পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] . ' ਸੋ আরও কৰিবেন, অনেক প্যাচ ঘুরাইবেন। সার জর্জ ক্যাম্পবেল বলিয়াছিলেন – Law or to law the zemindar can do much without law or against law oënto গবxৈন্টের ভাই ধারণা। সুতরাং গবমেন্ট যদি বিশ্বাস করেন যে, জমিদারকে আইনে -জ্ববিদ্ধ করা অসম্ভব বা কঠিন, তাহা হইলে জমিদারীস্বত্ব পাকে-প্রকারে উঠাইয়া দিবেন। এইরূপ ধ্যবস্থা যে এখানেই প্রথম হইবে, তাহা • নহে। ইউরোপে নানা দেশে জমিদারের স্বত্ব জমিদারের ইস্ত হইতে লইয়া প্রজাকে দেওয়া হইয়াছে। বঙ্গদেশে আইনের ভবিষ্যতে যে পথে যাইবার আশঙ্কা আছে, এই প্রবন্ধুে তাহার কতকটা সুচনা করিব। ১ । উদ্ধার অর্থাং প্রজাকর্তৃক জমিদারের স্বত্বখরিদ –গবমেণ্ট যখনই বঙ্গদেশে প্রজাসম্বন্ধে কোন ব্যবস্থা কুরিবার সঙ্কল্প করেন, তখনই একটি দূরবত্তী দ্বীপের প্রতি তাক ইয়া থাকেন। গবমেন্ট ভূস্বত্বসম্বন্ধে আঁয়লণ্ডের ইতিহাসে যে শিক্ষালাভ করিয়াছেন, বঙ্গদেশে তাহ প্রয়োগ করা যাইতে পারে, তাহ মনে করেন। আয়লণ্ডের ১৮৬০ সালের আইন অনুসারে জমিদারের সহিত প্রজার সম্বন্ধ চুক্তিমূলক fo own. Tito Landlord and Tenant Act ștal sè চুক্তিশক্তিকে ছঞ্জল করা হয়। বঙ্গদেশের ১৮৮৫ সালের খাজনার আইনে ১৭৮ ধারায় বঙ্গীয় প্রজাকে চুক্তির . গ্রাস হইতে রক্ষণার্থ বিধান হয়। আয়লণ্ডের ১৮৭ সালের আইনে,প্ৰজা জমিদারের স্বত্ব খরিদ করিতে পারিবে, এবং গবমেন্ট ইহার জন্য প্রজাকে টাকা কার্জ দিবেন, এইরূপ विषनिरञ ? ७द९ ०४४० नागब्र आहेन বঙ্গের জমিদার। -জমিদারের স্বত্বক্ৰয়করণপক্ষে প্রজাগণের ১৯ আরও সুবিধা করিয়া দেওয়া হয়। " সুতরাং বঙ্গদেশে জমিদার ও প্রজার সম্বন্ধ ভবিষ্যতে ভাল ন হইলে, খুব সম্ভব যে, প্রজা জমিদারের স্বত্ব খরিদ করিতে পারিবে, এইরূপ বিধান হইবে। তবে ri೮ জমিদারগঞ্জ ক্ষমতাশালী এবং বঙ্গদেশের জমিদারগণ দুৰ্ব্বল হওয়ায়—আয়লঞ্চের জমিদুরব্লিগের অপেক্ষা লঙ্গদেশের জমিদারদিগের পক্ষে সর্তগুলি অসুবিধাজনক হইবে। 象 ইংলণ্ডের জমিদারগণেরও স্বত্ব খরিদ্র করিয়া লওয়ার কথা মধ্যে মধ্যে উঠে। জমি কাহারও নহে, জমি সমুদয় দেশের লোকের, জমি ক্রয় করিয়া সমুদয় দেশের লোকের মধ্যে ঐ জমি হায়ত বিভাগ করিয়া দেওয়া কৰ্ত্তব্য-এই মত পোষণ করিয়া বড় বড় বহি লেথা হইয়া থাকে। এই সকল লেখকের মধ্যে জে. ম্যাক্ডনেল (J, Macdonell O on the Land Question ) arī psiঞ্চিৎ সহজ উপায় উদ্ভাবন করিয়াছেন। তিনি বলেন, জমিদারকে কেবলমাত্র তাহার ভাবী উত্তরাধিকারীর স্বত্বে মূল্য ধুরিয়া দিয়া, জমিদারের মৃত্যুর পর গবঘুেটি তাহার জমিদারি লইলে, ক্ষতিপূরণ জন্ত অশোকন্তু কম টাকা দিয়া গবমেন্ট জমিদারীস্বত্ব খনি করিতে পারেন। কিন্তু জমিদার স্বত্বসমুদয় খরিদ, . করিয়া দেশের লোকের মধ্যে ব্রিভাগ্র করিলে ১ কোন সুবিধা হইবে না, তাহ অধ্যাপক ফসেট । ( Fawcett ) প্রভৃতি ধনতত্ত্ববিদগণ প্রাঞ্জল ভাবে প্রদর্শন করিয়াছেন।" এবং ঐ কথাটা" এখন একপ্রকার চাপা গড়িয়াছে। জে. হেক্টর (J. fetor on Rail