পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] , জম্মতত্ত্ব। లీన్స్టీసీ অধিককাল স্থায়ী হয় নাই। সুপ্রসিদ্ধ ফরাসীপণ্ডিত পাষ্টরূ-( Pasteur )-সাহেব নানাজাতীয় কাঁটাগু ও জীবাণুর (Yeast ) অদ্ভুতকার্য্যের কথা প্রচার করিলে, তাহাদের দলের আবার নুতন করিয়া অধঃপতন আরম্ভ হইয়াছিল। পাষ্ট্যাহেব লিবিগের সিদ্ধান্তের প্রতিবাদ করিয়া বলিতে লাগিলেন, দুগ্ধ ও চিনির দধি ও মস্তে পরিবর্হিত হওয়া বা মৃত জীবদেহের পচনব্যাপার অক্সিজেনের কার্য্য নয়। আকাশের বায়ুতে সৰ্ব্বদাই নানাজাতীয় অতি সুহ্ম জীবাণু-ভাসিয়া বেড়াইতেছে, এইগুলি যখন মৃত জীবদেহকে আশ্রয় করে, তখন সাধারণজীবের দ্যায় তাহারা বংশবৃদ্ধি করিয়া মৃতদেহটিকে গলিত করিয়া তুলে । দধি ও মস্তের উৎ পত্তিও জীবাণুর কাজ। দুগ্ধের দধিবীজ ও চিনি বা দ্রাক্ষারসের কিথ সেই জীবাণু ব্যতীত আর কিছুই নয়। ঐ সকল জীবাণুর কয়েকটিমাত্র দুগ্ধ বা শর্করায় আশ্রয়গ্ৰহণ করিয়া সমস্ত জিনিষটাকে আচ্ছন্ন করিয়া ফেলে, এবং তাহারাই উক্ত জিনিবগুলির রাসায়নিক পরিবর্তন আনয়ন করে। পাষ্টব্‌সাহেব সুকৌশলে বায়ুস্থ সমগ্র জীবাণুকে নষ্ট করিয়া সেই বায়ুর ভিতরে মাংস ইত্যাদি পচনশীল পদার্থ রাখিয়াছিলেন। মাংসের অণুমাত্র বিকার দেখা যায় নাই । যে সকল ব্যাপার অবলম্বন করিয়া প্রাচীন দল স্বতোজননের উদাহরণ দিতেন, পাষ্টর সাহেব পূৰ্ব্বোক্তপ্রকারে নানা পরীক্ষায় একে একে প্রত্যেকটিরই নানা গলদ আবিষ্কার করিয়াছিলেন। ইহা হইতে স্পষ্ট বুঝা গিয়াছিল, সেগুলি কোলক্রমেই স্বতোজননের উদা হরণ নয়। স্ত্রীপুসাহায্যে সাধারণজীব যেপ্রকারে জন্মগ্রহণ করে, ঐ সকল স্থলে অবিকল সেইপ্রকারেই তাহাদের বংশবিস্তার হয় । «t?#fR ( Hastian ) g•tC5oea ( Pouchet ) নাম পাঠক অবস্থই শুনিয়াছেন। ইহাদের দু’জনেরই গত শতাব্দীতে খুব বড় বৈজ্ঞানিক বলিয়া খু্যাতি ছিল। পাটক্সাহেবের আবিষ্কারসমাচার প্রচারিত হইলে, তাহার খুটিনাটি নানা বিষয় লইরা উহার ভুল দেখাইবার চেষ্টা করিয়াছিলেন। এই সময়ে স্ববিখ্যাত বৈজ্ঞানিক টিল্ডালু (Tyndal )সুাহেব পাষ্টব্‌সাহেবের সহিত যোগ দিয়াছিলেন, এবং ইহাদের সমবেত চেষ্টায় বাষ্টিস্থান প্রভৃতির সকল যুক্তিতর্ক খণ্ডিত হইয়া গিয়াছিল। ইহার পর স্বতোজননবাদিগণের অধঃপতন চরমসীমায় উপনীত হইয়াছিল, অদ্যপি তাহা হইতে আর উদ্ধারের সুশো দেখা যাইতেছে না । বার্ক-( Burke )-নামক জনৈক ইংরাজ বৈজ্ঞানিক স্বতোজনন প্রত্যক্ষ করিয়াছেন বলিয়া একটা সংবাদ আজ দুইবৎসর ধরিয়া শুনা যাইতেছে। এই সংবাদ নানা বৈজ্ঞানিকসমাজে পৌছিলে, বার্কসাহেবের পরীক্ষার আমুল বৃত্তান্ত জানিবার জন্য জীবতত্ত্ববিদমাত্রেই ব্যগ্র হইয়া পড়িয়াছিলেন । শেষে জানা গিয়াছিল, • মাংসের স্বপে রেডিয়মূধাতুর ( Radium ) গুড়া ছড়াইয়া দেওয়ায়, দুইদিনের মধ্যে নিজীব স্বপে কতকগুলি জতি সুগ্ম সুহ্ম বস্তুর স্বষ্টি হইয়াছিল ; এবং ক্রমে বড় হইয়া পড়িলে সেগুলিকে সাধারণ-জীবাণুর छांब्र दिथlदिङख् रुई८ङ cमृथां श्रिीब्रांझिल । किख }প্রকারে বিভক্ত ওয়ার পর তাহরেশন