পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సినీ 8 বঙ্গদর্শন। {.৭ম বর্ষ, শ্রাবণ, ১৩১৪ তিনি যখন বিষয়ভার কুমারের হস্তে দিয়া কাশীবাস করিতে উদ্যত হইয়াছিলেন, তখন জেলার মাজিষ্ট্রেট কলেক্টর রডাক্সাহেব বর্ষার সময় জলপথে পুটিয়ায় আসিলেন। ইংরেজীনবীশ রাজকৰ্ম্মচারীরা কেহ সদরে উপস্থিত ছিলেন না। তজ্জন্ত মহারাণীমাতার তরফ হইতে সাহেবকে বোটু হইতে সম্বৰ্দ্ধন করিয়া জানার ভার আমার উপর পড়িল । মা আমার প্রতি বিশেষভাবে আজ্ঞা করিলেন, সাহেবের সঙ্গে দেখা হইলে আমি যেন তাহার নামে বলি যে, কুমার প্রায় প্রাপ্তবয়স্ক হইলেন। এ অবস্থায় তিনি যদি চেষ্টা করিয়া কুমারের ‘ হস্তে ষ্টেটু অৰ্পণ করাইয়া মহারাণীকে বিষয়ভার হইতে মুক্ত করেন, তবে তিনি বড় উপকারবোধ করেন। তাহা হইলে যেখানে ইচ্ছা গিয়া ধৰ্ম্মচর্চা করিতে পারেন। বলিলেন, “তুমি বেশ গুছাইয়া সব বলিও, + + ফলত দেখিও, আমায় যদি মুক্ত করিতে পার।” তাহার নিকট আর একদিন শুনিয়াছিলাম, পূৰ্ব্বে গঙ্গাস্নানে গেলেও -কালেক্টরসাহেবকে বাঙলায় আরজী লিখিয়া যাইতে হইত। একবার দেশ হইতে ফিরিয়া গিয়া দেখি, মহারাণীমাতার বসিবার ঘরে আর্টস্কুলের নূতন কতকগুলি ছবি টাঙানো রহিয়াছে । মদনভষ্মের মূৰ্ত্তিও ছিল। দেখিয়া মাত বলিতেছিলেন, শিবকে যেন গুলিথোর করিয়া আঁকিয়াছে ! আমি আমাদের অধ্যাপক পণ্ডিত তারাকুমার কবিরত্ন মহাশয়ের জ্যেষ্ঠভ্রাতা ৮কালীকুমার চক্রবর্তী মহাশয়ের চিত্রিত অপূৰ্ব্ব হরসম্মোহনমূৰ্ত্তির কথা তুলিলাম। তেমন সুন্দর চিত্ৰপট দেশীয় শিল্পী কেহ লিখিতে পারেন, ন দেখিলে বিশ্বাস করা যায় না । কুমারসম্ভবের তৃতীয়সর্গ যেন মূৰ্ত্তিমান হইয়া তাহার সমস্ত গৌরবে এবং সৌন্দর্য্যে সেই ক্ষুদ্র আলেখ্যটিতে ফুটিয়া উঠিয়াছে। শুনিয়া মহারাণী তাহার সম্বন্ধে ঔৎসুক্যের সহিত অনেক কথা জিজ্ঞাসা করিলেন । এই চিত্ৰপট আমি কবিরত্নমহাশয়ের কলিকাতাস্থ বাসস্থান তদানীন্তন ২৫নম্বর বেনিয়াটোলার গৃহে দেখিতাম । পুজনীয় আচার্য্যকে যতবার প্রণাম করিতে যাইতাম, অনিমেষনেত্রে দুইদণ্ডকাল সে ছবি না দেখিলে আমার তৃপ্তি হইত না । ঐক্রশচন্দ্র মজুমদার । গৌড় কাহিনী পৌণ্ডবৰ্দ্ধন । হিমালয়ের দক্ষিণে, পদ্মাবতীর উত্তরে, কামরূপরাজ্যের পশ্চিমে এবং মিথিলার পূৰ্ব্বে যে জনপদ দেখিতে পাওয়া যায়, তাহারই পুরাতন নাম—পৌণ্ডবৰ্দ্ধন। এক সময়ে তাহার নাম ভারতবর্ষের সকল স্থানেই সুপরিচিত ছিল। পুরাতন সংস্কৃতসাহিত্যে এখনও তাহার পরিচয় প্রাপ্ত হওয়া যায় । এই রাজ্য শিক্ষা ও শিয়বাণিজ্যের জয় বিখ্যাত হইয়া উঠিয়াছিল। শিল্পের মধ্যে কৌষেয়বস্ত্রশিল্প বিশেষভাবে উল্লেখযোগ "