পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 বঙ্গদর্শন । , [ ৭ম বর্ষ, বৈশাখ, ১৩১৪ । डेब, কতক যায় বারিষ্টার-উকিল-মোক্তারের ঘরে, আর কতক যায় ধূৰ্ত্ত নায়েব ও গোমস্তার করকমলে, আর কতক যায় কোর্ট-ফি, ষ্ট্যাম্প ইত্যাদি-আকারে গবমেণ্টের ঘরে। আর এক শ্রেণীর নাম করি নাই। তাহার মধ্যস্বত্ববান। এতগুলি জোক যদি একটা দেহের রক্তশোষণ করে, তাহা হইলে সেই দেহে শোণিতদারিদ্র্য ও ক্ষীণতা কেন না হইবে ? “Home-charges”ziei “bleediug” রক্তমোক্ষণ লইয় আমাদের স্বদেশী প্রভৃগণ "বিদেশী শ্বেতপ্রভৃগণের নিকট কাদিয়া আকুল । এই স্বদেশী প্রভৃগণের মধ্যে যে সকল জমিদার আছেন, তাহারা কি কখন ভ্ৰমেও মনে করেন না মে, কি “রডিং"ট তাহাদিগের দেহে অবিরাম হইতেছে। এই রক্তনিঃস্রাবসত্ত্বেও যে জমিদারকুল আজও একেবারে বিনষ্ট হন নাই, তাহাতেই তাহাদিগকে ধন্ত বলিতে হয়। র্যাহারই বঙ্গদেশের জমিদারীপরিচালনবিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, তিনিই জানেন, জমিদারের আয় বাহিরে থাকিয়া যদিও অধিক বোধ হয়, মামলা-মোকদম, সরঞ্জামিখরচ ইত্যাদি বাদ দিল তাহার প্রকৃত খাট মুনাফ অতি কম হইয়া যান এবং বাহিরের আড়ম্বর ও ঠান্ট- মন্ত্র রাখতে অনেকসময় তাহাকে ঋণে জড়িত হইতে হয়। নদীয়াজেলায় ইদানীং ফে. কয়েকটি জমিদারের অভু্যদয় হইয়াছিল, ক্টায়ুদিগেরখংশধরগণের মধ্যে অনেকেই এক্ষণে দরিদ্র, কেহ কেহ সামান্ত চাকুরীর জন্ত লালাস্থিত। অন্তান্ত জেলুয়েও অনুসন্ধানে জানা যায়, অনেক জমিদারের অবস্থা শোচনীয়,জমিদারী গুরু ঋণভাৱে আঁক্রান্ত। j * কেন নিজেদের এরূপ দুর্দশ ; জমিদারগণ কি তাহ স্থিরভাবে চিন্তা করিয়া থাকেন ? তাহার প্রতিকারের জন্ত কি র্তাহারা কখন সমবেত চেষ্টা করিয়াছেন ? গৰমেণ্টের ,अडिथांब शङहे उन इंडेक না কেন, দীনৰ্বাধী কৃষকবৃন্ধের অবস্থা উ করিবার চেষ্ট যতই প্রশংসনীয় হউক না কেন, গবমোট বঙ্গদেশের জমিদারগণকে হীন ও দুৰ্ব্বল করিয়া নিজের অজ্ঞাতসারে দেশের অনিষ্ট করিতেছেন, এবং প্রজাকে রক্ষা করিতে গিয়া কেবল জমিদার ও প্রজাগণের মধ্যে অসদ্ভাব, ' বিবাদ ও মামলা-মোকদ্দমার বৃদ্ধি করিতেছেন | গবমেণ্ট যদি দূরদর্শী হইতেন, তাহা হইলে বঙ্গদেশে জমিদারগণকে দুৰ্ব্বল না করিয়া নিজের দৃষ্টান্তের সংশিক্ষার দ্বারা জমিদারগণের হৃদয় উচ্চভাবে প্রণোদিত করিয়া তাহাদিগকে আরও সবল করিয়া তুলিতেন এবং র্তাহাদিগের হস্তেই দেশের সুশাসনের ভার প্রচুরপরিমাণে অর্পণ করিতেন। গবমেণ্ট খাসমহালে যেরূপ কঠিনভাবে নিজের থাস, জ্বমিদারি পরিচালনা করেন, তাহ আদর্শস্থল নহে। জমিদারদিগের সম্বন্ধে যে Sun-set Law করিয়া রাখিয়াছেন, তাহাতেও জমিদাসের সুখদু:খের সহিত বিশেষ সহানুভূতি প্রকাশ পায় না। সূক্ষ্মভাবে বঙ্গে ইংরেজগবমেণ্টের জমিদারীপ্রণালী আলোচনা করিলে, —ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাডমিন্সটেশন ভাল করিয়া । .প্রথম হইতে শেষ পর্য্যন্ত অনুধাবন করিলে মনে হয়, যে বণিকৃবৃত্তি লইয়া গবমেণ্ট প্রথমে রাজত্ব করিতে আরম্ভ করিয়াছিলেন, দীর্ঘকালের চেষ্টাতেও তাহা পরিহার করিতে পারেন নাই ; বরঞ্চ এদেশে প্রাচীন জমিদারবংশের ভিতর যে একটা উচ্চ আদর্শ ছিল, প্রজার