ्गो ৬০জনের চোখের দোষ আছে। মোটের উপর বিগাতে নাকি শতকরা ৩৯জনের চোখ খারাপ —পাঁচকলা দৃষ্টি-কোণে দেখিতে পায় না। বিলাতের তুলনায় এ দেশ এখনও ভাল বটে, কিন্তু এদেশেও আশঙ্কার কারণ আছে। ইস্কুলের চেয়ে কলেজে নিকটসৃষ্টির সংখ্যা বেশী কেন ? একটা, কারণ সহজে মনে হয় । কলেজের ছেলে বেশী পঢ়িয়াছে, ছোট ছোট অক্ষর বেশী দেখিয়াছে। অনেক ছেলে হয় . ক্ষীণ আলোতে, না হয় কেরোসীনের প্রচণ্ড তাপ ও আলোতে পঢ়ে। প্রখর আলোতে পঢ়িতে পঢ়িতে চোখ ক্ষরিয়া যাইবার সম্ভাবনা । কেহ কেহ ঝুঁকিপিডিয়া পঢ়িতে থাকে, 7 মাথায়-চোখে রক্ত বীর । কলেজের কোন কোন যুবক দিনকে রা’ত এবং ੱਚੋਂ দিন করে। দিনের বেলা ঘুমাইয়া গল্প করিয়া কাটায়, রা’ত হইলে শোধ তোলে। কেহ কেহ বিছানায় গুইয়া পঢ়ে। এইরূপ নানা কারণে যে চোখ খারাপ হয়, তাহাতে সন্দেহ নাই। স্বাভাবিক অবস্থার যোগ্য হইয়া আমাদের চোখ সৃষ্ট হইয়াছে। অস্বাভাবিক অবস্থার যোগ্য হয় নাই। অবিরত এক রঙের ছোট · ছোট অক্ষয় দেখা আমাদের পক্ষে অস্বাভাবিক। সৌভাগের বিষয়, নগরী-বঙুল প্রভৃতির ছাপার অক্ষর খুব ছোট করিবার জো নাই। কিন্তু যুক্তাক্ষরের বাহুল্যে ফলে ८झाँ अक्रब्रहै नैॉफ़ॉरेब्रां८छ् । झूइं? श्रक्रब्र, ङिबछे अचंद्र यूङ शहैtग ७क७कü चक्रब्र অত্যন্ত ক্ষুদ্র হইয় পড়ে। তক্ত ক্ষুদ্র অক্ষনের প্রত্যেক অংশ না দেখিলে পঢ়িতে পারা স্বায় না। ওড়িয়া, তেলুগু, তামিল, কালী, যুক্তাক্ষরের একএকটি অক্ষর এত ছোট হয় যে, জানিলেও চোখকে বিলক্ষণ পীড়ন করিতে হয় । हॆश्झां नैौ छ्ांश्itद्म एषझ.निनि श्रद्विषांश् एषांबांग्लानि আদর্শ হইতে পারে না। ইংরাজীতে যুক্তাক্ষর নাই । সব অক্ষর পৃথকৃ পৃথক্ ছাপিতে হয়। যদি চোখের প্রতি মায়া থাকে,তাহ হইলে ছোট অক্ষর ত্যাগ করিতে হইবে । কোন কোন গ্রন্থপ্রকাশক বহির দাম সন্তা করিতে গিয়া পাঠককে সস্তার তিন অবস্থায় ফেলেন । অক্ষর ছোট, কাগজ পাতলা, কালী ফিক, ছাপা ভাঙা ইত্যাদি নানা দোষ সস্তার বহিতে দেখা যায়। এ বিষয়ে মাহনের বহি চিরবিখ্যাত । শাদা চক্‌চকো কাগজে,চকৃচক্যে কালীতে ছাপা বহিও চোখের অনিষ্ট করে। সেকালে হলন্তে কাগজে পুথী লেখা হইত। বেশ ব্যবস্থা ছিল। হাতের তৈয়ারী কাগজ ছিড়িতে জানিত না, হরিতালের গুণে পোকা লাগিত মা, কজ্জলের গুণে দেশী কালী হলদ্যে কাগজে বেশ মানাইত, কখনও ফিক হইত না । অঙ্গারঃ শতধোঁতেন মলিনত্বং ন মুঞ্চতি । কেবল ধোঁয়াতে নহে, গ্রীষ্মপ্রধান দেশের প্রখর আলোতেও মলিনত্বং ন মুঞ্চতি। দেশী কালীর এই মস্ত গুণ । তার উপর অক্ষর গোটা-গোটা, পঢ়িতে কোন কষ্ট নাই। বাঙলাদেশে প্রচলিত অধিকাংশ বাঙলা झांनीब्र अकब जक्र । हेश अtनक्र औडैनौ । ছাপাখানার অক্ষর মোট ও দেখিতে সুন্দর ৷ যাহার বালকবালিকার পাঠ্যপুস্তক প্রকাশ করেন, পুস্তকের ছাপার দিকে মনোযোগ করা তাহাজের কর্তব্য । 1 * * ৰাঙলায় কতকগুলি ছেলেভুলাল হাসি