পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থসংখ্যা 1, . গ্রন্থ-সমালোচনা । १०s विशl, बूकि, वन, cत्रह, यां*, वण, 峰 নিযুক্ত যেখানে পরার্থে কেবল ; সেই পুণ্যভূমি, ধন্য সেই জাতি, শক্তি স্বপ্রসন্ন সে জাতির প্রতি । ২ । দ্বিতীয় পুস্তকখানিতে আর একরূপ বিড়ম্বন । গ্রন্থের নাম ষোড়শী। প্রভাতকুমার মুখোপাধ্যায় প্রণীত। তা ষোড়শী আমার কাছে কেন ? এইরূপ কৈফিয়তের উত্তর দিবার জন্তই যেন ভূমিকার প্রথমেই গ্রন্থকার লিথিয়াছেন—এই গ্রন্থে আমার ষোলটি গল্প প্রকাশিত হইল, তাই ইহার নাম - রাখিলাম "ষোড়শী”। আমরা কিন্তু ৰোধ কুরি, অশ্লী- • লতানিবারণী সভার হস্ত হইতে নিস্কৃতিলাভের জন্ত, গ্রন্থকার এইরূপ চতুরতা করিয়াছেন। সমস্ত গ্রন্থের অধিকাংশই ষোড়শী, রূপসী লইয়া ঘটনাগ্রন্থন। ষোলটি গল্পের আটটিতে ষোড়শই “জান” । দলিলি প্রমাণ দেখাইয়া , দেওয়াই ভাল । ১ম গল্প ( ১ম পৃষ্ঠায় শেষ ছত্ৰে ) “গৃছে ষোড়শী স্ত্রী রছিয়াছে”। এই ষোড়শীকেই ॐशंद्र शांमैौब्र कूब्रि कब्रांब शम । भग्न डाण ; লেখা বেশ । ৩য় গল্প ( ৪ পৃষ্ঠায় ) “স্তরঙ্গিণী সপ্তদশবর্ষীয়া যুবতী”। বৈচিত্র্যের জন্ত বোধ হয় একবৎসর বাড়ান হইয়াছে । ৫ম গল্প (৮৬ পৃষ্ঠায় ) “এই বয়সেই বেচারি বিদেশে স্বামিৰয় করিতে জাসিয়াছে।” কোন বয়সে, তাও কি জায় বলিতে হয় ? ७* श्रम ( ०२s शृ*ांइ) चांभैौब *कि इष শুনিবার জন্ত চতুর্দশবর্ষীয় বালিকা ব্যাকুল रद्देश जेठैण " ययात्र इञ्जीि कम। ৭মগরের প্রথমেই হারাধন চট্টোপাধ্যায়ের 鬱 প্রতিমার মত কস্তা মনোরম পনেরো বৎসরের বেলায় বিধবা হইয়া গেল।” কাজেই পরবৎসর ষোড়শী বিধবা । গল্পের শেষ কথাগুলি শুনিলেই বুঝিবেন, ব্যাপার কি ? “কলিকাতায় বিদ্যাসাগরমহাশয় স্বয়ং উপস্থিত প্লাকিয় বর ও কন্যাকে আশীৰ্ব্বাদ করিলেন।” এই গল্পের সমালোচনা গ্রন্থকার নিজেই করিয়াছেন, তিনি বলিয়াছেন, “শশীর পিতামাতা বড় অদুরদর্শী। • • • • ইহাদের নিভূত সাক্ষাতের অবসর দেওয়া অবগুই তাহাদের উচিত ছিল না।” আর তাহার কলুগিল্পী এইরূপ সাক্ষাতের পরিণাম (বিধবাবিবাহ ) লক্ষ্য করিয়া বলিয়াছে—“কলিকালে আবার ধৰ্ম্ম আছে, না নিষ্ঠে আছে। • • • যে আগুনে হাত দেবে, সে নিজেই পুড়ে ময়ূরে।” আমাদেরও সমালোচনা উহাই । আর খতিয়ান করিব না । এখন জিজ্ঞাসা করি, কেন তোমরা কুমারী, সধবা, বিধবা, বহুধবা ( ‘সচরিত্র’ গল্পে গ্রন্থকার তাঁহাদেরও ছাড়েন নাই ) ষোড়শী লইয়া কারকারবার করিবে ? এখন বুড়াবয়সের দোষে এইরূপ প্রশ্ন উত্থাপন করিতেছি, তাহা নৰে । ভোর যুবত্বসময়ে বঙ্কিমবাবুকে বলিয়াছিলাম, বিষ্টর হুগো যেমন নাণ্টী ধীতে একটি মাতৃছবি দিয়াছেন, আপনি কেন সেইরূপ কিছু দেন না ? সতীশবাবুর মা একটুকরা কমলমণুিকে পাইয়া আমাদের ত আশা মিটে না । दकिमबांबू कांर्षीउ ८कांन उंखब्र cनन महेि । কিন্তু তাহার পরে, • তোমরা অনেকেই দেখিতেছি গল্প লিখিতে অগ্রসর } “ষোড়শী’র গ্রন্থকার প্রভাতবাবু (বড় দুঃখের বিবর cष, ॐांशंक চিনি না ) বেশ