পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Roboe বঙ্গদর্শন । [ ৭ম বর্ষ, অগ্রহায়ণ,১৩১৪ নহে ; স্বাভাবিক প্রত্যাশা আত্মীয়গণের মনে দীর্ঘকাল অধিকার করিয়া থাকে, সুগ্ৰীবের এই আচরণ এত গৰ্হিত হইয়াছিল, ষে বালীর স্তায় উদার হৃদয়ে তাহ অসহ হইয়াছিল,— তিনি এই অপরাধ কোনক্রমেই ক্ষমা করিতে পারেন নাই, প্রতিহিংসার উত্তেজনায় তিনি হিতাহিত জ্ঞানশূন্ত হইয়া - রুমাকে গ্রহণ করিয়াছিলেন–কিন্তু এই কাৰ্য্য নিতান্ত অসঙ্গত হইলেও তিনি হীন-লালসার উত্তেজনায় এরূপ করিয়াছিলেন, বলিয়া বোধ হয় না, তারার প্রতি তাহার যে প্রগাঢ় ভালবাসা ছিল—তাহাতে সেরূপ লালসা তাহার চরিত্রে • সঙ্গতি লিখিব । বালী এই কথা কাহাকেও বলেন নাই, ভ্রাতার এই কাৰ্য্য তাহার হৃদয়ে গভীর ঘৃণা ও প্রতিহিংসা বৃত্তির উদ্রেক করিয়াছিল, কিন্তু তিনি লজ্জায় এ কথার উল্লেখ করিয়া স্বীয় কার্য্যের সমর্থন করিতে চেষ্টা পান নাই, রামচন্দ্র ধনু তাহাকে কনিষ্ঠের বধূ অপহারী বলিয়া ভৎসনা করিতে লাগিলেন, তখন তিনি সুগ্ৰীবের অসৎকার্য্যের কোন উল্লেখ करब्रन नाहे । কিন্তু সুগ্ৰীব কৃত এই কৰ্ম্ম যে কিষ্কিন্ধ্যয় কিরূপ স্বণ ও ক্রোধের উদ্রেক করিয়াছিল, डांशं त्रांमब्र अन्नtप्तब्र डेङि झई८ङ’ छांनिप्ड পাই , সমুত্রের বেলাভূমির অনতি দূরে এক স্বগভীর নিবিড় গুহা-প্রদেশে স্বরম্য নির্বর ও कण कूण *झषविठांप्न cलांछिङ अशिठाकांब्र পরিশ্রান্ত ও নিরাশাগ্রস্ত বানরমণ্ডলীর মধ্যে নে গুঢ় তর্ক বিতর্ক ইতেছিল তা হইতে প্রাপ্ত হয় না—তৎসম্বন্ধে পরে অঙ্গদের এই উত্তেজিত উক্তির অংশ উদ্ধৃত করা যাইতেছে। बiछ्रखंडैश्ा cष। खर्थlit बौश्ख भशिषैौ विशांश् । ধৰ্ম্মেণ মাতরং বস্তু ৰীকরেীতি জুগুঙ্গিতঃ। ५ि: न ५* खtबौंड cनि उवiङ| घ्छ्रब्रांश्चन। যুদ্ধয়াভিনিযুক্তেন লিস্য পিন্থিতং মুখং ॥ জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী : মস্তৃিতুল্য,-জঞ্জীৰবিলম্বার রোধ করিয়া স্বয়ং তাহাকে গ্রহণ করিয়াছিল—এরূপ দুরাত্মাকে ধাৰ্ম্মিক বলিয়া কে গণ্য করিবে ? বালী এই ব্যাপারে মৰ্ম্মাহত হইয়াছিলেন, যে ভ্রাতা এরূপ কাৰ্য্য করিয়াছেন, তাহাকে স্বগৃহে 'স্থান দিবেন কিরূপে ? সুতরাং সুগ্ৰীব নিৰ্ব্বাসিত হইয়াছিলেন, কিন্তু যে কনিষ্ঠ ভ্রাতাকে তিনি আশৈশব পিতৃস্নেহে লালনপালন করিয়াছিলেন, বৃক্ষশাখা ভাঙ্গিতে যাইয়া আঘাত পাইলে যিনি শিশু সুগ্ৰীবকে কত যন্ধে হাত বুলাইয়া দিতেন এবং “ভ্রাত এরূপ আর করিও না” বলিয়া সস্নেহে সতর্ক করিয়া দিতেন, ও তাহাকে তিনি বধ করিয়া হস্ত কলঙ্কিত করিলেন ন৷ “ন ভাং জিঘাংস্তামি* তোমাকে বধ করিব না বলিয়া মুক্তি প্রদান পূর্বক নিৰ্ব্বাসন দণ্ড প্রদান করিলেন, কিন্তু তাহার সঙ্গে যে সম্বন্ধ ছিল, তাহা একেবারে অস্বীকার . করিয়া প্রতিহিংসার উত্তেজনায় রুমাকে স্বীয় অস্তঃপুরে আনয়ন করিলেন । বালী তারাহরণ ব্যাপারে অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া এরূপ আচরণ করিয়াছিলেন। যে ভ্রাতা স্বীয় স্ত্রীকে একবার গ্রহণ করিয়াছেন, তাহাকে গৃহে স্থােন কিরূপে দিবেন,— সুতরাং কোন ক্রমেই তিনি সুগ্ৰীবকে কিষ্কিন্ধ্যায় প্রবেশ করিতে অল্পমতি দিলেন না ।

  • किकिकji, २s *, s* dज्ञांक । —w.