পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] গৰমেণ্ট এই ব্যবস্থা করিতে পারেন যে, জমিদার যে সকল জমি নিজে খসে আবাদ কীরিবেন, অর্থাৎ প্রাচীন হিন্দুরাজত্বসময়ে সঙ্গতিসম্পন্ন বৈশু কৃষকগণ যেরূপভাবে ভূক্ষিণ করিয়া দেশের ধর্মবৃদ্ধি করিতেন, ঐরূপভাবে যে সকল জমি জমিদার কর্ষণ করিবেন, তাহাই তাহার দখলে থাকিবে, অবশিষ্ট জমি প্রজ ইচ্ছা করিলে উদ্ধার করিয়া লইতে পারিবে । ৩। ক্ষুদ্র ক্ষুদ্র বিধান।—শান্ত্র অধিকদুর না গিয়া গৰমেণ্ট এইরূপ ব্যবস্থা করিতে পারেন যে, খাজনামাত্রই মনিঅৰ্ডারযোগে দেয় হইবে, এবং খাজনার, পরিমাণ বা জঙ্কুির স্বত্বসম্বন্ধে জমিদারের কোন আপত্তি থাকিলেও তিনি ঐ টাকা লইয়। রসিদ দিতে বাধ্য হইবেন । কিন্তু ঐ মনিঅৰ্ডারে স্বত্ব-হিসাবাদিসম্বন্ধে যে সকল কথা প্রজা লিখিবে, তাহার দ্বারা জমিদার কোনরূপে বাধ্য হইবেন না। ইহাতেও যদি গবমেন্টু মনে করেন যে, অনেক জমিদার পীড়ন করিয়ু রায়তকে উচ্ছেদ করে, তাহ চুইলে গবমেণ্ট এমন আইন করিতে পারেন যে, জমিদার বাকী-খাজনার ড়িত্নীজারিতেও প্রজাকে, একেবারে উচ্ছেদ করিতে পারিবেন না, কেবল যে কয়েক বৎসরের খাজনা বাকী পড়িয়ছে, সেই কুয়েক বৎসরের দ্বিগুণ বা তিনগুণ বৎসরের জন্ত ঐ জমি জমিদার খাস করিয়া লইতে পারবেন। এবং ঐ জমি চাৰ করিয়া তাহার মুনাফাদ্বারা' হাল-বকেয়। খাজনা শোধ করিয়া, লইয়া । রায়তকে ঐ জমি ফেরত দিতে বাধ্য হইবেন। বর্তমান পাণ্ডুলিপ্লিতে বিধান আছে, যে সকল ভাল জমিদার তাহাদিগের আদায় বঙ্গের জমিদার। তহশলের কাগজ, অর্থাৎ আয়ের হিসাব ९: সরকারী কৰ্ম্মচারিগণকে দেখাইবেন, এবং যাহাদিগের জমিদারীতে, সরকারী জরিপজমাবন্দী হইয়া রেকর্ডস অর রাইটস্ অর্থাৎ ভূস্বত্ব লিপিবদ্ধ হইয়াছে এবং যে সকল জমিদার খারিজ দাখিল ও স্বত্বের অন্তান্ত যাহা-কিছু পরিবর্তন হইবে, তদনুযায়ী সেরেস্তার কাগজ • ংশোধন করিত্বে থাকিবেন, সেই সকল জুমিদারকে খাজনার নালিশে সরাসরি বিধানের সুবিধা প্রদত্ত হইবে। এখন আয়ের হিসাব দেখানর বিধান হইতেছে, পরে জমিদারগুণুের_ ব্যয়ের হিসাব দেখানর বিধান প্রকারাস্তরে কি হইতে পারে না ? * 始 像 আজকাল কোন কোন জমিদার স্বেচ্ছায় স্বস্ব জমিদারি “কোর্ট অব ওয়ার্ডসের” অধীন করিতেছেন , ইহার মধ্যে কেহ বা “রাজা”“স্যার”-উপাধিধারী আছেন। আমি কয়েকবৎসর পূৰ্ব্বে লিখিয়াছিলাম যে, গবমেণ্ট জমিদারগণকে গবমেন্টের অধীন করিবার জন্ত প্রথমে কোর্ট-অব-ওয়ার্ডস অ্যাক্ট কিছু পরিবর্তন করিবেন এবং “Disqualified” এই শব্দটার অর্থ বিস্তৃত করিবেন। তাঁহাই ঘটয়াছে। জমিদার ক্ষিপ্ত বা নাবালক বা স্ত্রীলোক নু হইলে, ইচ্ছা কুৰিলে-আপনাকে - ജ്Disqualified actis afaātā'ifasso অনুপযুক্ত এইরূপ বিবেচিত করিতে পারেনু । কোর্ট-অবংওয়ার্ডস অ্যাক্ট সংশোধন করিয়তাথুর ও ধারা ও প্রকরণে এইরূপ ব্যবস্থা" করা হইয়াছে । এই গেল স্বেচ্ছার কথা । জমিদাৰুের অনিচ্ছয়ও তাহকে অবস্থাবিশেষে অমুগ্ধযুক্ত ঘোষণা • করার জন্ত ব্যবস্থার ज९...ो५भै झ्हेब्रुक्क । সুতরাং cर्दछ्ॉम्ल-पञनि