পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] گیتار তাছার বিশ্বাস ছিল । o সুতরাং দেখা যাইতেছে, যে সময়ে হেলমণ্টের স্তায় বৈজ্ঞানিকগণ তর্কজাল বিস্তার করিয়া বিজ্ঞানজগতে আধিপত্য করিতেছিলেন, তখন.সে বিজ্ঞানের কোন কথাই সত্য বলিয়া গ্রহণ করিবার মত ছিল না। যে দুইএকজন বৈজ্ঞানিক স্বতোজননের বিরোধী ছিলেন, হেলমন্ট প্রমুখ বৈজ্ঞানিকদিগের উচ্চ কোলাহলে তাহাদিগকে নির্বাক্ হইয়া থাকিতে হইয়াছিল । .. স্বতোজননবাদিগণের এই প্রাধান্ত কতকাল হইতে চলিয়া আসিতেছিল,"তাহ ঠিক করিয়া বলা কঠিন। তবে সপ্তদশ শতাব্দীর শেষকালে বিখ্যাত ইটালিয়ান্‌ বৈজ্ঞানিক রেডিzitzęą ( Francesco Redi ) GF REবাদের বিরুদ্ধে দাড়াইলে যে ঐ দলের অধঃপতন হইয়াছিল, তাহা নিশ্চিত । রেডিসাহেব একখণ্ড মাংস ও একখানি স্বক্ষবস্ত্র হাতে করিয়া বৈজ্ঞানিকসমাজে উপস্থিত হইয়া বলিয়াছিলেন, তিনি কেবলমাত্র ঐ দুটি জিনিষের সাহায্যে স্বতোজননবাদিগণের সিদ্ধাস্তের ভ্রম প্রতিপন্ন করিবেন। মাংসখণ্ডটিকে একটি পাত্রে রাখিয়া, তাহার মুখ ঐ সুক্ষবস্ত্রদ্বারা আবৃত করা হইল । মাংস গলিত হইয়া গেল, কিন্তু তাহাতে কীট উৎপন্ন হইল না । এই সহজ পরীক্ষায় বৈজ্ঞানিকসাধারণ বুঝিলেন, গলিত মাংস হইতে পোকা অাপনা হইতে উৎপন্ন হয় না। নানাজাতীয় মক্ষিক বাহির হইতে আসিয়া মাংসের উপর অণ্ডপ্রসব করিলে, তাহ হইতেই কীট উৎপন্ন নানাজাতীয় মৎস্তাদি উৎপন্ন করে বলিয়া • ৩২৭ হয়। স্বতোজননবাদিগণ এই পরীক্ষায় নিবাকৃ হইয়া পড়িলেন। আমরা যে সময়ের কথা বলিতেছি, তখন অণুবীক্ষণযন্ত্রের উদ্ভাবন হয় নাই । রেডিসাহেবের মৃত্যুর অনেকদিন পরে, বস্ত্রাবৃত পারে গণিত মাংস অণুবীক্ষণবস্থার পরীক্ষা করিয়া দেখা গিয়াছিল, নক্ষিকার গমনাগমন রোধ করার মাংসে বড় পোকা জন্মিতে পারে নাই বটে, কিন্তু তাহতে ছোট ছোট আণুবাক্ষণিক কাটের অভণ নাই । স্বতোজননবাদিগণ আ৭iর এক সুযোগ পাইয়া গেলেন । তাহার। দল ধtiধয় বণিতে লাগিলেন, বাহিরের কjটাদি হ হ ত কথনো মাংসের কীট উৎপন্ন হয় না, নচেৎ বস্ত্রখণ্ডদ্বারা পাত্রের সহস্ৰ-সহস্ৰ ক্ষুদ্র কাটদ্বারা মাংস আচ্ছন্ন হু হয়। পড়িবে কেন । কিন্তু রেডির শিষ্যগণ আবার শীঘ্রই স্বতোজননবাদিগণের কণ্ঠরোধ করিয়াছিলেন। " ইহার মাংসখণ্ডটিকে কিছুকালের জষ্ঠ ফুটন্ত জলপুর্ণ পাত্রে রাখিয়া, ঐ অবস্থায় পাত্রের মুখ গণিতধাতু বা কাচদ্বার। দৃঢ়ভাবে আবদ্ধ করিয়া দিয়াছিলেন । পরামণয় দেখা গেল, মাংসখণ্ডে ক্ষুদ্রধৃহৎ কোনপ্রকার কাটই উৎপল্প হইল না । গণিতমাংসস্থ কাটগুলি যে স্বতোজননজাত জং নয়, এই পরীক্ষায় নিঃসংশধুে প্রতিপন্ন হইয়া গিয়াছিল। রেডির শিষ্যগণ পুৰ্ব্বোক্তপ্রকার নানা পরীক্ষায় যখন স্বতোজননবাদের মুলচ্ছেদের উদ্যোগ করিতেছিলেন, সে সময় জৈবপদার্থের পচনসম্বন্ধে একটি মতবাদ প্রচলিত ছিল । প্রসিদ্ধ বৈজ্ঞানিক বুফন ( Buffon )-সাহেব এই মতবাদের প্রতিষ্ঠাতা । ইনি বলিতেন, মুখ আবদ্ধ রাখলেও